নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম

দিনের শেষে আমরা সবাই একা...

কুল_কুয়াইট

দেশের বাইরে পড়াশোনা করছি আইটিতে। দেশেও কাজ করেছি একজন আইটি প্রফেশনাল হিসেবে। লেখালেখি ভাল্লাগে না। তারপরও মাঝে মাঝে মনে হয় সবসময় কথা বলে মনের ভাব প্রকাশ করা যায় না। তাই ২/১ টা কথা লিখে ব্লগে প্রকাশ করি। ফেইসবুকে আমি fb.com/cool.quiet

কুল_কুয়াইট › বিস্তারিত পোস্টঃ

প্যারিস ভ্রমণ :)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

যা দেখেছি তা কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। ২ দিনের ছোট্ট ট্যুর প্যারিস দেখার জন্য কখনোই যথেষ্ট নয়। জার্মানি ক্রস করে বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্স ঘুরে আবার বেলজিয়ামের উপর দিয়ে জার্মানিতে ফিরেছি। সীমান্ত ছিলো হয়ত, হয়ত ছিলো কোনো সীমান্ত রক্ষা বাহিনী; কিন্তু চোখে পড়ে নি। ছিলো না কোনো কাঁটাতারের বেড়াও। কত জায়গায় কত বিরতি ছিলো, কত জায়গায় নামলাম। একটি জায়গায়ও যদি পাসপোর্টটা বের করতে হতো! পুরো দৌড়ের উপর থেকে ২ দিনে প্রায় ২৩০০ কিমি জার্নি করে জার্মানি ফিরলাম। প্যারিস তো প্যারিসই, কিন্তু বাসে করে ফ্রান্স-জার্মানি হাইউয়ে তে ভ্রমণ কোনোদিনই ভুলা সম্ভব না।

অনেক দিন পর ব্লগ লিখছি। সময় সল্পতার কারণে ক্যাপশন দিতে পারছি না। ক্যাপশনসহ ছবি দেখার লিঙ্ক এখানে









































মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর ছবি। ছবির ক্যাপশান থাকলে আরো ভালো হতো।

১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৭

কুল_কুয়াইট বলেছেন: ধন্যবাদ :)
সময় সল্পতা :(

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৭

ভিটামিন সি বলেছেন: এতো দেহি পুরান কালের রং উঠা সব বিল্ডিং। দুরে সইরা খাড়ান, যে কোন সময়ে ভাইঙ্গা পড়তে পারে।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৯

নীল আকাশ আর তারা বলেছেন: ভিটামিন সি বলেছেন: এতো দেহি পুরান কালের রং উঠা সব বিল্ডিং। দুরে সইরা খাড়ান, যে কোন সময়ে ভাইঙ্গা পড়তে পারে। =p~ =p~ =p~ =p~


খুব সুন্দর। যেতে ইচ্ছা করতেছে ...............

welcome back ..........

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন:

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: রাতের প্যারিস টা খুব ভালো লাগলো! খুব সুন্দর। প্যারিস যাবার খুব ইচ্ছে ছিল, হলো না আর কি !!!

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

জনাব মাহাবুব বলেছেন: নীল আকাশ আর তারা বলেছেন: ভিটামিন সি বলেছেন: এতো দেহি পুরান কালের রং উঠা সব বিল্ডিং। দুরে সইরা খাড়ান, যে কোন সময়ে ভাইঙ্গা পড়তে পারে। =p~ =p~ =p~ =p~

আমি কিন্তু কোন কথা কই নাই
শুধু ছবি দেখছি। :( :( :( ;) ;) ;) ;) ;) ;) ;)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর ছবি ব্লগ!

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

এহসান সাবির বলেছেন: দারুন...

৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

তাহমিদুর রহমান বলেছেন: দারুন ছবিগুলো







View this link

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

মন্নুবেগ বলেছেন: অনেক ভালো স্নাপশট । ক্যাপশন গুলো দেওয়া থাকলে বেশ কিছু জায়গার পরিচয় মিলতো ।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

ড. জেকিল বলেছেন: ক্যাপশন থাকলে আরও মজা লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.