নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

===***মেয়েদের জীবনের শ্রেষ্ট বন্ধু শ্রেষ্ট সম্পদ তার স্বামী***====

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২



পৃথিবীটা গোল ! না কমলা লেবুর মত চেপ্টা । দূরত, পৃথিবী যেমন ইচ্ছা তেমন হক তা নিয়ে আমার কথা নয় । আমার কথা হল ঃ



মানুষ বয়স হয়ে বুড়া হওয়া শুরু করলে কি আবার জীবনের প্রথম দিকে যাওয়া শুরু করে নাকি ?

দাম্পত্য জীবনের শুরু তে না হয় বউ এর মন জয় করার জন্য বাসায় আসার সময় বউ এর প্রিয় কি ? তা হাতে নিয়ে এসে লুকায়ে রেখে সারপ্রাইজ দিত ।



মাঝে দিয়ে সংসার সন্তান সব কিছু সাজায়ে গুছায়ে জীবন টা সুন্দর করতে গেলে দুই জনের অনেক ত্যাগ আর কষ্ট সইতে হয় । এই সময় ভালবাসার উপর মনে হয় শৈত্য প্রবাহ বয়ে যায় তাই তখন ভালবাসার গাছ শীতের পাতা ঝরা গাছের মত হয়ে যায় ।



ছেলে মেয়ে বড় হয়ে গেলে দাম্পত্য জীবনের শেষে এসে আবার বসন্তের কিছু টা গরম হাওয়া বয়ে যাওয়া শুরু হয়ে আবার ভালবাসার প্রথম দিকের মত নতুন সবুজ পাতা গজায়ে নতুন ভাবে সেজে উঠে । সারাক্ষন জীবন সঙ্গী নিয়ে সময় কাটাতে চায় । মনে হয় দুই টি Lovebird একটি নীড়ে একে অন্যকে শক্ত ভাবে আকড়িয়ে ধরে রেখেছেন । কেউ যেন কাউকে ছেড়ে হারিয়ে না যায় ।

উনি নাম ধরে ডাকতে ডাকতে ঘরে ঢুকে দেখেন আমি নামাজে ।

ছেলে বলে উঠলো ,"আব্বু আপনি কি এনে লুকাচ্ছেন ? আমাকে দেন ।"

ছেলের বাবা উত্তর দিলেন , আরে ছেলে তেমন কিছু না । আর তোদের জন্য আনি নাই । আমি এনেছি তোর আম্মুর জন্য । তোর আম্মু তো চকলেট খুব পছন্দ তাই আনলাম।

নামাজ শেষে চকলেটের খোসা খুলে নিজের হাতেই মুখে দিয়ে দিলেন । যেন আমি আর কাউকে ভাগ করে দিতে না পারি ।



আলহামদুলিল্লাহ । এর চেয়ে জান্নাতী সুখ অন্য কিছুতে আছে বলে আমি মনে করি না । দুনিয়া কোথায়ও এক জনম খুজলেও এত সুন্দর জান্নাতী সুখের মুহুর্ত পাব বলে আমার মনে হয় না । মেয়েদের জীবনের শ্রেষ্ট বন্ধু শ্রেষ্ট সম্পদ তার স্বামী ।



আল্লাহ উনাকে এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে জান্নাতী সুখ দান করুন ।



লিখেছেনঃ

পারভীন সুলতানা (ঢাকা)

ফেইসবুক থেকে----------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

স্বপনচারিণী বলেছেন: আর স্বামীর জীবনের শ্রেষ্ঠ বন্ধু,শ্রেষ্ঠ সম্পদ কে? স্ত্রী তো?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.