নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক যুগলের আত্মহত্যা (তারা সম্পর্কে বেয়াই বেয়াইন)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩





প্রেমিক যুগলের আত্মহত্যা (তারা সম্পর্কে বেয়াই বেয়াইন)



চট্টগ্রাম: পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার ভয়ে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন, রমজান আলী(২০) ও সুখী আকতার(১৬)। তারা সম্পর্কে বেয়াই বেয়াইন। রমজান আলী একই এলাকার সালেহে আহমদের ছেলে। সুখীও একই এলাকার ইদ্রিসের কন্যা। তারা উভয়েই প্রতিবেশী। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।



রমজান নোয়াপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সুখী নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।



স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দু’জনই ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনে আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেছিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে পরিবারের লোকজন গাছের সঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দু’জনের লাশ উদ্ধার করে।



স্থানীয় সুত্র জানায়, কয়েক বছর আগে রমজানের বড় ভাই আজগর সুখীর বড়বোন লাকীকে পালিয়ে বিয়ে করেন। দীর্ঘ দিনেও তাদের বিয়ে মেনে নেয়নি উভয় পরিবার। পরে রমজান আলী ও সুখী আকতাররের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি পারিবারিকভাবে মেনে নেওয়া নিয়ে দু’জনই শংকিত ছিলেন।



শুক্রবার সকালে তাদের লাশের উদ্ধার করতে গিয়ে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘আমাদের একটা অনুরোধ আমাদের দেহটাকে কাটতে দিবেন না। সবাই আমাদের ক্ষমা করে দিবেন। আর আমাদের দু’জনকে পাশাপাশি কবর দিবেন। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারব না তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমরা বেঁচে থাকলে তো মা-বাবার মনে কষ্ঠ দিতে হবে। তাই আমরা চলে গেলাম চিরতরে।’ নিচে দু’জনরই নাম লেখা রয়েছে।



সুত্রঃ

রাউজানে যুবক-যুবতীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

======================================



প্রত্রিকার পাতা উল্টালেই প্রেমের কারনে আত্মহত্যার খবর দেখতে চাই। আমাদের সমাজে প্রেম-পিরিতি এখন ওপেন সিক্রেট। আগের জামানায় মানুষ লুকিয়ে লুকিয়ে প্রেম করত। লুকিয়ে প্রেমিক-প্রেমিকারা দেখা করত। চিঠি বিনিময় করত। আর এখনকার ছেলে-মেয়েরা প্রাইমারী স্কুলের গন্ডি পার না হতেই প্রেমে জড়িয়ে পড়ছে। তাদের এই প্রেম কাহিনী জানাজানি হলে পরিবার থেকে বাধা আসলেই আত্মহত্যা করে বসে। কেউবা পালিয়ে যায়। তাই ছেলে-মেয়েদেরকে প্রেম-পিরিতি থেকে দুরে রাখার জন্য মা-বাবাদেরদেরকে আরো সচেতন হতে হবে।



রমজান আলীর বড় ভাই সুখীর বড় বোনকে বিয়ে করে। রমজান আলী ও সুখী আকতার সম্পর্কে বেয়াই-বেয়াইন। আমাদের দেশে এই বেয়াই-বেয়াইনের সম্পর্ক অনেক মধুর হয়। কিছু কিছু পরিবারে এই বেয়াই-বেয়াইনের মেলামেশাকে প্রশ্রয় দেয়। এক সময় তারাও ভুল পথে পা বাড়ায়।--------------------------------



আত্মহত্যা করে নিজেদের জীবনকে উৎসর্গ করে প্রেমে জয়ী হওয়া যায় না। এই আত্মহত্যার কারনে দুনিয়া থেকেও বিদায় নিতে হয়। আখিরাতে ও কঠিন শাস্তি অপেক্ষা করছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

উযায়র বলেছেন: দু:জনক । আল্লাহ ওনাদের ক্ষমা করুন । জান্নাতবাসী করুন । আল্লাহর দয়া অনেক প্রশস্হ , নিরাশ হওয়ার কিছু নেই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

সিটিজি৪বিডি বলেছেন: প্রেমের কারনে আত্মহত্যা করা উচিত নয়। কারন আত্মহত্যা মহা পাপ। এই পাপের কারনে পরকালে শাস্তি পেতে হবে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

সিটিজি৪বিডি বলেছেন: আত্মহত্যা কি? মানুষ কেন আত্মহত্যা করে? ইসলামী দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পরিনাম ও আত্মহত্যা থেকে মুক্তির উপায়।
==============================

আত্মহত্যা মানে নিজকে নিজে ধ্বংস করা। নিজ আত্মাকে চরম যন্ত্রণা ও কষ্ট দেয়া। নিজ হাতে নিজের জীবনের সকল কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটানো।

মানুষ কেন আত্মহত্যা করে?

