নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
গ্রামের বউদের কষ্টঃ
۞ গ্রামের কিষাণবধূ ভোর চারটায় ঘুম থেকে উঠে পুকুর থেকে পানি আনে,
۞ নামাজ সেরে ঘর-উঠান ঝাড়ু দেয়া,
۞ রান্নার জন্য চুলা জ্বালানো,
۞ গরুর খাবার দেয়া,
۞ ধান ঝাড়াই-মাড়াই করা থেকে শুরু করে গোলায় তোলা,
۞ ধানবীজ সংরক্ষণ করা,
۞ খাবারের জন্য শস্য ভাঙানো,
۞ হাঁস-মুরগি প্রতিপালন,
۞ শাকসবজি উৎপাদন এসব করতে করতেই বেলা শেষ হয়ে যায়।
۞ সারাজীবন এভাবেই কাটে কৃষাণীর।
এত পরিশ্রম করার পরেও অনেকে স্বামীর হাতে মার খায়। যৌতুকের জন্য নির্যাতন সহ্য করতে হয়। শাশুর-শাশুড়ী-ননদ-দেবরের নানা কথা শুনতে হয়। গরীব বলে তারা কোথাও বিচারও পায় না।--------------------------------------------
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
সিটিজি৪বিডি বলেছেন: কিছুদিন আগে আমাদের বাড়ীর এক বোনকে তার স্বামী পিটিয়ে হত্যা করে--গবীর বলে কোন বিচার পায় নি।
২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কথা সত্য। অনেক ক্ষেত্রেই তারা নির্যাতিত হন। পারিপাশ্বিক সমাজ ব্যবস্থা এই শ্রেনীকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন , তারা এই কষ্ট , নির্যাতন, ভালোবাসা সবই সমান চোখে দেখে!
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১
আরজু পনি বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল !
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
সিটিজি৪বিডি বলেছেন: কেন?
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪
আহলান বলেছেন: বাস্তব কথা তুলে ধরেছেন ... তাদের কষ্ট লাঘবের আসলে কেউ নেই