নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

খুলে দেয়া হয়েছে ইউটিউব

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩





কী একটা ভিডিও দেখতে ইউটিউবে ঢুকে এখন দিব্যি ইউটিউবে ছবি দেখতে পাচ্ছি। তবে কি ইউটিউব খুলে দেয়া হলো এতো দিনপর। আপনারাও ট্রাই করে দেখুন।



youtube



ইয়াহু D90 ক্যামেরা কেনার চেষ্টায় আছি। এর Option গুলো Youtube এ দেখা যায় কিভাবে ব্যবহার করবো। Thank You সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।





পোস্ট এখানেই শেষ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

শার্ক বলেছেন: all camera price in taka

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ শার্ক ভাই।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

অসুন্দর মানুষ বলেছেন: দরদাম কেমন এখন D90 এর?কিনে আমাকে অভিজ্ঞতা জানালে খুশি হবো। আমি নিজেও একটা কেনার চেষ্টায় আছি
শুভাশীষ সাহা শুভ

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যতদূর শুনলাম শুধু বডির দাম ৬৫,০০০ টাকা। আর লেন্স ২৮'m.m.-১০৫'m.m কিনলে আরো ২৫,০০০ টাকা লাগবে। মোট ৯০,০০০ টাকা Flora থেকে কিনলে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

কালীদাস বলেছেন: যেদিন ইউটিউব খুলবে, দেখবেন পেপারে হেডলাইন দেবে। অনেকেই মাঝে মাঝে খুলতে পারে (কিভাবে খুলে জানিনা), তবে পার্মানেন্টলি এখনও ছাড়েনি।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হবে হয়তো। আমি যে লিংক দিয়েছি এই লিংকে গুতো দিন। তবেই বুঝতে পারবেন। আর এই কয়দিন ও আমি ইউটিউব ব্যবহার করেছি তবে লিংকটা ছিলো-

youtube

এই লিংক দিয়ে যেকোনো সময় ইউটিউব দেখতে পারবেন বাংলাদেশ থেকে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

রিয়াদ হাকিম বলেছেন: Kono link diei dhukte parlamna
--blion use kori

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বলেন কি? আমি তো কিউবি ব্যবহার করি। এবং দিব্যি দেখছি।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

মোমের মানুষ বলেছেন: কই দেখলেন ভাইজান? অনেক্ষন যাবত গুতাগুতি করতেছি মাগার কাম হইতাছেনা................। X( X(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বলেন কী? আমি তো সত্যি সত্যি ইউটিউব ব্যবহার করতে পারছি। এ জন্যেই পোস্টটা দেইয়েছি। নয়তো এমন পরিহাস করতাম না।

বুঝতে পরছিনা, আমি কিন্তু ঠিকই ছবি দেখছি।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

কেএসরথি বলেছেন: এখন খোলা দেখতে পাচ্ছি, তবে কতক্ষন খোলা থাকে সেটাই দেখার বিষয়। আগেও কয়েকবার খোলা পেয়েছি, তারপর আবার বন্ধ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যাক তবু ভাই আপনি খোলা দেখতে পেলেন। আমি তো মনে করেছিলাম কেউই দেখতে পাচ্ছে না।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

আহসান ঊদ্দিন খান বলেছেন: ইউটিউব হোমপেজ আসে কিন্তু কোন ভিডিও স্ট্রিমিং হয়না......নেট কানেকশন বাংলালায়ন... উদাহরন... :( :( :(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এটা তবে বাংলায়নের সমস্যা হতে পারে ভাই। কিছু বুঝতে পারছিনা।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

শূন্য পথিক বলেছেন: আমি তো গত মাসের শুরু থেকে ভিডিও দেখতে পারি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাঝে খুলে দিয়ে আবার বন্ধ করে দেয়া হয়েছিলো। তাই আনিসুল হক কে এই নিয়ে কলম ধরতে হয়েছিলো গত সপ্তাহে।

ধন্যবাদ শূন্য পথিক।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আরে ভাই আর কি বলব ভাই, আপনার লিঙ্ক তো দিব্যি কাজ করে ভাই। ধন্যবাদ ভাই। ইয়াপ্পিইইইইই।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম, ধন্যবাদ বন্ধু।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আজ লিঙ্ক আর কাজ করছে না।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বন্ধু এই লিঙ্কটা ব্যবহার করেন।

ইউটিউব

আশা করি দেখতে পাচ্ছেন। ভালো থাকুন

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: B:-/

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খুব খুশি খুশি লাগছে না? আমরা ইউটিউব দেখতে পারিনা, এই দুঃখে আছি :( :( :((

১২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সামুতে অনলাইন থাকি কিংবা অফলাইন, সবচেয়ে বেশী আসা হয় আপনার ব্লগে। ইউটিউবে আপনার এই পোস্ট থেকেই ঢুকি তো তাই। =p~ =p~ =p~ =p~

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এ আমার সৌভাগ্য বন্ধু। এ আমার পরম সৌভাগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.