নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞ স্বামীর ও উচিত স্ত্রীকে খোশ করার জন্য সাজগোজ করা ۞

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৮



স্বামী যেমন স্ত্রীকে সুন্দরী দেখতে পছন্দ করে তেমনি স্ত্রীও স্বামীকে সুন্দর ও সুসজ্জিত দেখতে ভালবাসে। এটাই হল মানুষের প্রকৃতি। সুতারাং স্বামীর ও উচিত স্ত্রীকে খোশ করার জন্য সাজগোজ করা। যাতে তার ও নজর অন্য পুরুষের (স্বামীর কোন পরিছন্ন আত্বীয়) প্রতি আকৃষ্ট না হয়।



ইবনে আব্বাস (রাঃ) বলেন, "আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করি, যেমন সে আমার জন্য সাজসজ্জা করে।"



আল্লাহ তায়ালা বলেন, "নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন তাদের উপর আছে পুরুষদের--"



খলিফা উমর (রাঃ) এর নিকট একটি লোক উস্কখুস্ক ও লেলাখেপা বেশে উপস্থিত হল। সঙ্গে ছিল তার স্ত্রী। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তার নিকট থেকে বিবাহ বিচ্ছেদ প্রার্থনা করল। দুরদর্শী খলিফা সবকিছু বুঝতে পারলেন। তিনি তার স্বামীকে পরিচ্ছন্নতা গ্রহন করার উদ্দেশ্য পাঠিয়ে দিলেন। অতঃপর সে তার চুল, নখ ইত্যাদি খেটে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ফিরে এলে তিনি তাকে তার স্ত্রীর নিকট যেতে আদেশ করলেন। স্ত্রী পর পুরুষ ভেবে তাকে দেখে সরে যাচ্ছিল। পরক্ষণে তাকে চিনতে পেরে তালাকে আবেদন প্রত্যাহার করে নিল।



এই ঘটনার পর খলিফা উমর (রাঃ) বললেন, "তোমরা তোমাদের স্ত্রীর জন্য সাজসজ্জা কর। আল্লাহর কসম! তোমরা যেমন তোমাদের স্ত্রীগনের সাজসজ্জা পছন্দ কর; অনুরূপ তারাও তোমাদের সাজসজ্জা পছন্দ করে।



সুত্রঃ কোরআন ও সহিহ হাদীদের আলোকে

আদর্শ বিবাহ ও দাম্পত্য



আবদুল হামীদ মাদানী

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হুম ,জানলাম! :) :) :) :) :) :)

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

দি সুফি বলেছেন: কাজের জিনিস। সবার মাথায় রাখা উচিত ;) ;)

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

সিটিজি৪বিডি বলেছেন: হুম।

৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

আরজু পনি বলেছেন:

আমার জামাই দেখতে এমনিতেই অনেক সুন্দর :P

মানে রুপে তো বটেই..গুণেও কম যায় না B-)

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: গুড-----------------------

৪| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র, আ'মল করার চেষ্টা করব ইনশাল্লাহ। :)

৫| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হাদীছের এই ব্যাপারটি আমার কাছে একেবারেই নতুন ও চমকপ্রদ।

সূত্র যেটি উল্লেখ করেছেন, তা' থেকে ঠিক কোন হাদীছ সংকলন থেকে ঐ হাদীছটি চয়ন করা হয়েছে, বইটি আবার একটু দেখে জানালে খুশী হবো।

আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ। :)

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮

শহুরে আগন্তুক বলেছেন: জানতাম না ।

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

সাকিব শাহরিয়ার বলেছেন: বাহ!!!!

৮| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এই ঘটনার পর খলিফা উমর (রাঃ) বললেন, "তোমরা তোমাদের স্ত্রীর জন্য সাজসজ্জা কর। আল্লাহর কসম! তোমরা যেমন তোমাদের স্ত্রীগনের সাজসজ্জা পছন্দ কর; অনুরূপ তারাও তোমাদের সাজসজ্জা পছন্দ করে।

৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ওকে মেনে চলার চেষ্টা করতে হবে

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: মেনে চলার চেষ্টা করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.