![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম ছবি দেখবো। এই ছুটিতে একটা ছবি না দেখলে হয়? ও বলে নেয়া ভালো আমি এখন ১৫ দিনের ছুটিতে আছি। ঢাকার বাইরে যেহেতু কোথায়ও যাচ্ছিনা তাই একটু ছবিতো দেখাই যায়। সারাদিন মিটফোর্ড এর অলি-গলি আর মার্কেট দেখে দেখে যখন ক্লান্ত তখন খুঁজতে লাগলাম নীরব হোটেল। নীরব হোটেলে খেয়ে বের হতে হতে ৪টার বেশি বেজে গেলো। গুলিস্তান এসে মনে হলো ছবি দেখি। আর বাসে করে বসুন্ধরা পৌছতে পৌছতে ৪.৩০ টার ও বেশি বেজে গেলো। তাই আমাদের অপেক্ষা করার পালা ৬.৩০ আর ৭.০০ টার শো গুলোর জন্য।
এসে যে ছবিগুলো দেখলাম তার মধ্যে The Equalizer কেই ভালো লাগলো। বিশেষ করে Denzel Washington এর জন্য। তার প্রতিটি ছবিই আমার বেশ ভালো লাগে। অসাধারন তার অভিনয়।
এইবার ছবি বিষয়ে কিছু কথা বলি।
ছবির নামঃ The Equalizer
পরিচালকঃ Antoine Fuqua
সঙ্গীত পরিচালকঃ Harry Gregson-Williams
নায়কঃ Denzel Washington
IMDb রেটিংঃ 7.5/10
প্রকাশঃ September 22, 2014
এইবার ছবির ঘটনায় আসি। ডেনজেল ওয়াশিংটন একজন কোমান্ডো। তিনি মিথ্যা মৃত্যুর পর এক সাধারণ মানুষ হিসাবে কাজ করেন একটি কাঠের দোকানে কাজ করেন। নাম হোম মার্ট। প্রতিদিন একই রুটিন। সকালে উঠা, কারখানায় যাওয়া, বিকালে সমুদ্রের পাড়ে যাওয়া, রাতে একটা হোটেলে বসে কফি খাওয়া আর বই পড়া। বইটির নাম আমরা পাই দি ওল্ড মেন এন্ড দি সী। এখানেই দেখা হয় Chloë Grace Moretz এর সাথে। সে একজন দেহ পসারিনী। তার বয়স মাত্র ১৯। দু দিন দেখা হওয়ার পর একদিন ডেনজেল তার জন্য একটা খাওয়ার জিনিস নিয়ে আসে। এটা খেতে খেতেই তার সাথে কথা হয়। আর জানতে পারে তার গান করতে ভালো লাগতো। এই পথ থেকে সরে আসার জন্য অনুরোধ করে। কিন্তু এই পথ খুব ভয়ংকর। মেয়েটিকে নিয়ন্ত্রণ করে রাশিয়ার একটি গ্রুপ। একদিন মেয়েটির সাথে বের হয় হাটতে হাটতে কথা বলতে থাকে মেয়েটি। এদিকে ফোন আসলে তা কেটে দেয়। এতে ক্রুদ্ধ হয় সেই রাশিয়ান দল। মেয়েটিকে ডেনজেল এর সামনে থেকে তুলে নিয়ে যায় আর ধরিয়ে দেয় একটা কার্ড। যদি দরকার হয় তবে যেন ফোন দেয়।
এরপর দিন দেখা যায় মেয়েটি মর্মান্তিক ভাবে আহত হয়ে ভর্তি হয় হাসপাতালে। হাসপাতালে মেয়েটিকে নিয়ে আসে তার এক বান্ধবী। ডেনজেল তার সাথে কথা বলে। এরপর যায় সেই রাশিয়ান বারে। তাদের কে অনুরোধ করে মেয়েটিকে মুক্ত করার জন্য। এরজন্য একটা খামে করে দিতে চায় প্রায় ৯০০০ এর মতো ডলার। এটা জমাতে তার বেশ অনেক দিন লেগেছে। বলা যায় এই তার সম্বল। লোকগুলো হাসে। ডেনজেলের একটা অভ্যাস হলো ঘড়ি ধরে কাজ করা। সে বের হয়ে আসার সময় দাঁড়ায় দরজার সামনে। তিনবার দরজাটা লাগাতে থাকে খুলতে থাকে। এরপর ভালো করে বন্ধ করে ঘুরে দাঁড়ায়। সকলে সাবধান হয়। কয়েক সেকেন্ড এর মধ্যেই সকলের অবস্থান দেখে ঘড়ির দিকে তাকায় আর স্টপ ওয়াচ চালু করে। সকলকে মেরে ফেলার পর ঘড়ির স্টপ ওয়াচ বন্ধ করে মাত্র ১৯ সেকেন্ড। বলা যায় ঘটনা এখান থেকেই শুরু।
এরপর? পুরো ছবিটি দেখতে না হয় চলে যান বসুন্ধরাতে। এই মাস খানেক আগেই মুক্তি পাওয়া ছবিটি আমার বেশ লেগেছে। পুরো গ্যাংটি ধ্বংস হওয়ার পর মেয়েটিকে দেখা যায় ডেনজেল সাথে কথা বলতে। সে একটা ক্যাসেট বের করেছে। ডেনজেলকে মেয়েটি ধন্যবাদ দেয়। কিন্তু মেয়েটি জানতেও পারেনা, তাকে কেবল এই পথ থেকে সরিয়ে আনার জন্য কি কি ঘটনা ঘটে গেছে। গল্পটি শেষ হয় এভাবে, ডেনজেল ল্যাপটপে একটা ই-মেইল পান অন্য কোথায়ও কিছু অন্যায় কিছু ঘটছে, সে তার সাহায্য প্রার্থী। বোঝাই যাচ্ছে The Equalizer এর সিকুয়াল আসতে পারে।
ছবিটি দেখে আমার সাথে থাকা সবুজ আমাকে জিজ্ঞাস করলো, 'ভাইয়া আমাদের দেশে এমন ছবি কবে হবে?' আমি কেবল বললাম, হবেনা।
আর শেষ করতে চাই এই বলে যে, ছবিটি দেখে আপনি হতাশ হবেন না। আপনার সময়টি বেশ যাবে।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫
ব্লগ মাস্টার বলেছেন: ভালো রিভিউ রিতিং ৫.৬ দেওয়া যায়
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ভালো রিতিং। আমি হলে ২.৮ এর বেশি দিতাম না।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৯
জুয়েলইসলাম বলেছেন: এই প্রথম রিভিউ পড়লাম ভাল লাগছে । ভাল থাকবেন
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুয়েল ইসলাম, আপনাকে ধন্যবাদ।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭
