![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামিকাল শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় 'সাহিত্য আড্ডা'র আড্ডা হবে। স্থানঃ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ক্যাফেটারিয়ায়। যারা যারা আসতে ইচ্ছুক, তারা চলে আসুন। যারা একেবারেই নতুন তারা যোগাযোগ করুন, নিচের নম্বরেঃ
১. অলওয়েজ ড্রিমঃ ০১৯১৮-৮৮৬৯৬৭
২. মাহবুবুল আজাদঃ ০১৯১৯-৮২৩৩৫৪
৩. মোহাম্মদ সাইফুল ইসলাম সজীবঃ ০১৮১৯-৫১৮৯৩৪
সকলের অংশগ্রহণ এই আড্ডাকে আরো প্রানোবন্ত করে তুলবে।
৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:৪০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ঢাকার বাইরে থাকলে এই আফসোস দূর করার ব্যবস্থা হলো, আপনি যেখানে আছেন, সেখানে কিছু ব্লগারকে নিয়ে প্রতি মাসে একটা আড্ডার আয়োজন করুন। আমাদের সাহিত্য আড্ডার দল ছুটে আসবে আপনাদের আড্ডায়।
আর যদি ঢাকায় থেকে আফসোস করেন, তবে বলার কিছু নেই। এই আফসোস সারা জীবনই করতে হবে।
হয় এখন করুন, অথবা কখনো হবে না। ধন্যবাদ সরল মেয়ে। ভালো থাকুন। সব সময়। আর সাথে থাকুন।
২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:১৬
মামুন রশিদ বলেছেন: নিশ্চয়ই আড্ডা ভালো হয়েছে । শুভকামনা সজীব ।
৩১ শে মে, ২০১৪ রাত ৮:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডা চমৎকার হয়েছে। আর বেশি যা হয়েছে তা হলো, খাওয়া-দাওয়া। খাইতে খাইতে অবস্থা খারাপ। আমার আবার ছিলো বিয়ের দাওয়াত। অনুষ্ঠানে যেতে তেমন খেতে পারিনি। অবশ্য এজন্য আফসোস ও নেই। এমনিতেই আমি রাতে কম খাই।
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:০৭
আরজু পনি বলেছেন:
পোস্টটা আগে চোখে পড়লে আড্ডায় যেতে পারতাম এইবার
০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই মাসের শেষ সপ্তাহের শেষ শুক্রবার চলে আসুন।
ধন্যবাদ আরজুপনি আপু।
৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:১৩
আরজু পনি বলেছেন:
সম্ভব হলে পোস্টে দিয়েন আগে ।
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অবশ্যই পোস্ট দিবো। এবং এক সপ্তাহ আগে পোস্ট দিবো ইনসাল্লাহ। এতে অনেকে আগে থেকেই প্রস্তুতি নিতে পারবে। আর অনেকে মিলে পোস্ট দিবো। একা একা না। কয়েকজন মিলে দিলে অনেকের নজরে আসবে। তাই বিভিন্ন জন ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন দিনে সাহিত্য-আড্ডার আসরে কথা সামুতে পোস্ট করবো। তাছাড়া আমাদের ফেসবুকেও দেয়া হবে। জানানো হবে এই লিঙ্কে।
সাহিত্য আড্ডা
অথবা দেখেন এখানে
সাহিত্য-আড্ডা
ভালো থাকুন আরজুপনি আপু।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৬
সরল মেয়ে বলেছেন: ইশ!!! যদি যেতে পারতাম!!!