নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাঁটি বাংলাদেশী

সুদীপ্ত কর

মরার আগে মেটালিকার মাস্টার অফ পাপেটস শুনতে শুনতে মরতে চাই। https://www.facebook.com/Sudipta.Kar

সুদীপ্ত কর › বিস্তারিত পোস্টঃ

যে কারণে বাংলাদেশে মানুষ খুন করা জরুরী

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

একজন সন্তান হিসাবে আমি চাইনা আর কোনদিন আমার বাবা দগ্ধতার যন্ত্রনা সহ্য করতে না পেরে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবে

- এটা ছিলো তাদের প্রতিবাদের পেছনের মূল কারণ।







নির্বাচনকে কেন্দ্র করে যে সংহিসতাগুলো হচ্ছে দেশব্যাপী সেগুলো নিয়ে কোন সুশীল, কোন রাজনীতিবিদ স্বার্থ ছাড়া কোন কথা বলেনি। তারা বলেছিলো। তাদের হাতে বিশেষ কোন ক্ষমতা নেই। তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মাত্র। তবুও তারা কোন স্বার্থ ছাড়াই একসাথে হাত মিলিয়ে রাস্তায় নেমেছিলো এই সহিংসতার বিরুদ্ধে কথা বলতে। তারা কোন জ্বালাও পোড়াও করেনি, কাউকে মারেনি, কারো কোন ক্ষতি করেনি। তারা কথা বলেছিলো অন্যায়ের বিরুদ্ধে।



প্রতিবাদের নাম ছিলো - বিদ্রোহ। উদ্দেশ্য ছিলো অন্যায়ের বিরুদ্ধে গণআন্দোলন।



কোন নায়িকা কোন মডেলকে ফেসবুকে কটুক্তি করেছে, কোন নায়কের পেট খারাপ সেটা এই দেশের পেপারগুলোর নিউজ হয়। কিন্তু তাদের এই প্রতিবাদ কোন টপরেটেড পেপার কাভার করেনি। ফেসবুকের পেইজেও তেমন কেউ সাড়া দেয়নি।



কিন্তু তারা পাশে পেয়েছিলো রাস্তার বয়ো:বৃদ্ধ মানুষটাকে যে বলেছিলো, "হগল দলর বিরুদ্ধ নামস, আমি তোমরার লগো আছি, আমার নামটাও যোগ কর, আমার নাম হান্নান মিয়া।"







যারা বাসে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে তাদের কেউ এরেস্ট করেনি। যারা হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলা চালিয়েছে তাদের নাম পর্যন্ত পুলিশ জানেনা। অথচ এই চারজন ছাত্র, যারা সাহসের সাথে চুপচাপ নিজেদের নাম পর্যন্ত পাবলিকলি এক্সপোজ না করে রাস্তায় নেমেছিলো অহিংস কর্মসূচী নিয়ে তাদেরকে পুলিশ এরেস্ট করেছে আজকে।



চমৎকার।

তাদের দোষ ছিলো খুব সম্ভবত একটাই। তাদের ওয়েবসাইটে কোন রাজনৈতিক দলকেই তারা ছেড়ে কথা বলেনি।

আপনাদের স্যালুট। আপনাদের সাথে আছি। কারণ হাতে অস্ত্র ছাড়া অন্যায়ের বিপক্ষে দাড়ানোর সাহস সবার থাকেনা।



এই চারজনকে আপনি পাত্তা নাই দিতে পারেন, পাগল, রক্ত-গরম বলে খেদিয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন এরা আপনার জন্যই রাস্তায় নেমেছিলো।

