নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলের মধ্যে দিয়ে শিখি, তবে ‌'ভুল'কে ঘৃণা করি

ভুলের মধ্যে দিয়ে শিখি, তবে ‌'ভুল'কে ঘৃণা করি

ভদ্রতা

আমি ঢাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত

ভদ্রতা › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার রাজনৈতিক অর্থনীতি : সাপ্ম্রতিক সংঘাতপূর্ণ রাজনীতি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মাইকেল প্যারেন্টি বা নোম চমস্কি কারো নিবন্ধ, প্রবন্ধ নাকি তাদের দেশে অপ্রকাশিতই থেকে যায়।আমাদের দেশেও কি মাইকেল প্যারেন্টি বা নোম চমস্কিদের লেখালেখি অপ্রকাশিতই রয়ে যাচ্ছে। তা না হলে, গণমাধ্যমে শুধু কেন পুজিবাদী গণতন্ত্রের চর্চা, বিশুদ্ধ গণতন্ত্রের চর্চা তো দেখছি না। হে মিডিয়া, আপনারাই তো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনারা কী সর্বদলীয় না তত্ত্বাবধায়ক চান? যদিও আপনারই বা সিদ্ধান্ত নেয়ার কে? জনগণ যা চায়, তার পক্ষেই জনমত গড়ে তুলুন।জনগণই তো সংবিধান।আপনাদের সংবাদ, কলামগুলো পড়ি অনেক তথ্য পাই, অনেক জ্ঞানী আপনারা; কিন্তু কী চান বুঝি না।যদি মনে করেন তত্ত্ববধায়কই জনগণ চায় তবে কেন ৮- ৯ জন নিহতের খবরকে ব্যানার শিরোনাম করেন না, কেনই বা কখনও ২য় গুরুত্বপূর্ণ ‍শিরোনাম করেন।আর যদি মনে করেন জনগণ সর্বদলীয় চায়, তবে কেন সর্বদলীয় ফর্মূলাকে নেতিবাচকভাবে উপস্থাপন করেন।জনগণের মতের প্রতিফলন ঘটিয়ে আপনারা যেকোন একটি পক্ষে জোড়ালো জনমত তৈরি করুন, তাহলে অন্যপক্ষ সহনীয় হতে বাধ্য।কিন্তু আপনারা যদি সহিংসতাকে উস্কে দিয়ে গুড নিউজ করতে চান তবে তো এসপার -ওসপার হবে না। গণতন্ত্রের চর্চা নয়, চাই বিশুদ্ধ গণতন্ত্রের চর্চা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.