মানুষ কেন আত্মহত্যা করে সে বিষয়ে দৃষ্টি দেয়া যাক। আত্মহত্যার অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

১. স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য, যৌতুকের কারনে ঝগড়া বিবাদ

২. পিতা-মাতা ও ছেলে-মেয়ের মধ্যে মনোমালিন্য,

৩. পরীক্ষায় ব্যর্থতা,

৪. দীর্ঘস্থায়ী রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া,

৫. প্রেম-বিরহ, মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়ে

৬. ব্যবসায়ে বারে বারে ব্যর্থ হওয়া,

৭. শক্রর কাছে ধরা না দেয়া ইত্যাদি।

যখন জ্ঞান-বুদ্ধি-উপলব্ধি-অনুধাবন শক্তি লোপ পায়, নিজকে অসহায়-ভরসাহীন মনে হয়, তখনই মানুষ আত্মহত্যা করে বসে।

ইসলামী দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পরিনামঃ


ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি আলোচনা করা যায়। আল্লাহ মানুষকে মরণশীল করে সৃষ্টি করেছেন। তিনিই মৃত্যু ঘটান। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে বান্দা স্বাভাবিক মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুকে নিজের হাতে নিয়ে নিজেই নিজকে হত্যা করে ফেলে। এ কারণে এটি একটি গর্হিত কাজ। তাই আলাহ তা মোটেই পছন্দ করেন না। এ কারণে যদিও শরিয়তে আত্মহত্যাকারীর জানাযা হয় তবু রাসূল (সাঃ) তা নিজে পড়াননি। সাহাবী দ্বারা তা পড়ানো হয়। এ সূত্র ধরে আমাদের সমাজেও উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন আলেমের স্থলে অনেক ক্ষেত্রে সাধারণ ব্যক্তিত্বসম্পন্ন আলেম দ্বারা আত্মহত্যা কারীর জানাযার নামায পড়ানো হয়।

কোরআনের বানীঃ

আত্মহত্যা মহাপাপ। এ কাজ থেকে বিরত থাকতে মহান আল্লাহ্‌ তা’আলা বিশেষভাবে নির্দেশ দান করেছেন এবং এর পরিনামের কথা ভাববার জন্য কঠোর ও যন্ত্রণাদায়ক শাস্তির বর্ণনা দিয়ে মহা পবিত্র আল কুরআনে আয়াত অবতীর্ণ করেছেন।

মহান আল্লাহ রাববুল আলামীন বলেন, “আর তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ জুলুম করে, অন্যায়ভাবে উহা (আত্মহত্যা) করবে, অবশ্য আমি তাকে অগ্নিদগ্ধ করবো, আল্লাহর পক্ষে উহা সহজসাধ্য।” (সূরা-নিসা-২৯-৩০)

রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ


ক) সাহাবা আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করে, সে জাহান্নামের মধ্যে সর্বদা ঐভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে।

খ) যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছে সেও জাহান্নামের মধ্যে সর্বদা ঐভাবে নিজ হাতে বিষপান করতে থাকবে।

গ) যে কোন ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে।

ঘ) রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে দোজখে অনুরূপভাবে নিজ হাতে ফাঁসির শাস্তি ভোগ করতে থাকবে। আর যে বর্শা ইত্যাদির আঘাত দ্বারা আত্মহত্যা করে- দোজখেও সে সেভাবে নিজেকে শাস্তি দেবে।

ঙ) হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের পূর্বেকার এক লোক আহত হয়ে সে ব্যথা সহ্য করতে পারেনি। তাই সে একখানা চাকু দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। এর পর রক্তক্ষরণে সে মারা যায়। আল্লাহ বলেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করে ফেলেছে। তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।

আত্মহত্যা থেকে মুক্তির উপায়ঃ

১. পিতা-মাতার কাজ হবে ছেলে-মেয়েদের অযথা ধমক না দেয়া, ভৎসনা না করা।


২. এমন মানসিক কষ্ট না দেয়া যাতে তাদেরকে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ দিতে বাধ্য করে।


৩. মারাত্মক ও কষ্টদায়ক অসুখে পড়লে নামাযে দাঁড়িয়ে যাওয়া। দাঁড়াতে না পারলে বসে পড়া, তা না পারলে শুয়ে ইশারায় পড়া এবং সেজদায় এ দোওয়া করা। হে আমার রব। আমাকে রোগে কষ্ট দিচ্ছে। আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমাকে রোগ-মুক্ত করুন। আইয়ুব (আঃ) তাঁর ভীষণ অসুখে এ দোওয়া পড়েছিলেন (সূরা আম্বিয়া আয়াত ৮৩ “রাব্বি আন্নি মাস্যানিয়াত দুররু ও আনাতা আরহাদুর রাহেমিন”। এ দোওয়া পড়ে রোগমুক্ত হন।


