নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
۞ এক প্রবাসী বাবার কথা ۞
প্রায় এক দশক ধরে পঞ্চাশোর্ধ বয়সী কালাম সাহেব দুবাইতে কাজ করছে। অল্প বেতন দিয়ে সংসার চলে না বলে কাজ থেকে ফিরে এসেই ব্যাচেলর রুমে রান্নার কাজ করে কিছু বাড়তি ইনকাম করে। রাত দিন কাজ আর কাজ। কালাম সাহেবের অবসর নেই।
ট্যুরিষ্ট ভিসায় দুবাইতে প্রবেশ করে অবৈধ ভাবে বসবাস করে বলে বাড়ীতে যেতে পারে না। তিন মেয়ে ও এক ছেলের ভবিষ্যতের কথ চিন্তা করে কালাম সাহেব দেশে যেতে ভয় পায়। ইতিমধ্য এক মেয়েকে বিয়ে দিয়েছেন। আরো দুই মেয়ে বিবাহ যোগ্য। ছেলে এখনো উপার্জন করার মত বয়স হয়নি। মেয়েদেরকে বিয়ে দিতে আর ছেলেকে প্রতিষ্টিত করতে কালাম সাহেবকে আরো অনেক কষ্ট করতে হবে। আরো বহু বছর প্রবাসে থাকতে হবে।
এই ভাবে কাজ করতে গিয়ে কোন একদিন কালাম সাহেব পৃথিবী থেকে বিদায় নিবেন। কি পেলেন বা কি পাবেন প্রবাসী কালাম সাহেব?
এই রকম লক্ষ প্রবাসী কালাম সাহেবকে প্রবাসে বসবাস করতে দেখি। তাদের সংখ্যা এখন কোটির কাছাকাছি। এই সংখ্যা আরো বাড়বে----------------
তাদের দুঃখ কষ্টগুলো কেউ দেখে না---তাদের কথা গুলো কেউ শুনে না----কারন তারা প্রবাসী-------------------
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই কষ্টের...........
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
সিটিজি৪বিডি বলেছেন: এখন দুবাইতে বেশী গরম পড়ছে---বাইরে যারা কাজ করে তাদের চেহেরা দেখলেই মনট খারাপ হয়ে যায়।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: sohomott 100%. very nice writing............................. Thanks
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
সিটিজি৪বিডি বলেছেন: প্রবাসীদের জন্য দোয়া করুন।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
নতুন বলেছেন: এদের দেখার কেউই নাই...
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: ওরা বড় অসহায়---এক সময় ওরা লাশ হয়ে দেশে ফিরে
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
আল ইফরান বলেছেন: আসলেই এদের দেখার বা এদের পক্ষে কথা বলার কেউ নেই।
অথচ এই অবৈধ অভিবাসীদের হাত ধরেই রিজার্ভের অংকটা ১৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
সিটিজি৪বিডি বলেছেন: ওরা বড় অসহায়---এক সময় ওরা লাশ হয়ে দেশে ফিরে
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দোয়া রইল তাদের জন্য
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০১
ফারিয়া বলেছেন: কি বলবো, এমন প্রতিনিয়ত ঘটে। আমাদের নিজেদের দেশে সুবিধা থাকলে কে যেতো অন্যের দেশে খেটে মরতে? কিন্তু সেটা করবেনা সরকার!
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৬
নতুন বলেছেন: সেটা আসলে আমরাই চাইনা ফারিয়া... আমরাই ভন্ডদেশপ্রমীকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাই... দোষ কিন্তু সবই আমাদের...
৯| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১১
এক বুক স্বপ্ন বলেছেন: ফ্রি 30 ডলার ইনকাম করুন সাথে বুদ্বি খাটিয়ে ইনকাম করুন আরো ৩০০ ডলার পর্যন্ত মাসে খুব সহজ। সবটাই ফ্রিতে।বুদ্ধি লাগবে আর লাগবে আপনার ইচ্ছা শক্তি।লেগে থাকার অদম্য পিয়াস।সফল আপনি হবেন।ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার হলেই সম্ভব।
ডলার উঠানো যায় Payza(Minimum 1$) বা Perfect Money (Minimum .1$) বা Paxum(Minimum 2$) সামনে Paypal , Neteller এবং Skrill আসতেছে।
আমি নিজে ১২ বার ডলার উঠিয়েছি PAYZA দিয়ে। সুতরাং টাকা পাওয়ার গ্যারান্টি ১০০%।আপনি নিজে একবার Try করুন না।
একবার পড়েই দেখুন এখানে কত সহজ।
১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
মুহামমদল হািবব বলেছেন: এখানেই কি শেষ প্রবাসীর কষ্ট,এমন অনেক কিছু আছে যা লেখা যায় না বা বলা যায় না,
এবং দেশে বেড়াতে গেলেও শুরু হয় কষ্ট বিমান বন্দর থেকে, তা ট্রলি বয় থেকে শুরু করে ইমিগ্রাশন ও কাস্টম হয়ে বাইরে এক শ্রেণীর পুলিসের মদদ পাওয়া ড্রাইভার পর্যন্ত।
তারপর সে যদি গ্রামে থাকে তাহলে শুরু হবে স্থানীয় মাস্তানদের চাঁদাবাজি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:১১
শামীম আহমেদ ইভ বলেছেন: করুণ.......। চোঁখ ভিজে যায়।