নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

===***ফ্যামেলী এ্যলবামের ছবি এখন ফেইসবুকে***===

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬



===***ফ্যামেলী এ্যলবামের ছবি এখন ফেইসবুকে***===



বিয়ের অনুষ্টানে আমরা ছবি তোলে থাকি। সেই ছবি থেকে বাছাই করে সুন্দর সুন্দর ছবিগুলো প্রিন্ট করে এ্যলবামে সাজিয়ে রাখি। মাঝে মধ্যে আলমারী থেকে এ্যলবাম বের করে পরিবারের সবাই ছবি গুলো দেখি। কোন আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবী বাসায় বেড়াতে এলে আমরা এ্যলবাম দেখতে দিই। অপরিচিত কেউ আমাদের পরিবারের ছবির এ্যলবাম দেখতে পারে না। বা আমরা অপরিচিত কাউকে এ্যলবাম দেখতে দিই না। কিন্তু এখন ফেইসবুকের এ্যলবামে আমাদের ছবিগুলো আপলোড করে রাখছি। আমার/আপনার ফেইসবুকের ফ্রেন্ড লিষ্টের পরিচিত-অপরিচিত সবাই সেই ছবিগুলো দেখছে। ছবিতে লাইক দিচ্ছে। সুন্দর সুন্দর মন্তব্য করছে। আর আমরাও লাইক পেয়ে/মন্তব্য পেয়ে দ্বিগুন উৎসাহে ছবি আপলোড করে চলেছি। কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? একবার ভেবে দেখেছেন কি?



আমার/আপনার আপলোডকৃত এই ছবিগুলো পরিচিত/অপরিচিত ফেইসবুকের বন্ধুদের মেমোরীতে সেইভ হযে যাচ্ছে। আজ যাকে আপনি বন্ধু মনে করছেন কাল সে আপনার শত্রু হতে পারে। তখন কিন্তু এই ছবিগুলো ব্যবহার করে অনেক অরাজক কান্ড ঘটাতে পারে। আপনার সুন্দর জীবনটা অসুন্দর হয়ে যেতে পারে। তাই ফেইসবুকের এ্যলবামে পরিবারের ছবি না রাখাই ভাল।



আরেকটা কথা-



বিয়ের (বিবাহিত ভাই-বোনদের) ছবি অপরিচিত বন্ধুরা দেখবে কেন?

এডাল্ট মেয়ে/বোনদের ছবি ও কি ফেইসবুকে শেয়ার করা উচিত?



আমি মনে করি এই কাজ যারা করছে তারা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে।





-------ফ্যামেলীর ছবি থাকবে এ্যলাবামে। ফেইসবুকে নয়----------------

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: হুম ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

সিটিজি৪বিডি বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সহমত

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

সিটিজি৪বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.