নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন (দুবাই)-ধর্ম-স্বাস্থ্য-টিপস-আমার কথা--

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

সিটিজি৪বিডি

আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা....

সিটিজি৪বিডি › বিস্তারিত পোস্টঃ

۞۞ হাসা-হাসি ۞ আংকেল থেকে ভাই হলাম ۞ এক রুমে চার শহীদ ۞ প্রবাসী বিবাহিত যুবকের কান্না ۞

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

নতুন জামাইকে কষ্ট করে কাঁদে তুলে শাশুর বাড়ী নিয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। গ্রাম-বাংলার বিয়েতে পায়ে হেটে বিয়ে বাড়ী যেতে খুব আনন্দ লাগে। একসময় পালকি ছিল। বরযাত্রীরা পালকির পেছনে থাকত। বাড়ীতেই বিয়ের আয়োজন হতো। এখন আর সেই দৃশ্য দেখা যায় না।

========================================

আংকেল থেকে ভাই---------------------



প্রবাসে আমার রুমমেটের বয়স ৫০ এর কাছাকাছি। বয়সে তিনি সবার বড় হলেও সবাই ওনাকে হাসিব ভাই বলে ডাকে। ব্যতিক্রম শুধু আমি। আমি ওনাকে আংকেল বলে ডাকি। সবাই আমাকে বলে ‍"আমরা ওনাকে হাসিব ভাই বলে ডাকি, আর আপনি আংকেল ডাকেন কেন?" আমি উত্তরে বলি " ভাইগন! সবাই যদি ওনাকে ভাই ডাকে তাহলে আংকেল ডাকবে কে?" এই দায়িত্বটা না হয় আমিই নিলাম। একদিন হাসিব আংকেল টয়লেটে একটু ব্যথা পেয়েছিল। টয়লেট থেকে বের হয়ে আমাকে বলল, জামাল ভাই আমার পা থেকে রক্ত বের হচ্ছে। ওনার মুখ থেকে জামাল ভাই শব্দ শুনে আমি লজ্জায় আর ওনাকে আংকেল ডাকতে পারিনি। এখন অামি হাসিব ভাই বলে ডাকি।



============================================

প্রবাসী বিবাহিত যুবকের কান্নাঃ



কয়েক বছর আগে আমার এক রুমমেট দেশে গিয়ে বিয়ে করেছিল। মাত্র এক মাসের মাথায় তাকে আবার কর্মস্থলে ফিরে আসতে হয়েছিল। সে রুমে এসেই সারাক্ষন শুধু বউয়ের গল্প বলতো। তার বউয়ের গল্প শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। একদিন দেখেছি সে নীরবে কাঁদছে, কান্নার কারন জিজ্ঞেস করলে আমাকে বলে, এত টাকা খরচ করে বিয়ে করেছি মাত্র কয়েকদিন থেকেই চলে আসতে হলো। তার মুখ থেকে এই কথা শুনে কাঁদবো নাকি হাসবো----------- হায়রে প্রবাসী--------



===========================================

এক রুমে চার শহীদঃ



দুবাইতে এক রুমে ৮/১০জন থেকে শুরু করে ২০ জন পর্যন্ত বসবাস করে। রুম ভাড়া বেশী হওয়ার কারনে বাধ্য হয়েই নোংরা পরিবেশে প্রবাসী ভাইদেরকে গাদাগাদি করে থাকতে হয়। একদিন এক রুমে গিয়ে দেখি, রুম পরিস্কার করণের তালিকায় চার শহীদের নাম। এই যেমনঃ



১. শহীদ (গোল্ড)

২. শহীদ (পারফিউম)

৩. শহীদ (ডিজাইনার)

৪. শহীদ (ইমারেটস)



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

ইমানুয়েল নিমো বলেছেন: =p~ =p~ =p~

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

এম আর ইকবাল বলেছেন: X((

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

আহমেদ আলিফ বলেছেন:
১. শহীদ (গোল্ড)
২. শহীদ (পারফিউম)
৩. শহীদ (ডিজাইনার)
৪. শহীদ (ইমারেটস)

:) :D B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.