নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪৩

সাইবার সোহেল

আমি একজন অতি সাধারন বাংলাদেশী। আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালবাসী। আগ্রহী যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে পারেন।

সাইবার সোহেল › বিস্তারিত পোস্টঃ

একজন পরীমনি বনাম আমাদের মানসিকতা

১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫

অদ্ভুত এক জাতী আমরা, বিশ্বের প্রায় সকল দেশ সময়ের সাথে সাথে মেধা মনন, আচার আচরনে আরও উন্নত হয় হয় সভ্য। আর এক্ষেত্রে হয়তো একমাত্র ব্যতিক্রম আমরা বাঙালীরাই। অন্যায়ের কাছে মাথা নত না করার মানসিকতা থেকেই এই বাংলাদেশের জন্ম। শুধুমাত্র মাতৃভাষাকে ভালোবেসে জীবন দেয়ার ইতেহাস কেবল আমাদেরই আছে। কিন্তু সেই মানসিকতা যেন কালের আবর্তে ধীরে ধীরে কেমন ফিকে হয়ে যাচ্ছে।প্রায় সবক্ষেত্রেই এখন ভবিশ্যৎ উজ্জলের সহজ ও দ্রত মাধ্যম অন্যায় আর দূর্নীতির সাথে আপোস।আর এটা যেন প্রায় নিয়মই হয়ে গেছে যে, লঘুপাপে গুরুদন্ড এবং যারা অতিমাত্রার দূর্নীতিবাজ তাদের সাজা নিয়ে নানা ধরনের বাহানা। যেমন, যদি মসজিদে জুতা চোর ধরা পরে তাহলে, আমরা তাকে মারতে মারতে প্রায় মেরে ফেলতে চাই বা অনেক সময় মেরেও ফেলি কিন্তু, সরকারী বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে লোন বা ওভার বা আন্ডার ইনভয়েসের নামে যারা টাকা পাচার করে দেশের চরম ক্ষতি করে তাদের নাম প্রকাশ করতেও আমরা মাঝে মধ্যেই বিব্রত ও দ্বিধাগ্রস্থ হই।দরিদ্র ক্ষুদ্রঋণ গ্রহীতার সামন্য কিস্তির টাকার জন্য তার ঘরের চাল খুলে নিয়ে আসি।কিন্তু ব্যাঙ্কের হাজার কোটি টাকা ঋণ আদায়ে ব্যার্থ হয়ে তা অবলোপন করতেও কুন্ঠা বোধ করি না। আমরা চালনি বা ছাঁকনি হলেও সুঁচকে তার পিছনে ছিদ্রের জন্য উপহাস, বিদ্রুপ বা দোষারোপ করতে বাদ দিই না। আমাদের এই হীন মনোভাব আরও প্রকট ভাবে প্রকাশ হলো পরীমনি কান্ডের পর। দেশে করোনা ও ডেঙ্গুতে প্রতিদিনই ১/২শতের উপরে মানুষ মারা যাচ্ছে, সেদিকে খেয়াল নেই সচেতন হওয়ার সকলে পড়ে আছি এক পরীমনির খবরের পিছনে। আমরা সবাই এমন ভাব করা শুরু করেছি, যেন আমাদের এই সমাজে তাঁর মতো চরম অপরাধী আর কেউ নেই। আর এমন অপরাধ এদেশে আর কেউ কখনও করেনি, আর আমরা সবাই যেন দুধে ধোয়া তুলশি পাতা মানে একেবারে চরম সাধু। সেজন্যই তাঁর অপরাধ প্রমানের আগেই আমরা তার শাস্তি দিয়ে ফেলছি, তাঁকে একঘরে করে ফেলছি। কিন্তু মফস্বলের স্বল্প শিক্ষিত মেধাবী একজন মানুষ কি করে এতসব অপরাধের সাথে জড়িত হলো, তাঁর এই সকল অপকর্মের হাতেখড়ি কাদের মাধ্যমে হলো, সে বিষয়ে আমাদের জানার তেমন আগ্রহ নেই। আমাদের আগ্রহ তাঁর কয়টা বাড়ি, কয়টা গাড়ী, কার সাথে কোথায় গেল,সেখানে কি করলো? ইত্যাদি বিষয়ে। পরীমনিকে নাকি গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মানুষের অভিযোগের ভিত্তিতে। কিন্তু সে সকল অভিযোগকারির পরিচয় এখনও অজানা। কারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকতার ভাষ্য মতে তাঁরা নিজেদের সম্মান ক্ষুণ্ণ হবার ভয়ে লিখিত অভিযোগ করেননি কারন তাতে ওনাদের নাম প্রকাশের শঙ্কা থাকে। এখন কথা হলো সম্মান কি শুধু অভিযোগকারীরই আছে, অভিযুক্তের নেই?? আমাদের সংবিধান তো বলে সবার জন্য সমান অধিকার তাহলে এখানে কি সমান অধিকার বজায় রইলো? এক্ষেত্রে কি তবে সংবিধান লঙ্ঘিত হলো না!! তাহলে, সংবিধান অবমাননা নিয়ে কেন কোন আলোচনা হলো না!!! কারণ, আমরা কখনই ঘটনার গভীরে বিশ্লেষন করতে পছন্দ করি না আমাদের সব আগ্রহ ও আনন্দ শুধু ঘটনার শুরুতেই। কয়েকদিন এ নিয়ে খুব হৈচৈ করি তারপর সব ভুলে যাই।আর বরাবরের মত নেপথ্যের আসল কারিগর বা মূল হোতারা থেকে যায় অজানাই।এজন্যই স্বেচ্ছাচারিতা ও উদাসীনতার জন্য ৫২টি তাজাপ্রাণ জীবন্ত পুড়িয়ে কয়লা করার পরও তাদের সহজেই জামিন হয় কিন্তু পরীমনির হয় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পরীমনির জামিন হলে হয়তো অনেক তথাকথিত মানি লোকের মানহানী হবার প্রবল সম্ভাবনা আছে, তাই তার জামিন হতে এই বিলম্ব। পরীমনি যে অপরাধ করেছে তার প্রকৃত ও সুষ্ঠ তদন্ত হোক। তারঁ অপরাধের মাত্রা অনুযায়ী তাঁর শাস্তি হোক, আর তাঁর এই অবনতি বা এই ঘটনার জন্য যারা প্রকৃত দোষী তাদের যথাপোযুক্ত শাস্তি হোক। এবং দেশে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হোক এটাই কামনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরীমণির সুবিচার কামনা করছি। তাকে যেন বিচারের নামে হেনস্তা না করা হয়। যারা পিছনের রাঘব বোয়াল তাদেরও ধরা হউক।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫১