মাথা ঠান্ডা বলেছেন: ভালো লাগলো।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। সব সময়।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪
আন্ধার রাত বলেছেন:
ফ্রি দেখার ধান্ধায় আছি
ভাল লাগলো রিভিউ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ফ্রি জিনিস কিন্তু বেশি ভালো না। আমি একবার ফ্রীতে ছবি দেখলাম। নাম দি লাইফ অফ পাই। সেই ছবির রিভিউ লিখি লিখি করে আর লেখা হয়নি। কিন্তু ছবি ছিলো ব্যাপক। তাও থ্রি-ডি দেখেছিলাম।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
কলমের কালি শেষ বলেছেন: দেখবো দেখি ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সময় করে দেখে ফেলুন। আশা করি ভালো লাগবে।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৩
আমিনুর রহমান বলেছেন:
দেখতে হবে ... সময় পাচ্ছি না মুভি দেখার
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমিনুর রহমান ভাই, চেষ্টা করলে সময় বের করতে পারবেন। আর আমাদের সাহিত্য আড্ডায় আপনাকে পেলে ভালো লাগতো।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
আমি তুমি আমরা বলেছেন: হুম্ম, দেখার ইচ্ছা আছে।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইচ্ছার সাথে আরো কিছু মিশান যাতে চাহিদা তৈরি হয়। তবে দেখেন যোগান শেষ হওয়ার পর চাহিদা তৈরি হলে কিন্তু আফসুস করতে হবে। হাঃ হাঃ হাঃ
৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮
মামুন রশিদ বলেছেন: রিভিউ পড়ে দেখতে ইচ্ছে হচ্ছে ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন ভাই, কথা কিন্তু সত্যি। ছবিটা দেখার মতো ছবি। আপনি ঢাকা আসলে আমাকে বলেন। আপনাকে সাথে নিয়ে আরেকবার দেখবো।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: বাহ, নিমন্ত্রণ পেয়ে খুব ভাল লাগছে । সামনে যখনই ঢাকা আসি, আপনার নিমন্ত্রণ রাখতে চেষ্টা করব । ভালো থাকবেন সজীব ।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।
ভালো থাকুন, সব সময়।
১১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৯
রেইন ফরেস্ট বলেছেন: ভালো হইছে রিভিউ।সুযোগ পাইলে দেখব।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: রিভিউ কেমন হয়েছে বলতে পারছিনা। তবে ছবি চমৎকার। এইটা বলতে পারি।
ভালো থাকবেন রেইন ফরেস্ট।
১২| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৫
ডি মুন বলেছেন: দেখা হয় নাই দেখতে হবে।
রিভিউ এর জন্য ধন্যবাদ সজীব ভাই ।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
অন্ধবিন্দু বলেছেন:
ডেনজেলের খাতিরে মুভিখানা দেখতে হয়; মন্দ হয়নি। বাংলাদেশেও এমন ছবি হবে। আশাতো করাই যায় ! হাহ হা
আরও রিভিউ হোক ...
শুভেচ্ছা, সজীব।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আশা করি হোক।
ভালো থাকুন অন্ধবিন্দু। আর দেখে বলেন কেমন লাগলো।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৩
রেইন ফরেস্ট বলেছেন: ভাই আমার পোস্টটাতে মনে হয় আপনি হেল্প করতে পারবেন।
মুভি রিলেটেড কিছু শব্দের অর্থ জানতে চাই
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই ব্যাপারে আমি খুব একটা দক্ষ নারে ভাই।
ধন্যবাদ। তবে আপনার চার্লি-চ্যাপলিনের ছবিটা দেখে খুব ভালো লাগলো। যে ব্যাপারগুলো সম্পর্কে জানতে চেয়েছেন সেগুলো সম্পর্কে জানতে পারলে জানাবো।
ধন্যবাদ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫
তোমোদাচি বলেছেন: মুভি দেখার সময়ের বড় অভাব রে ভাই ...
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেকদিন পর ডঃ সাহেবকে দেখলাম।
কেমন আছেন? আশা করি ঠিকই সময় বের হবে।
আর ভালো থাকবেন, সব সময়।
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২
অদৃশ্য বলেছেন: অপেক্ষায় আছি হাতে পাবার... সব বলে দিলেন, ঠিক হলোনা... শুভেচ্ছা
শুভকামনা...
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: খুব বেশি বলিনি। দেখলে বুঝবেন।
হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন। সব সময়।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন। ম্যুভিটা দেখতে হবে।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুম সত্যি দারুন লেগেছিলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শেয়ার করার জন্যে শুভেচ্ছা