নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۩۞۩ আমার কলিজার টুকরা জারিফার সাথে ৭০ দিন ۩۞۩

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬



۩۞۩ আমার কলিজার টুকরা জারিফার সাথে ৭০ দিন ۩۞۩



২৫.২.২০১৩ ইং

আমাকে নিয়ে যাবার জন্য জারিফা তার দাদার সাথে এয়ারপোটে এসেছে। আমিও ফ্লাইটে বসে কন্যাকে দেখার জন্য ছটফট করছি। সকাল দশটায় চট্টগ্রাম এয়ারপোটে এসেই তাড়াতাড়ি লাগেজ নিয়ে বের হয়ে বাবা ও মেয়েকে খুজতে থাকি।



বাবা তার নাতনীকে কোলে নিয়ে ছেলের অপেক্ষায় দাড়িয়ে আছে। বাবার কাছে গিয়ে সালাম করে কন্যাকে কোলে নিতে চাইলে কান্না শুরু করে। অতিরিক্ত গরমের কারনে কন্যাকে ক্লান্ত দেখাচ্ছে। তাই গাড়ীতে উঠামাত্র ঘুমিয়ে পড়ে।



২৬.২.২০১৩ ইং

জারিফার সাফ কথা ‍"এটা আমার দাদুর বাসা। তুমি দুবাইতে চলে যাও।" তার এই কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। যার জন্য এতদুর থেকে ছুটে এসেছি সে বলে কিনা চলে যাও?



আমাদের ছোট বোন ব্লগার সুমাইয়া বরকতুল্লাহ জারিফা নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছিল--তার কয়েকটি লাইন----



তুমি আমাল বাবা

তোমাল জন্য লানছি পোলাও তুমি এসে খাবা

সবাল বাবা ঘলে ফিলে

তুমি কেন আস না

তুমি আসলে ঘলে তোমার কাছে (সাথে) কথা বলব না-



জারিফাকে এই কবিতাটি শিখিয়েছি। এখন সে কিছুক্ষন পর পর এই কবিতাটি পাঠ করা শুরু করে দিয়েছে। সবাইকে এই কবিতা শুনাচ্ছে---------------------



ছুটির দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে। কন্যা কিছুতেই আমাকে আপন করে নিচ্ছেনা। কাছে ডাকলেই দুরে সরে যায়। চিন্তায় আছি। কি যে করি। আমার বড় ভাইয়ের আদর পেয়ে সে আমাকে পাত্তায় দেয় না।



প্রায় ১ মাস পর হঠাৎ একদিন আমাকে গলায় জড়িয়ে ধরে বলে, "বাবা, আমি দাদুর সাথে তোমাকে আনতে এয়ারপোটে গিয়েছিলাম। আমি তোমাকে চিনতে পারিনি তাই কান্না করেছিলাম।" তার মুখ থেকে এই কথা শুনে হাসতে থাকি।



এখন বাপ-বেটির ভাব জমতে শুরু হয়েছে। ল্যাপটপে কাজ করার সময় কি-বোর্ডে হাত দিয়ে দুষ্টামী করে। আমার মোবাইল-ক্যামেরা নিয়ে একের পর এক ছবি তুলতে থাকে। নিষেধ করলে শুরু করে কান্না---------------বাসা থেকে বাইরে গেলেই অর্ডার আর অর্ডার'। এটা আনবে ওটা আনবে----



৩.৫.২০১৩ ইং

জারিফা বলে, " আম্মু, বাবা কালকে দুবাই চলে যাবে। বাবা আমার জন্য কান্না করবে।



৪.৫.২০১৩ ইং

সকালে ঘুম থেকে উঠে ফজরের নামায পড়ে মহান আল্লাহ তায়ালার কাছে পরিবারের সবার জন্য দোয়া করি। বিশেষ করে অসুস্থ মায়ের জন্য।



আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। জারিফা তার বড় আব্বুর গলা জড়িয়ে দাড়িয়ে আছে। বিদায় মুহত্বে একটু আদর চাইলেই কান্না শুরু করে। ১১ টায় ফ্লাইট। তাই সকাল ৮ টায় বাসা থেকে সবার কাছে বিদায় নিয়ে এয়ারপোটের দিকে ছুটতে থাকি------------------------------



৫.৫.২০১৩ ইং

প্রবাস থেকে ফোন করলে জারিফা বলে, বাবা তুমি কোথায়?