বিশ্বাস না হলে তাদের এই স্মারকলিপিটা পড়ে দেখুন।



আফসোসের ব্যাপার এই যে, দেশে পরিবর্তন আনার নামে রাজনীতির নামে মানুষ মারলে কোন দোষ নাই, পঙ্গু বানিয়ে দিলে দোষ নাই। কিন্তু অহিংসভাবে অন্যায়ের প্রতিবাদ করলেই গ্রেপ্তার। তো আর কি? আসেন মানুষ মারি, আগুনে পুড়াই। দেশে শান্তি প্রতিষ্ঠা করি।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

সুদীপ্ত কর বলেছেন: আসলেই দু:খজনক।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: প্যথেটিক :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

সুদীপ্ত কর বলেছেন: ধাক্কা আসলে আসবেই। এগুলি মেনে নিয়েই এগিয়ে যেতে হবে আলোর দিকে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

মুহামমদ মিনহাজ বলেছেন: গন আন্দোলন দেহি ছেলের হাতের মোয়া হইয়া গেছে B-))

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

সুদীপ্ত কর বলেছেন: আসলেই। মানুষের পাশে না দাড়ানোর চেষ্টা করে বোমাবাজি করে মানুষ মারলেই মনে হয় খুশী হতেন।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

মামুন রশিদ বলেছেন: যদি সত্যকারের পরিবর্তন কখনো আসে তা সম্ভব হবে এইসব পাগলাটে তরুণের জন্যই ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সুদীপ্ত কর বলেছেন: একমত।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

HHH বলেছেন: বাংলাদেশের আনাচে কানাচে জ্বলতে থাকা এই আলো গুলোকে একত্র করা প্রয়োজন। তাহলেই কিছু একটা হতে পারে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সুদীপ্ত কর বলেছেন: হবে আস্তে আস্তে। অনেক পথ পাড়ি দিতে হবে।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আশা করছি এখন কোন রেসপন্স পাওয়া না গেলেও গন আন্দোলনে অবশ্যই অবশ্যই অনেক রেসপন্স পাওয়া যাবে ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

সুদীপ্ত কর বলেছেন: আমিও সেটাই আশা করছি।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

মাহমুদ০০৭ বলেছেন: বিরাট দোষ করছে ।
অহন ডলা খা অন বাকি ।
মার ডলা ।

হায়রে দেশ ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

সুদীপ্ত কর বলেছেন: হায় :(

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

সকাল রয় বলেছেন:
আমরা কিছু আছি খালি চশমার কাচ মুছি আর সমবেদনা জানাই

এভাবে কতদিন

জাগতে হবে রাজপথে

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

সুদীপ্ত কর বলেছেন: সহমত

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: দারুণ বলেছেন। আসলে, আমাদের দেশের রাজনীতিবিদরা ব্লগ বা ওয়েবসাইটগুলো পড়ে না। আর যারা ঐ সকল ঘৃণিত কাজ করে, তারা মানুষ নামের জানোয়ার।

তবুও যারা সাহস নিয়ে, ঐ সকল কাজের প্রতিবাদ করে তাদের জানাই স্যালুট।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

সুদীপ্ত কর বলেছেন: তাদের স্যালুট

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

HHH বলেছেন: একটা কথা না বলে পারছি না।

আওয়ামীলীগ আমাদের প্রতিবাদের ভাষা ও অধিকার দুটোই কেড়ে নিয়েছে। এমন একটা অবস্থা এরা সৃষ্টি করেছে যে কিছু বলতে এখন সবাই ভয় পায়।

এটা কোনভাবেই মেনে নেওয়া কষ্টকর

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

সুদীপ্ত কর বলেছেন: অন্যায়ের বিপক্ষে যদি অন্য একটা অন্যায় করতে না হয় তাহলে ভয়ের কোন কারণ নেই

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

সুদীপ্ত কর বলেছেন: ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা :)
নিরাপদে সানন্দে পালন করুন

