নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

======* Dubai তে নিদ্রাবিহীন একটি রাত*======

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২

গতরাতে রেষ্টুরেন্টে সেহেরী খেয়ে আর ঘুমাইনি। রাত ২.৩০ মিনিট থেকে সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন জায়গায় হেটেছি। দুবাইয়ের প্রতিটি রাস্তায় লাইট আছে। কোথাও অন্ধকার নেই। চোর-ডাকাতের ভয় নেই। তাই রাতে দুবাই শহরে একা একা হাটতে গিয়ে ভয় পাইনি। হাটতে হাটতে দুবাই কর্নির্শের পাশে একটি জায়গায় কয়েকজন মানুষকে চেয়ারে ঘুমাতে দেখি। তাদেরকে দেখে আমার খুব মায়া লেগেছিল। এই দুর প্রবাসেও তারা গৃহহীন। টাকার অভাবে কোথাও রুম/সিট নিতে পারে নি বলে এইভাবে চেয়ারে ঘুমায়।



আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে সুন্দর একটি ভবনে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করার সুযোগ পেয়েছি। যদিও দুর প্রবাসে কষ্ট করে থাকতে হয়। এই কষ্ট শুধু আমার নয়। লক্ষ লক্ষ প্রবাসী ভাইকে খুব কষ্ট করে থাকতে হয়। বাংলাদেশে কোটি টাকার বিল্ডিয়ের প্রবাসী মালিক ও টাকা বাচাঁনোর জন্য কষ্ট করে ৮/১০ জন অতিথিসহ রুম নিয়ে থাকতে দেখা যায়-----------



প্রবাসীদের কষ্ট দেখার কি কেউ আছে?





চট্টগ্রাম শহরে রাত ১২ টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে, খুব ভোরে কর্মস্থলে যাবার পথে ও অসংখ্য মানুষকে (নারী-পুরুষ-শিশু) ফুটপাতে ঘুমাতে দেখেছি। একটু বৃষ্টি হলেই তাদের ঘুম নষ্ট হয়। তারা নিরাপদ স্থানে ছুটতে থাকে। তবে দুর প্রবাসে বৃষ্টি হয় না বলে এই গৃহহীন মানুষগুলো আরামেই ঘুমাতে পারে। যদিও পুলিশের ভয়ে তারা যেখানে সেখাতে ঘুমাতে পারে না-----------------------



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

এন ইউ এমিল বলেছেন: :(

২| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

এন ইউ এমিল বলেছেন: :(

৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৪

আহমেদ আলিফ বলেছেন:
আপনি প্রবাসে আছেন কত দিন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.