নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
ঘুম থেকে উঠে মোবাইলের স্ক্রিনে তোমার ছবি দেখি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
অফিসে এসে কম্পিউটার খুলে তোমার ছবি দেখি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
কর্মের ফাঁকে ফাঁকে তোমাকে ভাবতে থাকি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
ফেইসবুক আর ব্লগে তোমাকে নিয়ে লিখি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
তোমার বয়সী মেয়ে দেখলেই তাকিয়ে থাকি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
দুপুরের লাঞ্চ আওয়ারের পর তোমার ছবি দেখি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
প্রতিদিন সন্ধ্যা বেলায় তোমার সাথে কথা বলার চেষ্টা করি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
প্রবাসী বন্ধুদেরকে তোমার গল্প শুনাতে থাকি।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
ক্লান্ত দেহ নিয়ে ঘুমাতে গিয়ে হৃদয়টা কেঁপে উঠে।
হে প্রিয় কন্যা!
তোমার কথা মনে পড়লে----------
কান্নায় আমার দু'চোখ দিয়ে অশ্রু ঝরে।
আমাদের প্রবাসী ভাই-বোনদের সন্তানেরা ভাল থাকুক এই কামনা করছি।
১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬
সিটিজি৪বিডি বলেছেন: জনসংখ্যার বৃদ্ধির ফলে দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়্ই চলেছে। তাই দেশে কাজ না পেয়ে ওরা প্রবাসী হয়। পরিবার থেকে বছরের বছর দুরে থাকে।
২| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
সাদা রং- বলেছেন: কন্যাদের খুবই ভালো লাগে।
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯
সিটিজি৪বিডি বলেছেন: আমারও ভাল লাগে।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪
তোমোদাচি বলেছেন: প্রবাসীদের আদর বঞ্চিত সন্তানের সংখ্যা আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সমাজে বড় একটা অংশের বাচ্চারা বাবা'র আদর থেকে বঞ্চিত হচ্ছে আর বাবাদের হৃদয়ে ক্ষরন হচ্ছে সন্তানদের কাছে না পাওয়ার যন্ত্রনা।
এই সন্তানদের জন্য আর তাদের বাবাদের জন্য সহমর্মিতা!