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

দিবা স্বপ্ন বলেছেন: সব চোরদের বিরুদ্ধে কথা বলছে, তাই ওদের গায়ে জ্বালা ধরে গেছে।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: যদি সত্যকারের পরিবর্তন কখনো আসে তা সম্ভব হবে এইসব পাগলাটে তরুণের জন্যই ।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: যে পরিবর্তনের ডাক দেয় ওরে তো ভাই ধরে নিয়ে গিয়ে রিমান্ডে পরিবর্তন করে দেয়।ঐ সকল ভাইদের জন্য শুভকামনা রইল যারা আন্দোলনের ডাক দিয়েছেন।আমরা এখন গণতন্ত্রে নেই, আছি বাকশালীয়তন্ত্রে :((

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

খেয়া ঘাট বলেছেন: এই চারজনকে আপনি পাত্তা নাই দিতে পারেন, পাগল, রক্ত-গরম বলে খেদিয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন এরা আপনার জন্যই রাস্তায় নেমেছিলো।
+++++++++++++++++

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২০

মন্জুরুল আলম বলেছেন: এভাবেই হয়তো ১জন, ২জন করেই বাংলাদেশের সবাই জাগাবে। জাগতে হবেই। তীব্রভাবে চাই একটা জনবিস্ফোরন ঘটুক। সব ভেঙ্গে আবার নতুন করে শুরু হোক..... যা হওয়ার কথা ছিল ৪দশক পূর্বে।....

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মামুন রশিদ বলেছেন: যদি সত্যকারের পরিবর্তন কখনো আসে তা সম্ভব হবে এইসব পাগলাটে তরুণের জন্যই ।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

বোধহীন স্বপ্ন বলেছেন: বাংলাদেশে মানুষ খুন করা জরুরী। অবশ্যই জরুরী। অন্তত কিছু লোকের বেলায় জরুরী। যদিও আমাদের সেই ক্ষমতা বা সাহস নেই। কথাটা লিখা ঠিক হল কিনা জানি না, কখন আবার কে মামলা দিয়ে বসে।

মামুন রশিদ বলেছেন: যদি সত্যকারের পরিবর্তন কখনো আসে তা সম্ভব হবে এইসব পাগলাটে তরুণের জন্যই ।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

সায়েম মুন বলেছেন: সাম্প্রতিক জ্বালাও পোড়াও নামক যে নিষ্ঠুর অধ্যায়ের সূচনা হলো না জানি ভবিষ্যতে আরও কি হয়। সব ধরনের জ্বালাও পোড়াও দূর হোক এদেশ থেকে।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

ইখতামিন বলেছেন:
আগুনের দিন শেষ হবে

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

মো কবির বলেছেন: আসলে আমি নোংরা রাজনীতিকে ঘৃণা করি, তাই এই দেশকে এই নোংরা রাজনীতি থেকে বাঁচানোর জন্য অনেকের সাথে কথা বলেছিলাম কিন্তু একেকজন একেক ধরনের কথা বলেন, তাই কাউকে বিশ্বাস হয়নি তাই নিজে একাই কাজ সুরু করার জন্য ফেবুতে একটা গ্রুপ খুলেছিলাম https://www.facebook.com/groups/REALPOLITICS1/

কিন্তু সেখানেও কারো তেমন কোন সাড়া পেলাম না, তবু স্বপ্ন দেখি এই দেশকে সত্যিকারের রাজনীতিতে ফিরিয়ে আনার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সবাই বদলানোর কথা বলি কিন্তু নিজেই বদলাই না।
তাই কাউকে বিশ্বাস হয়নি, যদি আপনারা আসলেই এই দেশের জন্য কাজ করতে চান, তবে আমই আপনাদের সাথে আছি।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

নতুন বলেছেন: সবাই বড় বড় কথা বলে... কিন্তু আসল মনে কেউই দেশপ্রেমিক হয়ে উঠতে পারেনাই...

যখন সবাই দেশের কথা ভাবা শুরু করবে... তখন ঠিকই এরকস ভাবে সন্ত্রাসী করতে পারবেনা রাজনৌতিক দল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.