নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাঁটি বাংলাদেশী

সুদীপ্ত কর

মরার আগে মেটালিকার মাস্টার অফ পাপেটস শুনতে শুনতে মরতে চাই। https://www.facebook.com/Sudipta.Kar

সুদীপ্ত কর › বিস্তারিত পোস্টঃ

হ্যালো বাংলাদেশী নাগরিক, আপনাকে বলছি। ১ টা মিনিট সময় দিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

আপনি নিশ্চয়ই জানেন আজকে বাংলাদেশের ইতিহাসে বিচারের নামে একটি প্রহসন করা হয়েছে। ডিটেইলস আপনারা সবাই জানেন। তাই আর পুনরাবৃত্তি করলাম না।

একজন গর্বিত বাংলাদেশী হিসেবে আমি এই রায় মানিনা। আমি চাই সব রাজাকারের ফাসী। আমি জানি আপনিও তাই চান।



এই রায় দেয়ার পরপরই আমরা সিলেটের শাবিপ্রবি ক্যাম্পাসে শতাধিক ছাত্রছাত্রী হরতালের মধ্যেও একত্রিত হই। আমরা মিছিল করি ক্যাম্পাস চত্ত্বরে। আমাদের মুখে ছিলো শ্লোগান, হাতে ছিলো পোস্টার। আমাদের একটাই দাবী, "আমরা এই বিচার মানিনা, যুদ্ধাপরাধীদের ফাসি চাই।"



আমরা শাবিপ্রবি পরিবার আজ এবং আগামী ২ দিন সহ মোট ৩ দিনের কর্মসূচী গ্রহণ করেছি ফাসির দাবীতে। আগামীকাল দুপুর ১১.৩০ মিনিটে আমরা ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী এক হচ্ছি ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাসে আমাদের ক্ষোভ জানাবো। মিছিল করবো, মানববন্ধন করবো। শাবিপ্রবির সব ছাত্রছাত্রীকে অনুরোধ করলাম দয়া করে একত্রিত হোন আগামীকাল দুপুর সাড়ে এগারটায়। ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। লিংকে যান।



Click This Link



এবং আপনার কাছে বিনীত অনুরোধ, শুধুমাত্র ফেসবুকের ইভেন্টেই গোয়িং দেবেন না। সশরীরে থাকুন ক্যাম্পাসে। আমরা সাধারণ ছাত্রছাত্রী রাজাকারদের ফাসি চাই। আপনিও শামিল হোন আমাদের সাথে। আসার সময় নিয়ে আসুন অন্তত একটি পোষ্টার অথবা ব্যানার।



আমি জানি আমার ফ্রেন্ডলিস্ট এবং সাব্সক্রাইবার লিস্টে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী আছেন। তাদেরকে অনুরোধ, প্লিজ চুপ থাকবেন না। বায়ান্নর ফেব্রুয়ারীর আন্দোলন ছাত্রছাত্রীরাই শুরু করেছিলো। আপনার কাধে আজ অনেক বড় দায়িত্ব। যে যার যার ক্যাম্পাসের সবাইকে একত্রিত করুন। নিজের ক্যাম্পাস থেকে সবাই আন্দোলন চালাই আমরা। টনক নড়বেই।



সবশেষে বলছি সিলেটের অন্যান্য ক্যাম্পাসে আমার বন্ধু, ভাই-বোনদের। আগামী পড়শুদিন আমরা শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সহস্রাধিক ছাত্রছাত্রী চৌহাট্টা শহীদ মিনারের সামনে মিছিল করে যাবো ঠিক দুপুর ১২টায়। আপনিও আপনার ক্যাম্পাসের সবাইকে নিয়ে আসুন। আসুন, দেখিয়ে দেই ছাত্রসমাজের ক্ষমতা।



