নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

পিতার খুনের তার শাস্তি তার সন্তানকে দেয়া যায় নাকি???

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

আমি এত কথা বুঝি না, আমার সোজা কথা। খুনি পিতার শাস্তি যেমন তার সন্তানকে দেয়া যায় না; স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা পিতার পুরষ্কারও প্রত্যক্ষভাবে তাদের সন্তানরা পেতে পারে না।



মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বাড়িয়ে দেয়া হোক; সঠিক তালিকা করে তাদের ভরণপোষণের সবরকম দায়িত্ব সরকার নিয়ে নিক। আমার মনে হয় না এতে কারোরই কিছু বলার থাকবে। এভাবেই মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান দেয়া হবে এবং তাতে করে তাদের সন্তানরাও পরোক্ষভাবে উপকৃত হবে।



‪কোটা‬ সিস্টেমের মানেই হচ্ছে একজন যোগ্য প্রার্থীর অধিকার নষ্ট করে তার স্থলে তার থেকে কম যোগ্যতাসম্পন্ন একজনকে সুযোগ করে দেয়া।



// শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, সবধরণের ‪‎কোটাপ্রথা‬'র বিরোধী আমি। সমাজের সুবিধা-বঞ্চিত এবং পিছিয়ে পড়াদের দায়িত্ব নেয়ার দায়িত্ব সরকারের এবং তা অন্য যে কোনোভাবে হতে পারে। অবশ্যই কারো অধিকার খর্ব করে নয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

ম্রিয়মাণ বলেছেন: জেনুইন মুক্তিযোদ্ধা হতে হবে। রাজনৈতিক পরিচয়ে নয়।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩

কুল_কুয়াইট বলেছেন: তা তো অবশ্যই।

জেনুইন হোক আর ভুয়া হোক তাদের অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হোক। শুধু খেয়াল রাখা হোক তাদের কারণে যেন অন্য কেউ অধিকার বঞ্চিত না হয়।

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: আপনার ধারণার সাথে সহমত। কোটা প্রথা বাতিল হবে ভেবেই তারা উন্মাদ হয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শুরু করেছেন। বলি লাভ নাই। মেধাবীরা ক্ষেপেছে

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

কুল_কুয়াইট বলেছেন: মিনিমাম ব্যক্তিত্ববোধ আর আত্ন-সম্মান থাকলে তারা এমনটা করতে পারে না। তাদের সঠিক বুদ্ধির উদ্রেক হোক।

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: কোটা প্রথার অবসান চাই.।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: কোটা প্রথার অবসান চাই.।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২

কুল_কুয়াইট বলেছেন: কোটা প্রথার অবসান চাই। সহমত

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

শিব্বির আহমেদ বলেছেন: কোটা প্রথার অবসান চাই। সহমত

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫

কুল_কুয়াইট বলেছেন: আর কোনো দাবি নাই, কোটা প্রথার অবসান চাই।

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

মাহমুদুর রাহমান বলেছেন: সব মিলিয়ে ১০% এর বেশি কিছুতেই না

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯

কুল_কুয়াইট বলেছেন: যদি ১০% রাখতেই হয় তবে উপজাতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধিদের জন্য।

৭| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

কসমিক রোহান বলেছেন: Kota protha batil hok...
(mobile theke)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.