নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞۞ “মরে গেছি ভেবে আমাকে ফেলে দিয়েছে আনটি”- বলেছে আদুরী, ১০ বছরের একটি শিশু... আপনাদের ভাষায় “কাজের মেয়ে/বুয়া" ۞۞

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫



(শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনকারী নদীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ-)



"ডাস্টবিনে মৃতপ্রায় ১০ বছরের শিশুটির নাম আদুরি



“মরে গেছি ভেবে আমাকে ফেলে দিয়েছে আনটি”- বলেছে আদুরী, ১০ বছরের একটি শিশু... আপনাদের ভাষায় “কাজের মেয়ে”, যাকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছে ধনী মানুষদের এলাকার একটা ডাস্টবিন থেকে।



বাকীটা পড়তে চাইলে-------

http://www.priyo.com/2013/09/26/33090.html





পত্রিকার পাতা/টিভি দেখলেই গৃহ-শ্রমিকদের উপর অত্যাচারের সংবাদ ছবিসহ নজরে পড়ে। গৃহকত্রীর অমানুষিক নির্যাতনে অনেক সময় গৃহ শ্রমিক মারা যায়। অনেকে পঙ্গুত্ব বরণ করে। নির্যাতনের পর মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে গৃহকত্রীকে গ্রেফতার করা হয়। কিন্তু কয়দিন



বা কয়মাস জেল হয় পরবর্তীতে জানা যায় না। টাকার জোরে ছাড়া পেয়ে আবারও একি কাজ করে। তাই কঠোর আইন প্রণয়ন করে গৃহ শ্রমিক নির্যাতন বন্ধ করা উচিত।



সম্প্রতি প্রকাশিত(২০১১) এক জরিপে গৃহ শ্রমিক নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তা রীতিমত মর্মদাহী এবং মনুষ্যত্বের জন্য চরম অবমাননাকর। বলা হয়েছে, গত সাত বছরে দেশে ৬৪০ জন গৃহ শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ৩০৫ জন, পঙ্গুত্ব বরণ করেছেন ২৩৫ জন, ধর্ষিত হয়েছেন ৭৭ জন এবং অন্যান্যভাবে নির্যাতন ভোগ করেছেন ২৩ জন। বিগত এক বছরে গৃহকর্মে নিয়োজিত শ্রমিকের ওপর ৭৭টি নির্যাতনের ঘটনার মধ্যে ১২ বছর বয়সী নয়জন শারীরিক নির্যাতনে শিকার এবং চারজন ধর্ষণের শিকার হয়েছে। ১৩ থেকে ১৮ বছর বয়সী ৩৬ জন গৃহশ্রমিক নানা ধরনের অমানবিক নির্যাতনের কারণে এবং ২০ জন শারীরিকভাবে নির্যাতনের পর মারা গেছে। অন্যদিকে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আটজন করেছে আত্মহত্যা। এসব কারণে ২৭টি মামলার ঘটনাও ঘটেছে। এখানে বিশেষভাবে বিবেচনার বিষয় হচ্ছে, নির্যাতিতদের বেশিরভাগই শিশু ও নারী।



সুত্রঃ অন লাইন থেকে------------



আল্লাহ তায়ালা আমাকে/আপনাকে গৃহ শ্রমিক রাখার তওফিক দিয়েছেন বলে আমার/আপনার কাজ গুলি তাদের মাধ্যমে করাচ্ছি। মনে রাখতে হবে তারাও আমাদের মত মানুষ। আজকে তাদের জায়গায় যদি আমার/আপনার অবস্থান হতো তখন কেমন লাগতো? আমিও কি নির্যাতন ভোগ করতাম না? আমার ও কি অমানুষিক পরিশ্রম করতে হতো না?



তাই আসুন‍! আমারা কাজের লোকদেরকে সম্মান করতে শিখি। আর আমাদের সন্তানদেরকেও কাজের লোকদের সাথে ভাল ব্যবহার করতে শিখায়। তাদেরকে বুয়া না বলে..



۞ বয়সে ছোট হলে নাম ধরে ডাকুন।



۞ বিবাহিত হলে-অমুকের মা বলে ডাকুন।



۞ বৃদ্ধা হলে খালা সম্বোধন করে ডাকুন।



এতে আপনার/আমার সম্মান বাড়বে। আল্লাহ তায়ালার দরবারে ও আমাদের সম্মান বাড়বে---------------



===============================



বোকা মেয়ের ডায়রি থেকে (একজন মায়ের কথা )