সাইবার সোহেল বলেছেন: আপনার সাথে সহমত প্রকাশ করছি, আর আশা করছি প্রতিবারের মত এবারও যেন পিছনের কুশিলবরা পেছনেই না থেকে যায়।

২| ১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লেখা নিয়ে আমার কোন মন্তব্য নেই তবে লেখায় অজস্র বানান ভুল দেখে আমি কিছুটা অবাক হয়েছি। হতে পারে ব্যাপারগুলো হয়তো আপনি খেয়াল করেন নি, তবুও জানানোর জন্যেই কিছু বানানের প্রতি দৃষ্টি আর্কষণ করছি।

একজাতী = এক জাতি
মানষিকতা = মানসিকতা
ভালোবেশে = ভালোবেসে
ভবিশ্যত = ভবিষ্যৎ
কিস্তীর = কিস্তির
ব্যাঙ্কে = ব্যাংকে
বিশ্লেষন = বিশ্লেষণ

আশা করছি আমার মন্তব্যটিকে সমালোচনা বা কটাক্ষ হিসেবে না দেখে বরং সহায়ক মন্তব্য হিসেবে দেখবেন। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৯

সাইবার সোহেল বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপানকে, এভাবে গুরুত্ব সহকারে আমার লেখাটি পড়বার জন্য। জানেনই তো মানুষ মাত্রই ভুল। ভুল গুলো বেখেয়ালেই হয়েছে। আর এভাবে ভুল ধরিয়ে দিয়ে সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন স্বপরিবারে সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.