নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۩۞۩ দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? ۩۞۩

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

































ছবিঃ সিটিজি৪বিডি



===========================

চলার পথে বিভিন্ন জায়গায় ওদেরকে দেখি। কেউবা বাদাম কেউ বা ঝালমুড়ি কেউ বা অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রী করে সংসার চালায়। টাকার অভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারে না বলেই তাদেরকে স্বল্প পুজি নিয়ে রাস্তায় নামতে হয়। সারাদিন রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই দাড়িয়ে থাকতে হয়। কত কষ্টই না তারা করছে। অথচ এক শ্রেনীর দুষ্ট লোক তাদের কাছ থেকে চাঁদা আদায করে। অনেকে টাকা না দিয়ে ধমক দিয়ে চলে যায। এই দৃশ্য দেখতে খুব খারাপ লাগে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নতুন বলেছেন: এরা কস্ট করে ...

দেশের বাইরে যারা থাকে তারা অনেক কস্ট করে...

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সিটিজি৪বিডি বলেছেন: আমাদের কষ্টগুলো দেশের মানুষেরা দেখে না ভাই--------

২| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

বোকামন বলেছেন:
খুবই খারাপ লাগে কিন্তু দু:খী হই না ......
দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের?

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:(

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৪| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লেগেছে। এটা হলো ছবিব্লগ। যে ছবি ব্লগ জীবনের কথা বলে।যে ছবিব্লগ মেহনতি মানুষের কথা বলে।অনেক ধন্যবাদ পোস্টের জন্য।

১১ ই জুন, ২০১৩ রাত ৮:০২

সিটিজি৪বিডি বলেছেন: চলতে চলতে দেখা হয়--ক্যামেরায় তুলা হয়--তারপর ব্লগে শেয়ার করা হয়।

৫| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:০২

মো: আতিকুর রহমান বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লেগেছে। এটা হলো ছবিব্লগ। যে ছবি ব্লগ জীবনের কথা বলে।যে ছবিব্লগ মেহনতি মানুষের কথা বলে।অনেক ধন্যবাদ পোস্টের জন্য।

১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৩

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:০৬

রোজেল০০৭ বলেছেন: ছবিগুলো দেখে জন লেননের 'ইমাজিন' গানটার কথা খুব মনে পড়ে যায়।

আপনার ছবি যেন জীবনের কথা বলে উঠে।

১১ ই জুন, ২০১৩ রাত ৮:২১

সিটিজি৪বিডি বলেছেন: জীবন জীবনের জন্য
আমরা একে সহজ করি
আবার আমরা একে জটিল করি।

৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:১০

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৩

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:২৮

বাংলাদেশী দালাল বলেছেন:
৭ টাকার ভাত আর তিন টাকার ডাল সাথে মরিচ আর এক টুকরা পেয়াজ দিয়ে ওদের কখোনও তৃপ্তি করে খেতে দেখেছেন?
আমার মনে হয় না কোন কোটি পতি হাজর টাকার খাবারেও ঐ তৃপ্তি টা পায়।

ছবি ব্লগে +++++++

৯| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬

শহিদশানু বলেছেন: উপরের ছবি গুলি ও এই সমস্ত খেটে খাওয়া মানুষদের দেখলে আমার কোন কষ্ট হয় না। কারণ তারা জীবন বাচানোর তাগিতে নিজের পায়ে দাঁড়িয়ে হাজারো বাঁধা বিপত্তি অতিক্রম ক্রমে বাস্তব জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছে । কষ্ট হয় বন্দু তোমার জন্য (যে ছবিগুলি তলিয়াছে) কারণ তুমি কোন কাজ না করে এবং জাতীয় অর্থনীতিতে কোন অবদান না রেখে রাস্তুয় ঘুরে ঘুরে এসব আ-কাম করছো দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.