নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

===***আমাদের সমাজে গৃহ শ্রমিকরা সাধারণত কাজের ছেলে-মেয়ে, বুয়া ইত্যাদি নামে পরিচিত***===

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

===***আমাদের সমাজে গৃহ শ্রমিকরা সাধারণত কাজের ছেলে-মেয়ে, বুয়া ইত্যাদি নামে পরিচিত***===



আল্লাহ তায়ালা আমাকে/আপনাকে গৃহ শ্রমিক রাখার তওফিক দিয়েছেন বলে আমার/আপনার কাজ গুলি তাদের মাধ্যমে করাচ্ছি। মনে রাখতে হবে তারাও আমাদের মত মানুষ। আজকে তাদের জায়গায় যদি আমার/আপনার অবস্থান হতো তখন কেমন লাগতো? আমিও কি নির্যাতন ভোগ করতাম না? আমার ও কি অমানুষিক পরিশ্রম করতে হতো না?



তাই আসুন‍! আমারা কাজের লোকদেরকে সম্মান করতে শিখি। আর আমাদের সন্তানদেরকেও কাজের লোকদের সাথে ভাল ব্যবহার করতে শিখায়। তাদেরকে বুয়া না বলে.. ছোট হলে নাম ধরে, বিবাহিত হলে-অমুকের মা বা খালা সম্বোধন করা উচিত। এতে আপনার/আমার সম্মান বাড়বে। আল্লাহ তায়ালার দরবারে ও আমাদের সম্মান বাড়বে---------------

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

রসায়ন বলেছেন: আপনার পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে :)

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

নাসরীন খান বলেছেন: thik tai hoa uchith.

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

শিপু ভাই বলেছেন:
বুয়া শব্দটার অর্থ বোন।
আমরা শব্দটাকে অবমূল্যায়িত করেছি।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশের অনেক শিক্ষিত এনজিওতে কর্মরতা মহিলারাও গৃহকর্মিদের সাথে অমানুষের মত আচরণ করেন। শিক্ষার অভাব, শাস্তির অভাব এসবই কারণ। পশ্চিমে আপনার নিজের সন্তানের সাথে খারাপ ব্যবহার করলে জেল হতে পারে। এদেশে গৃহকর্মিকে খুন করলেও কারো কিছু হয়না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.