৪. ব্যবসায় ক্রমাগত ক্ষতি হলে মাঝে মাঝে নফল নামাযে সেজদায় গিয়ে এ দোওয়া পড়াঃ আল্লাহুম্মার জুকনা রিযকান হাসানা। আল্লাহুম্মা ইন্নি আউযুবুকা মিনাল ফাকরি অলকিল্লাতি অজজিল্লা”। অর্থ হলোঃ হে আল্লাহ। আমাকে মঙ্গলকর জীবিকা দান করুন। আমি আপনার নিকট গরিবী স্বল্পতা ও হীনতা থেকে আশ্রয় চাচ্ছি। আপনিই তো একমাত্র রিজিকের মালিক এবং দাতা। আপনি সূরা জুমার ৫৩ আয়াতে বলেছেন “ আমার দয়া থেকে নিরাশ হয়ো না”। তাই আমার রুজি বাড়িয়ে দিন।


৫. পরীক্ষা এসে গেলে আগে থেকে ছাত্রদের মাঝে মাঝে নফল নামাযে সেজদায় গিয়ে এ দোওয়া করা। হে আল্লাহ। আপনিই তো জ্ঞান-প্রতিভা-মেধা ও ফল দেয়ার মালিক। এগুলো দিয়ে আমাকে অনুগ্রহ করুন যাতে আমি পরীক্ষায় ভাল ফল করতে পারি। কোরআনের ভাষায় এ দোওয়া হলো “রাব্বি জিদনি এলমা।” অর্থ হলো। হে প্রভু। আমার জ্ঞান বৃদ্ধি করুন।


৬. আত্ম-হত্যার কথা মনে, আসলে এ বিপদ থেকে রক্ষাকল্পে নফল নামাযে দাঁড়িয়ে যাওয়া এবং সিজদায় গিয়ে বিনীতভাবে আল্লাহর আগ্রহ-দয়া-সাহায্য কামনা করা প্রয়োজন। প্রতি মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে।


৭. এ ঘাত-সংঘাতময় জীবনে মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে- এটা তো স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী-স্ত্রী একে অপরের পরিচ্ছদ। একে অপরের শান্তিদাতা ও শান্তিদাত্রী। দোষ-গুণ নিয়েই মানুষ। কারও মাঝে সব গুণের একত্র সমাহার বিরল। স্বামীর যেমন কিছু গুণ থাকে তেমনি কিছু দোষও থাকে। স্ত্রীর ব্যাপারেও একথা সমভাবে প্রযোজ্য। তাই উভয়কে সুখ-দুঃখ ভাগ করে নিতে হবে। নিজেদের মধ্যে সংলাপ-সহযোগিতা-সমঝোতা-সহমর্মিতা থাকতে হবে। উভয়কে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সূরা ফুরকান আয়াত ৭৪ এ ব্যাপারে দোওয়া শিখিয়ে দিয়েছেন যা হলো “রাব্বানা হাবলানা মিন আগওগানা ও জুর রিয়্যাতেনা কুররাতা আ’য়ুনু অজআলনা লিল মুত্তাকিনা ইমাম।” অর্থ হলোঃ হে আমাদের প্রতিপালক। আমাদের স্বামী-স্ত্রী ও সন্তানদেরকে নয়ন তৃপ্তিকর করে দিন এবং মোত্তাকীদের আমাদের জন্য আদর্শ স্বরূপ করে দিন।



পরিশেষেঃ............................

মোট কথা যখনই নিজেকে অসহায় ও আশাহত মনে হয় এবং আত্মহত্যার চিন্তা আসে তখনই মনে করতে হবে এখন শয়তান এসেছে। ইসলামে আত্মহত্যা নাজায়েয এবং তার পরিণতি জাহান্নাম। তাই এ থেকে দূরে থাকা ব্যাঞ্ছ্যনীয়। সাথে সাথে মনে করতে হবে আল্লাহই আমার সহায় এবং আশার আলো। তাই পাঁচ ওয়াক্ত ফরজ নামায পড়ার সাথে নফল নামাযের মাধ্যমে আল্লাহর দয়া ও সাহায্য কামনা করতে হবে। প্রতি মুহূর্তে সবর অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। এতে ইনশাআল্লাহ মন ও হ্নদয় প্রশান্ত থাকবে এবং বিপদ দূরীভূত হবে।

হে মহান আল্লাহ। সকল স্তরের নর-নারী ও সন্তান-সন্তুতিকে আত্মহত্যার মত পাপ থেকে বেঁচে থাকার মত জ্ঞান বুদ্ধি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার মত সুচিন্তা ও চেতনা দান করুন। আমীন

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

মুঘল সম্রাট বলেছেন: মোবাইলের যুগে সবই সহজ। তাই আত্মহত্যাও মোবাইলের মতো সহজ।


আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

দি সুফি বলেছেন: আমাদের নতুন প্রজন্মের মাঝে দেখা যায় বুদ্ধি-প্রতিবন্ধীর সংখ্যা বেশি! দেশে কি এখন আর মোল্লা সল্ট পাওয়া যায় না? :|| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.