![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
আজ পবিত্র আশুরা দিবস (আরবী মহরম মাসের দশ তারিখ)
আজকের দিনের গুরত্ব ও ইতিহাসঃ
১. সমগ্র জগৎ সৃষ্টির দিন।
২. এদিন কেয়ামত অনুষ্টিত হবে।
৩. হযরত আইয়ুব (আঃ) কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন।
৪. হযরত ঈসা (আঃ) জন্মগ্রহন করেছিলেন।
৫. হযরত দাউদ (আঃ) আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছিলেন।
৬. হযতর সোলেমান (আঃ) তার হারানো রাজত পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন।
৭. হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।
৮. হযরত ইয়াকুব (আঃ) তার হারানো পুত্র হযরত ইউসুফ (আঃ) কে চল্লিশ বছর পর ফিরে পেয়েছিলেন ।
৯. ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া শিশু মুসাকে গ্রহন করেছিলেন।
১০.মহা প্লাবনের সময় হযরত নূহ (আঃ) এর নৌকা তার অনুসারীদের নি য়ে জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল।
১১. এই দিনে স্বেরসারী ইয়াজিদ বাহিনী বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ) এর প্রাণাধিন দৌহিত্র অতুতভয় সৈনিক হযতর ইমাম হোসাই (রাঃ) কে একজন ব্যতিত সপরিবারে কারবালার মরু প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছিল।
হযরত মুহাম্মদ (সঃ) বলেনঃ যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবার-পরিজনদের জন্য মুক্ত হাতে ব্যয় করবে, আল্লাহ তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন।
০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪
সিটিজি৪বিডি বলেছেন: হুম!
২| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
আব্দুল্লাহ শহীদ বলেছেন: দশই মুহাররম সম্পের্ক যা বলা হল আসলে এগুলোর সব আল-কুরআন বা হাদীসে নেই। হাদীসে এ দিনে ফেরআউন সাম্রাজ্যর পতন ও মূছা আ. এর বিজয়ের কথা বলা হয়েছে। আর ঐতিহাসিক কারবালার মর্মান্তিক ঘটনা এ দিনে সংঘটিত হয়েছিল। তবুও +
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
সিটিজি৪বিডি বলেছেন: হুম!
৩| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৮
স্বপ্নকর বলেছেন: ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৫
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও
৪| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০
ফজলে এলাহি বলেছেন: উত্তম পোষ্ট, তবে তথ্যভিত্তিক লেখায় তথ্যসূত্রের উল্লেখ মানবৃদ্ধি ও গ্রহণযোগ্যতার জন্য সহায়ক।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯
সিটিজি৪বিডি বলেছেন: আজকের সংবাদ পত্র থেকে সংগ্রহ করেছি।
৫| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
লুকার বলেছেন:
ভাই, যা লিখছেন, মানে বুইঝা লিখছেন তো?
"১. সমগ্র জগৎ সৃষ্টির দিন। "
দিন মানে কী? পৃথিবী গ্রহটা নিজের অক্ষকে কেন্দ্র করে যে সময়ে এক পাক দেয়, সেই সময়টাই একদিন (একদিন ও একরাত= ২৪ ঘন্টা, প্রায়)। তাইলে যখন এই গ্রহটা ছিল না, তখন দিন আইল কেমতে??
আর হিজরী ক্যালেন্ডার কবে থেইকা শুরু হইছে?
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
সিটিজি৪বিডি বলেছেন: আমি সংবাদপত্র থেকে সংগ্রহ করেছি। আমার বানানো কোন কথা নয়। আর সব কিছু কোরআন-হাদিসের আলোকে বর্ননা করা হয়েছে।
৬| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
ইয়ামিন বলেছেন: @লুকার: আমাদের বুঝার বাইরের জগতের নাম হলো অজানা এবং মানুষ সেটা জানার প্রানান্তর চেস্টা চালাবে সারাজীবন। আজ যা অজানা কাল তাই হয় জানা অতি সহজ ব্যাপার। সুতরাং আপনার আমার (দিন এর) ডেফিনিশন যে সঠিক তার ই বা গ্যারান্টি কি? সেখেত্রে যিনি এ জগৎ সৃস্টি করেছেন তার ব্যাখ্যাটাই কি সঠিক নয়???
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩২
সিটিজি৪বিডি বলেছেন: ইয়ামিন আপনাকে ধন্যবাদ লুকারের উত্তরের জবাব দেবার জন্য।
৭| ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০
মোঃ আমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যবহুল পোস্টের জন্য।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮| ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২১
মেহবুবা বলেছেন: এসব ভুলে যাই ,তাই প্রিয়তে রেখে দিলাম ্
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮
সিটিজি৪বিডি বলেছেন: আমিও ভুলে যায়। আসলে একদিন আমাদেরকে মরতে হবেই । কিন্তু কে কখন মারা যাবে কেউ জানেনা। আর আমরা সবাই দীর্ঘ জীবনের কামনা করি। আমার মনে হয় প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিৎ। কারন আমাদের জন্য আরেকটা বাড়ী অপেক্ষা করছে আর সেই টা হচ্ছে কবর।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫
আন্ধার রাত বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।