-----------------------------------------------------------

কাদের মোল্লা কোর্ট থেকে বের হয়ে যে ভি চিহ্ণটা দেখালো সেটা আসলে ভিক্টোরীর সাইন না। সেটা প্রতিটা বাঙালীর গালে একটা করে থাপ্পড়। প্রতিবাদী হোন। রাস্তায় নামুন। সবাই বলে এই প্রজন্ম ফেসবুকেই যা করার করতে পারে। আসুন, তাদেরকে দেখিয়ে দেই আমরা ফেসবুকিশ না। আমরা প্রয়োজনে রাস্তায় নামতে পারি। শক্ত প্রতিবাদ আসুক আপনার হাত থেকে। স্বাধীন বাংলাদেশের ছাত্র-ছাত্রীর এই বুকের পাটা আছে। আসুন বুকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাস্তায় নামি রাজাকারদের ফাসির দাবীতে।



দেশের ৬৪টা জেলা হয়ে উঠুক ক্ষুব্ধ, প্রতিবাদমুখর। দয়া করে ঘরে বসে থাকবেন না। রাস্তায় আসুন। আসুন ফাসীর দাবিতে।



"জামাত-শিবির রাজাকার

এই মুহুর্তে বাংলা ছাড়",



"ভাষার মাসের উপহার

ফাসির কাস্ঠে রাজাকার"



আপনি যাই হন, যেই হন এটাই হোক আপনার শ্লোগান। ছাত্র-ছাত্রী, কর্মজীবি, বেকার সবাই একসাথেই মুক্তিযুদ্ধ করেছিলো। আসুন আবার দেখিয়ে দেই আমরা বীরের জাতি।

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

মুহাম্মাদ আলী বলেছেন: এ রায় মানি না
এক দাবি
রাকারদের ফাঁসি চাই

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

মুহাম্মাদ আলী বলেছেন: "জামাত-শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়",

"ভাষার মাসের উপহার
ফাসির কাস্ঠে রাজাকার"


সহমত সাথে আছি আপনাদের।আবার আমরা ৭১ এর মত গর্জে উঠবো।পাকি দালাল মুক্ত করবো আমার সোনার বাংলা

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

খুব সাধারন একজন বলেছেন: সব খুনি ধর্ষক ড়াজাকারের ফাসি চাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

বেলা চৌধুরী বলেছেন: এতদিন শুনলাম সরকার বিচারের নামে প্রহসন করছে, এখন আপনারা বলছেন প্রহসন। আইন করা আছে ট্রাইবুনাল নিয়ে কোন কথা বলা যাবে না। আপনারা তাহলে এটা কেন করছেন?

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ফাহীম দেওয়ান বলেছেন: রাজাকার নিপাত জাক,
জামাত-শিবির তফাৎ যাক,
বাংলা আমার মুক্তি পাক।

জামাত-শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়",

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ভরযুক্ত অপদার্থ বলেছেন: জামায়াতে ইসলামি ব্যবসা করে ধর্ম'কে নিয়ে আর আওয়ামীলীগ রাজনীতি করে যুদ্ধাপরাধী'দের নিয়ে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: আমরা সাধারন জনগত তো বোকাচোদা। আমরা শুধু দেখেই যাব।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: ১৯৯৬ স্মরণ করেন! রাজনীতি ;)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

লিখন সরকার বলেছেন: সহমত । এইটা কোন রায়ই হয় নাই , ফাজলামি হইছে ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আসছি,,,,,,,, কাল দেখা হবে।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

স্বপনবাজ বলেছেন: জামাত-শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়",

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আহ্‌মুদুল বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++++++

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

তুহিন সরকার বলেছেন: কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

মহামহোপাধ্যায় বলেছেন: দেখা হচ্ছে ক্যাম্পাসে।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

হাঁসি মুখ বলেছেন: সাথে আছি।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

রিয়াদ ক্লান্ত পথিক বলেছেন: জামাত-শিবির রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়"

আর কোন দলে কী ভাই রাজাকার নাই?

বি এন পি আওয়ামীলীগ জামাত সব দলে ই রাজাকার আছে।

সবার জন্য আন্দোলন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.