নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

/:)۞۞ ঈদের আনন্দে পায়ের জুতা যখন হাতে নিয়ে হাটতে হয় ۞۞

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭





আমাদের দেশে ঈদের মওসুমে জুতা কারখানাগুলোতে ভাল মানের জুতা তৈরী হয় বলে মনে হয় না। সবাই বেশী মুনাফা লাভের আশায় নিম্মমানের জুতা তৈরী করে থাকে। আর বিক্রেতাও ঈদের সময় ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমত দাম নিতে লজ্বাবোধ করে না।



আমাদের দেশে ঈদের আনন্দে ছোট-বড় সবাই বেড়াতে ভালবাসে। কেউবা পায়ে হেটে কেউবা গাড়ী নিয়ে বিভিন্ন আত্বীয়-স্বজনদের বাড়ীতে ছোটাছুটি করে। ছোট ছোট ছেলে-মেয়েরা দল বেঁধে হাটতে গিয়ে অনেক সময় হোচট খেয়ে জামা-জুতা নষ্ট করে ফেলে। তাই বাধ্য হয়ে পায়ের জুতা হাতে নিয়েই ঘুরতে হয়। ঈদের এই আনন্দে আরো অনেক রকমের বিড়ম্বনার শিকার হতে হয়। মজার কোন ঘটনা থাকলে শেয়ার করতে পারেন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাই গতদিন তাই হয়েছে। নতুন জুতা, ঘন্টাখানেকের মাঝে গেল তলা খুলে। কি আর করা, বউয়ের কাছ থেকে ওড়নার সুতা নিয়ে বাধলাম। সেটাও ২ মিনিটের মাথায় ছিড়ে গেল।

শেষে ফাস্টফুডের দোকানে পাতলা তার পেলাম। সেটা দিয়ে আচ্ছামত বেধে নিয়ে রক্ষা পেয়েছি।

আপনাকে ধন্যবাদ ব্যপারটা নিয়ে অবগত করায়। এখন থেকে ঈদের পর নাতো মাস আগেই জুতা কিনে রাখবো।

২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইটা আপনের জুতা???????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.