![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কল্পনায় অনুভব করি
একদিন তোমার সাথে ঘুরবো
সকাল থেকে দুপুর
দুপুর গড়িয়ে বিকেল
বিকেল পেরিয়ে সন্ধ্যা
সন্ধ্যা মাড়িয়ে রাত্রি অবধি।
কি আশ্চর্য দেখো
এমন একটা কল্পনা করতে করতে
আমার চোখে জল।
২২/০৯/২০১৩
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওকি! এই মাত্র আপনার লাভস্টোরি পড়ে এলাম। সেই ভালো লাগার রেশ এখনো ভাসিয়ে নিচ্ছে আমাকে।
ভালো থাকবেন আপি। সব সময়।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অপূর্ব।
কল্পনা করতেই তোমায়, চোখে নামে জল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। ভালো আছেন আশা করি। আর আজ দেখা হচ্ছে তো?
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
সাহসী বিবেক বলেছেন: ভালো লেগেছে...
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ বিবেক ভাই।
বিশেষ আর কি বলি, ভালো থাকবেন, সব সময়।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
অচিন্ত্য বলেছেন: খুব কোথাও খুব নিকট
অন্তহীন অন্তরাল
কোথায় তুমি কাটবে এই
স্থান কালের যৌথ জাল
দৃশ্য থেকে দৃশ্যময়
দৃষ্টিও কি একলা হয়
দৃশ্যহীন শব্দহীন
দীর্ঘ রাত জেগে তাকে
জেনেছি
সমস্ত সাধ
জমা থাকে
আরেক বুকে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খুব বেশিনা, এইটুকু বলবো, অসাধারণ!
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: কি আশ্চর্য ! ছোট্ট লিখাটা মনের ভিতর থেকে কেমন জানি একটা দীর্ঘশ্বাস নিয়ে আসতে চায় !
খুব চমৎকার লিখেছেন!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ, স্বপ্নবাজ অভি।
ভালো থাকবেন, সব সময়। আর আসছেন তো আজকের আড্ডায়?
দেখা হলে কথা হবে।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
পিনিকবাজ বলেছেন: সুন্দর লিখেছেন
শুভ কামনা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনাকেও শুভ কামনা ভাই।
ভালো থাকবেন, সব সময়।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
সায়েম মুন বলেছেন: সেটাই হয় বুঝি!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এক সময় প্রতি রাতে চোখে জল আসতো। (আমার কিন্তু চোখে সমস্যা!)
হাঃ হাঃ হাঃ সায়েম মুন ভাই, ভালো থাকবেন, সব সময়।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর ভাই।
ভালো থাকবেন সব সময়।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব।
ভালো থাকবেন। সব সময়।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মামুন রশিদ বলেছেন: অল্প কথায় এত কিছু বলে দিয়েছেন, পাঠকের চোখেও বুঝি জল এসে গেল!
ভাল লেগেছে, কবিতা আর ছবি দুটোই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই, আপনার সাথে কথা ছিলো। যদি দয়া করে মেইলে আপনার নম্বরটা পাঠাতেন।
আর বিশেষ কি বলবো। এতো অল্পতে যিনি সন্তুষ্ট তার মন যে কি বিশাল সে আমরা ভেবে নিচ্ছি।
ভালো থাকবেন, সব সময়।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
কাজ কত দূর ভাইজান! আমি কিন্তু জ্বালায় মারবো।
আর ভালো থাকবেন, সব সময়।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: এমন কল্পনা করতে গিয়ে চোখে জল আসতেই পারে।
কাজ এখনও শুরু করি নাই। করলে একদিনের ভেতরেই শেষ করে ফেলবো। নো টেনশন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একদিনে কাজ শেষ করার রিস্ক আছে। যাই হোক। আপনি আপনার মতো কাজ করেন। তবে একটা সিটিং দরকার। কিছু কথা ছিলো। আপনার মেইল এড্রেসটা পেলে একটা রিকোয়েস্ট পাঠাবো। ইমন জুবায়ের ভাইয়ের গল্প নির্বাচন করা নিয়ে একটা পেইজ খুলেছি। সেখানে খোলাখুলি আলোচনা করা যেতে পারে।
ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন। সব সময়।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
ভিয়েনাস বলেছেন: কল্পনা করতে করতেই চোখে জল এসে গেল বাস্তবে আসলে কি যে হবে, আমি তাই কল্পনা করছি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় আমি দেখি অনেকের চোখেই জল এনে দিচ্ছি। চোখের জল আমার কাছে খুব একটা প্রিয়ো নয়। তবু, চোখে জল আসে এমন কিছু মুহূর্ত আমাদের মনের মধ্যে অনেক সময় গেঁথে যায়। যা কখনো ভোলা যায় না। আর এই গেঁথে থাকা কষ্ট বা আনন্দ মুহূর্ত আমৃত্যূ স্মৃতিবন্দী হয়ে থাকে, আমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায়।
ভিয়েনাস ভাই অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন। সব সময়।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
শায়মা বলেছেন:
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, অনেক অনেক ধন্যবাদ।
১৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০
সপন সআথই বলেছেন: আমার চোখে জল।
বাহ! - valolaga janalam
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগা জানলাম, সপন সআথই। ভালো থাকবেন, সব সময়।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
শায়মা বলেছেন: আহালে ভাইয়া

থাক চোখের জল মুছো আর এইবার আমার নিউ লাভ স্টোরীটা পড়ে আসো।