জারিফার সাথে প্রতিদিন ফোনে কথা বলার চেষ্টা করি। বয়স এখনো কম বলে আমার সাথে বেশীক্ষণ কথা বলে না। তাই কর্মের ফাঁকে ফাঁকে মোবাইলে জারিফার কথা শোনার জন্য ভিডিও ক্লিপগুলো দেখতে থাকি------------------------



লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা তাদের আদরের সন্তানদের কাছ থেকে দুরে থেকে দুর-প্রবাসে কাজ করে যাচ্ছে। প্রতি বছর বা দুই/তিন বছর পর কিছু দিনের জন্য সন্তানকে আদর করার সুযোগ পায়। প্রবাসে অবৈধ বসবাসকারী সেই সুযোগ থেকেও বঞ্চিত। হায়রে প্রবাস জীবন।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

ওঁ বলেছেন: তুমি আমাল বাবা
তোমাল জন্য লানছি পোলাও তুমি এসে খাবা
সবাল বাবা ঘলে ফিলে
তুমি কেন আস না
তুমি আসলে ঘলে তোমার কাছে (সাথে) কথা বলব না-



বেবিটা অনেক কিউট, মাশাল্লাহ

অনেক বড় হোক

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:১২

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ। আমার কন্যার জন্য দোয়া করবেন ।

২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

jotil_pola_jamalpur বলেছেন: :(

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:১২

সিটিজি৪বিডি বলেছেন: ধণ্যবাদ।

৩| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

নতুন বলেছেন: হুম প্রবাসী জীবন আর দাসের জীবনের মাঝে খুব বেশি পাথ`ক্য নাই..

দোয়া করবেন ভাই... নভেম্বরে আমরা নতুন অতিথির অপেক্ষা করতেছি...

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

সিটিজি৪বিডি বলেছেন: আপনার জন্য, ভাবী জন্য, নতুন অতিথির জন্য দোয়া রইল। ভাল থাকবেন।

৪| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩৬

হিতৈষী বলেছেন: আমাকে এভাবে না কাঁদালেও পারতেন। এমন একটা সময় এই পোষ্টটা পড়লাম যখন আমার কলিজার টুকরা মেয়েটার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে।পোষ্টে দেয়া ছবির বাচ্চাগুলোর মতই তার বয়স।গতকাল জানতে পারলাম তার প্রচন্ড জ্বর। গত পরশুও কথা বলেছে ফোনে আমার সাথে। বলল,'আব্বু,তুমি তাড়াতাড়ি আস'।রাতে মাঝে মাঝে ফোনে বলে 'আব্বু , আমাকে গল্প শোনাও, আমাকে ঘুম পাড়িয়ে দাও।' তখন কি যে কষ্ট হয় তা বোঝানো যাবেনা। বাবাকে জড়িয়ে না ধরলে তাঁর ঘুম আসতনা। তাই চলে আসার পর ফোনে বলে , আব্বু, তুমি কোথায়? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ' সবার কাছে দোয়া চাই আমার 'আম্মু' টার জন্য।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

সিটিজি৪বিডি বলেছেন: আপনার কলিজার টুকরার জন্য অনেক অনেক দোয়া রইল্

৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

চোরাবালি- বলেছেন: আল্লাহ আমাদের সকলকে সুস্থ্যতা দান করুন। আমীন
আমি ঢাকা বাসা ছেড়ে ৪মাস বাইরে ছিলাম ৭দিনে একবার দেখা হত। তাতেই মন প্রচন্ড খারাপ থাকত মঙ্গল বুধবার থেকে।আর আপনাদের তো বছরের পর বছর বাইরে থাকতে হয়।

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

সিটিজি৪বিডি বলেছেন: বছরের পর বছর বুকে চাপা কষ্ট নিয়েই আমাদেরকে থাকবে হয়।

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৫৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এইতো সেদিন না শুনলাম আপনার বাবু হইছে, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

সিটিজি৪বিডি বলেছেন: বাবু বয়স এখন তিন বছর ৩ মাস---

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৬

ফাহিম আহমদ বলেছেন: দুঃখ লাগল

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

সিটিজি৪বিডি বলেছেন: kmon achen?

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ২:০৯

চুরি যাওয়া আগুন... বলেছেন: অনেক দোয়া রইল ভাই। ভাল থাকুন আপনি ও আপনার সমগ্র পরিবার।

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

সিটিজি৪বিডি বলেছেন: ধণ্যবাদ।

৯| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:২৯

ঘাসফুল বলেছেন: আপনার জারিফার জন্য রইলো অনেক আদর। আপনাদের কষ্ট গুলো বেশী বেশী সুখ- সমৃদ্ধি হয়ে ফিরে আসুক, সে কামনাই করি...

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

সিটিজি৪বিডি বলেছেন: ইনশাআল্লাহ।

১০| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

বাকপটু বলেছেন: জারিফার জন্য অনেক অনেক আদর :) :) :) :) :)


জারিফা নামটা অনেক সুন্দর

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:

:(


বাবটার জন্য আদর রইল

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

১২| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ফাহিম আহমদ বলেছেন: ভাল আছি কিন্তু আপনি দেশে আসছিলেন কখন ? আবার চলে ও গেলেন :||

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

সিটিজি৪বিডি বলেছেন: দুই মাস ছিলাম--আবারও প্রবাসে-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.