নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের?

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮



















দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের?



চলার পথে বিভিন্ন জায়গায় ওদেরকে দেখি। কেউবা বাদাম কেউ বা ঝালমুড়ি কেউ বা অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রী করে সংসার চালায়। টাকার অভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারে না বলেই তাদেরকে স্বল্প পুজি নিয়ে রাস্তায় নামতে হয়। সারাদিন রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই দাড়িয়ে থাকতে হয়। কত কষ্টই না তারা করছে। অথচ এক শ্রেনীর দুষ্ট লোক তাদের কাছ থেকে চাঁদা আদায করে। অনেক কাষ্টমার টাকা না দিয়ে ধমক দিয়ে চলে যায। এই দৃশ্য দেখতে খুব খারাপ লাগে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১

লিঙ্কনহুসাইন বলেছেন: :( :( :(

২| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

রাখালছেলে বলেছেন: তাদের শুভেচ্ছা যে তারা কিছু একটা মানে জীবিকা নির্বাহের জন্য কাজ করে খাচ্ছে । আপনাদের কাজের জন্য আমরা আমাদের দেশকে আরও উপরে নিতে পারছি । কাজকে ছোট করার মানে হল নিজেকে ছোট করা । আপনাদের অনেক অনেক শুভেচ্ছে ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: পোষ্টের ধন্যবাদ।


এধরণের কাজের সাথে জড়িত সকলের প্রতি রইলো শ্রদ্ধা।

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

স্বপনচারিণী বলেছেন: দুঃখ কিসের! এতো গর্বের ছবি। আমরা অনেকেই ওদের মতো পরিশ্রমের ক্ষমতা রাখিনা।

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আমিনুর রহমান বলেছেন:



অনেক কাষ্টমার টাকা না দিয়ে ধমক দিয়ে চলে যায়। সত্যিই দুঃখজনক।
পোষ্টে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.