নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছদ্মবেশী সুশীল

সভ্যতার মাঝে অসভ্য আমি,কর্মের মাঝে বেকার।

কর্পোরেট বেকার

বানান ভূলের আধিক্য থাকাটা স্বাভাবিক।নিজ গুনে ক্ষমা করবেন।সঠিক বানান দেখিয়ে দিলে খুশি হবো। খাটি কর্মহীন একজন মানুষ।খই ভাজতেও চাইনা।খই ভাজলে সেটা খাওয়া লাগবে।মাঝখান দিয়ে অনেক কর্ম সম্পাদন হয়ে যাবে।

কর্পোরেট বেকার › বিস্তারিত পোস্টঃ

এক সংসদ সদস্যের গান!!!

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

"গুলিস্থানের মোড়ে বইসে বন্ধু বেচে পান,

ক্যাসেট বাজাইয়া শোনে মমতাজেরই গান"

-একজন দেখি ভ্যানের উপর দোকান দিয়ে এই গান

বাজাচ্ছে।কৌতহল নিয়ে গেলাম।

-মামা, কি বিক্রি করেন??

-পান।

-এইডাতো গুলিস্থানের মোড় না।মুন্সিপাড়ার মোড়।

-কিন্তু গানে এইডাই গায়, কি করমু!!!

-গান থামায়ে মাঝখানে বলেন, কিন্তু বন্ধু এখন

মুন্সিপাড়ার মোড়ে, আর

আপনিতো ক্যাসেটে প্লে করতেছেন না।

এমপিথ্রি প্লেয়ারে করতেছেন।এই গান আপনার

সাথে মোটেও যাচ্ছে না।

-!!!!(হা করে তাকায় আছে আমার দিকে :P)

তারপর বলে, তা যাই হোক এইডা কবিরাজী পান।

খাইলে ৪৮ ঘন্টা মুখে সুগন্ধ থাকবো।

-৪৮ ঘন্টায় কমপক্ষে ৪ বার দাত ব্রাশ করি।আর

এতসময় থাকলে সুগন্ধ না দুর্গন্ধ :P

- কিন্তু এই পান আপনার

মুখে নিয়ে চিবানো লাগবো না।তিন মিনিট রাখবেন,

পান গলে যাবে।

-!!!!!এইডা কি পান না হাওয়ার মিঠাই!!!!! :/

-কি যে কন!!!!

-পান বাদ দেন, সংসদ সদস্যের

গানডা ভালো লাগছে।লিংক আছে নাকি???? :P

-কি কন!!! কার সাথে লিংক!!!!

আমি আর কথা বাড়াইলাম না, বেটা আমার

দিকে হা করে তাকায় আছে :P

তয় সংসদ সদস্যের গান গুলান মাশাল্লাহ :P

লোকটারে এই ভার্ষনটা বলে দিয়ে আসা উচিত

ছিলো,

" মুন্সিপাড়ার মোড়ে বসে, বন্ধু বেচেপান,

এমপিথ্রি প্লেয়ারে বাজায় মমতাজেরই গান।":D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.