নারীর অন্তরে তো "মা" থাকবার কথা। কোথায় সেই মা? ছোটবেলায় শুনেছি, বিধাতা সব জায়গায় নিজে উপস্থিত থাকতে পারেন না বলে তিনি মায়েদের সৃষ্টি করেছেন, যেন মায়েরা বুকে আগলে রক্ষা করে আমাদেরকে। নারী... মা রূপে যারা পৃথিবী জুড়ে সম্মানের আসনে অধিষ্ঠিত, তারা কি করে এমন হায়েনার মতন হতে পারেন? তারা কি করে হতে পারেন এমন অকথ্য নির্যাতনকারী? তাঁদের কি অন্তর একটু কাঁপে না? একটু কি করুণা জাগে না তাঁদের জানোয়ারের মতন হিংস্র হৃদয়ে?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

এ্যরন বলেছেন: ধন্যবাদ আপনাকে তার ছবি প্রকাশ করার জন্য ।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সিটিজি৪বিডি বলেছেন: আজ সকালে খবরটি দেখে খুব খারাপ লেগেছিল। কাজের মেয়েরা আর কত নির্যাতিত হবে। অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে শান্তি না দিলে এই রকম ঘটনা আরো ঘটবে।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

শায়মা বলেছেন: ভয়ংকর!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: কি সুন্দর নাম আদুরী------------------------আদুরী আজ মৃতপথযাত্রী। অপরাধী নদী হয়ত কিছুদিন পর জামিন নিয়ে বের হয়ে আসবে। এটাই তো ঘটছে বাংলাদেশে---

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

তওসীফ সাদাত বলেছেন: কি করে পারে এভাবে নির্যাতন করতে !! কি করে !!! মানুষ না এরা ? প্রথম যখন আদুরীর খবর পড়েছি, রক্ত মাথায় চেপে গিয়েছিল আমার। সব থেকে বেশি আফসোস হয়েছিল। হায়রে মানুষ, নিজেই নিজেরে দিন দিন ছোট করতে ব্যস্ত। হায়রে মানবিকতা ক্ষয় হতে হতে এখন অমানবিক হচ্ছে দিন দিন মানুষ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সিটিজি৪বিডি বলেছেন: আমাদের দেশে প্রতিদিন কাজের ছেলে মেয়েরা নির্যাতিত হয়। পত্রিকার মাধ্যমে বড় ঘটনাগুলো প্রকাশিত হয়---------------------আমার মনে হয় এই ঘৃন্য কাজ যারা করে তাদেরকে দ্রুত বিচার করে জেলে ঢুকানো উচিত।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়াবহ পরির্সখ্যান দিলেন ভাই!!!!!

এতো দেখী সিটি অফ ডেড হয়ে গেছে!!!!! মানুষের বিবেক, মনূস্যত মৃত এখানে!!!! শুধূ দু-পেয়ে জীবের ঘোরাঘুরি..

আদুরীর শরীর দেখেই বোঝা যায় কিছূই খেতে দিতনা তাকে!! হাড়জিরজিরে অবস্থা!!

অথচ তিনিতো মাশাল্লাহ- তেল চুইয়ে পড়ছে!!!

এদের কি মিনিমাম বিবেকটুকুও নেই!!!!!!!!

আদুরীর বাকী জীবনের ভরন-পোষনে পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সিটিজি৪বিডি বলেছেন: আমরা অপরাধীদের শাস্তি চাই। দ্রুত বিচার করেই তাদেরকে শাস্তি দেয়া হোক।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

আহলান বলেছেন: ঘুমটা মুড়ি দেয়া ঐ মহিলা কি নির্যাতনকারী?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

সিটিজি৪বিডি বলেছেন: হুম।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: এদের আসলে ফাঁসি দেয়া উচিত...............

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

সিটিজি৪বিডি বলেছেন: কি যে বলেন না ভাই------কিছুদিন পর জামিন নিয়ে বের হয়ে আরেকজন মেয়েকে পিটাবে।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

কলাবাগান১ বলেছেন: " তারা কি করে হতে পারেন এমন অকথ্য নির্যাতনকারী? তাঁদের কি অন্তর একটু কাঁপে না? একটু কি করুণা জাগে না তাঁদের জানোয়ারের মতন হিংস্র হৃদয়ে?"

আমার ভয় যে আবার পলিটিক্যাল রং চড়িয়ে এই ঘটনাকে অন্য দিকে না ফিরিয়ে দেওয়া হয় (নদীর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড টা যেন আবার আলোচনার কেন্দ্রবিন্দু না হয়)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সিটিজি৪বিডি বলেছেন: কয়েকদিন এই নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে। তার কোন দিন জামিন নিয়ে বের হয়ে আসবে। এটাই তো দেখছি।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



মানব দানবদের কঠিন শাস্তি কামনা করছি।
X( X(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

সিটিজি৪বিডি বলেছেন: আমরা নদীর শাস্তি চাই।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: কুত্তিটার কি কিছু হয়েছে? পত্রিকায় খবর না দেখে তো মনে হয় কুত্তিটা টাকা দিয়ে পার পেয়ে গেছে! X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.