![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জাদু করতে পারো ? মনে হয় পার। তোমাকে ভুলে যাবার কত চেষ্টা করি কিন্তু কেন জানি পারি না। তুমি আমাকে জাদু না করলে তো এমন হওয়ার কথা না। যখনই তোমাকে ভুলার চেষ্টা করি তখনি তুমি আমার সামনে এসে হাজির হও। আর আমাকে বল যে " তুমি যতই চেষ্টা কর না কেন তুমি আমাকে কখনো ভুলতে পারবে না।আমি সবসময় তোমার পাশে তোমার ছায়া হয়ে থাকব।" আমার সব কাজ তোমাকে দিয়ে শুরু এবং শেষ ও তুমাকে দিয়েই হয়। কেন জানি এক সেকেন্ড ও তোমার কথা চিন্তা না করে থাকতে পারি না। কেমন যেন অস্থির লাগে।
প্রতিদিন সকালে আমার ঘুমটা ভাঙ্গার পর সবার প্রথম আমার তোমার কথা মনে হয় আর রাতে ঘুমাবার সময় ও তোমার কথা চিন্তা করে করে ঘুমাই।মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে যখন তোমার সাথে কথা বলতে পারি না।গত মাসে skype এ ফ্রি মিনিট পেয়ে তোমাকে কল দিলাম।যখন কল দিচ্ছিলাম তখন খুব ভয় লাগছিল।তুমি যদি ফোন না ধর তাই।যখন তোমার সাথে কথা বলছিলাম খুব কষ্ট হচ্ছিল।ঠিকমত তোমার সাথে কথায় বলতে পারলাম না। তুমিতো নিজে থেকে একটি কথাও বললে না।তোমার সাথে কথা বলার পর খুব কেদেছিলাম।তোমার কি আমার কথা একদম মনে পরে না? খুব জানতে ইচ্ছে করে আমার।তুমি কি কোনদিন একটিবারের জন্য ও আমাকে ভালোবাসনি? আমি বাংলাদেশে থাকতে তোমার সাথে যখন দেখা হত তখন মাঝে মাঝে তুমি আমাকে তোমার কাছে টেনে নিতে।তখন কি তুমি আমাকে তোমার মন থেকে কাছে নিতে না আমার উপর করুণা করতে? জানো তোমাকে কখনো আমি না বলতে পারি না। তাই যখন তুমি আমাকে দেখা করার জন্য বলতে আমি চলে আসতাম।জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো।কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে।আমার যখনি কোনো সমস্যা হত তোমাকে বলে দিতাম।কিন্তু তোমার কষ্ট তুমি কোনদিন আমার সাথে share করনি।হয়ত আমাকে কখনোই তোমার আপন কেউ বলে মনে হয়নি তাই।আসলে আমি হয়ত কোনদিন তোমার আপন হতে পারিনি।
সব শেষে আমার একটাই চাওয়া যে তুমি খুব ভালো থাক এবং সুখী থাকো।
©somewhere in net ltd.