নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞۞ পিকচার অব দ্যা ডে-۞۞

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪







উপরের ছবিটি রাজধানী ঢাকার সদরঘাটের। সদরঘাটের আশে-পাশের এলাকা ঘুরলে মনে হয় এই নদীর কোন অভিভাবক নাই। অভিভাবক থাকলে কি আর এই রকম অপরিচ্ছন্ন থাকত? নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। এর জন্য দায়ী কারা? কারা এই নদীর পরিবেশ দুষণ করছে? তাদেরকে কি ধরে বিচার করা যায় না? রাজনীতিবিদরা দেশ নিয়ে কত স্বপ্ন দেখেন। অতচ এই চিত্র দেখলে মনটা খারাপ হয়ে যায়।



উপরের চিত্রটি দুবাই ক্রিকের। এই নৌকার মাঝিরা বেশীর ভাগ বাংলাদেশী। তারা দুবাই ক্রিককে পরিস্কার-পরিচ্ছন্ন রাখে। নোংরা করলে যে দেশে চলে যেতে হবে সেই কথাটি মাথায় রেখে তারা এই ক্রিকে ময়লা-আবর্জনা ফেলে না। প্রতিদিন দুবাই ক্রিকে পরিস্কার অভিযান চলে। আর আমাদের দেশে?



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রোহান খান বলেছেন: কোন কিছুরি নিয়ন্ত্রন নাই আমাদের দেশে..

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সিটিজি৪বিডি বলেছেন: নিয়ন্ত্রন না থাকলে যে দেশের ক্ষতি হবে--জনগনের ক্ষতি হবে..............

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হতাশাজনক এক চিত্র। এটা আমাদের দেশে আসলেই কেবল সম্ভব। আমি দেখেছি বিদেশে গিয়ে এমনকি ভারতে গিয়েও আমাদের দেশের লোকজন যেখানে সেখানে ময়লা ফেলে না। বাংলাদেশ একটা বিশাল ভুল করেছে হয়ত আমাদের মত কিছু অভাগাকে জন্ম দিয়ে যারা কেবল মাত্র নিজের গায়ের উপর থুথু পড়লেই সচেতন হয়, অন্যের গায়ে কিছু পড়লে তাদের কিছু যায় আসে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

সিটিজি৪বিডি বলেছেন: ঠিক বলেছেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ...জনীতিবিদরা আমলারা বাংলাদেশের। আর এদের জন্য বুড়িগঙ্গার আজ এই দশা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: রাজনীতিবিদরা নাকি দেশের জন্য কাজ করে। দেশের অবস্থা দেখলে আমার মনে হয় ওরা নিজেদের সার্থেই রাজনীতি করে টাকার পাহাড় গড়ে তুলে।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

আর.হক বলেছেন: :(( :(( :((

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: দেশের এই চিত্র দেখলে খুব খারাপ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.