নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

বেসামাল শব্দমালা- ৪

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:০৪





জানালা দিয়ে হাত বাড়িয়ে দিই বৃষ্টিতে, বাইরে

অঝোর ধারায় বৃষ্টি পরছে

ফের, কি দ্বিধায় গুটিয়ে নিই হাত।



সে কেনো কেবল আমার মতোই হলো?

হলো না ভেজা কোনোদিন

বৃষ্টিতে আমাদের



কি অসুখের ভয়ে, হায়-

কি নির্মম,

এই সুখের বিসর্জন!



০৩/০৬/২০১৪

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২০

আরুশা বলেছেন: সে কেনো কেবল আমার মতোই হলো?
ভালোলাগলো আপনার কবিতার কথাগুলি
+++++++

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ অরুশা।

ভালো থাকবেন। সব সময়।

২| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩১

তুষার মানব বলেছেন: কবিতার লাইন গুলো সুন্দর

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এটা আদৌ কবিতা হয়ে উঠেছে কিনা জানিনা। আপনার ভালো লেগেছে যেনে ভালো লাগলো।

ধন্যবাদ তুষার মানব। ভালো থাকবেন। সব সময়।

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই নির্মম। প্রেমের কারণে অনেক কিছু বিসর্জন দিতে হয় ।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সেলিম আনোয়ার ভাই, অনেক দিন পর আপনাকে দেখলাম।

ভালো থাকবেন, সব সময়।

৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: কবিতা এবং ছবি দুটোই সুন্দর।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিতার কথা বলতে পারবো না। তবে ছবিটা গুগল মামার সাহায্য বের করেছি। আমার মনের মতো হয়নি। তবে চলন সই আর কি!

ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ভালো থাকবেন, সব সময়।

৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা, ছবিটাও ।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ ধন্যবাদ মামুন ভাই।

আপনারা পাশে আছেন তাই সাহস করি। অনেক কিছু না বলে অল্পের ভেতর কিভাবে অনেক বলা যায় সেই চেষ্টা করছি। যেন না বলা গুলো অনেক বেশি হয়ে বাজে। বা যারা ধরে নিতে চান ধরে নিন না, নিজেদের মতো করে।

অবশ্য কেউ কেউ এই দাবী করতেই পারে, বোঝা গেলো না। সত্যি সব বুজেই বা কাজ কি? তাই না?

আর বলেন তো কবে আমরা আসবো আপনার সিলেটে সাহিত্য-আড্ডা দিতে। আমরা প্রতি তিন মাসে একবার বাইরে সাহিত্য আড্ডা দিতে চাই। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কিভাবে সম্ভব বলেন তো?

ফের ভালো থাকবেন, সব সময়।

৬| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

আমিতো বলি সে কেনো আমার মতো হলো না...

১১ ই জুন, ২০১৪ রাত ১১:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একই কথা, কেবল আফসোস!

ধন্যবাদ আরজুপনি আপু। ভালো থাকুন। সব সময়।

৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:১৬

আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ভাই আহসান।

ভালো থাকবে, সব সময়। আশা করি সাথেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.