নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۩۞۩ হে মুসলিম বিবাহিতা বোন! শশুরবাড়ীর লোকদের সাথে উত্তম ব্যবহার করুন ۩۞۩

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮





যদি আপনার শশুর বাড়ীর লোকেরা আপনার সাথে দুর্ব্যবহার করে এবং আপনাকে অপছন্দ করে তাহলে তাদের প্রতি আপনি দয়া ও মমতা দেখান। এবং নম্র করে তাদের কথার উত্তর দিন। যদি তারা আজে বাজে গালিগালাজ করে তাহলে সুন্দর কথার দ্বারা ও তাদের উত্তর দিন। আর নিজের কর্থাবার্তাকে মার্জিত করতে সচেষ্ট হউন। এ রকম ব্যবহার দ্বারাই আপনি তাদের অন্তর জয় করতে পারবেন। ফলে, অতি সহজেই তাদের ভালবাসার পাত্রী হয়ে যাবেন। তাদের নৈকট্য হাসিল করতে পারবেন এবং তারাও আপনার সাথে উত্তম ব্যবহার করবেন।



এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তুমি ক্ষমা প্রদর্শন কর এবং ভাল কাজের আদেশ দাও। আর মুর্খদের থেকে বিমুখ থাক। (সুরাঃ আরাফঃ ১৯৯)



ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এটি তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যধারন করবে, আর এর অধিকারী কেবল তারাই হয় যারা মহাভাগ্যবান।



(আরেকটা কথা শশুরবাড়ীর লোকেরা যদি আপনার উপর শারীরিক নির্যাতন চালায় অথবা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তখন কিন্তু আপনাকে আইনের আশ্রয় নিতে হবে)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

চারশবিশ বলেছেন: হে মুসলিম বিবাহিত ভাই! শশুরবাড়ীর লোকদের সাথে উত্তম ব্যবহার করুন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

সিটিজি৪বিডি বলেছেন: ব্যবহারই বংশের পরিচয়।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: হুম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.