![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মাসের সাহিত্য আড্ডার কিছু মুহূর্ত (তারিখ ০৫ই ডিসেম্বর ২০১৪ রোজ শুক্রবার)। এবার ই প্রথম এরা এলেন আমাদের সাহিত্য আড্ডায়। ইনারা আবৃত্তির সাথে জড়িত এবং ত্রয়ী নামে একটি প্রকাশনা শুরু করেছেন।
আনোয়ার কামাল এবং হানিফ রাশেদিন ভাই।
এরপর আসেন দুর্জয় সাথে
কামরুল বশির ভাইকে নিয়ে। কামরুল বশির ভাইকে সকলে চিনেন সোনালী ডানার চিল নামে। এদিনই তিনি ঢাকায় আসেন। আর আমাদের সাহিত্য আড্ডার উপলক্ষ্যেই চলে আসেন আড্ডায়।
আমাদের একত্রিত ছবি।
শুরু হয় স্বরচিত কবিতা পাঠ।
আনোয়ার কামাল ভাই।
জয় ভাই।
এমদাদুল আনোয়ার।
এ, টি, এম মোস্তফা কামাল ভাই।
কামরুল বশির ভাই।
নেক্সাস ভাই।
আরো কিছু (চিপস খাওয়ায় ব্যস্ত)
সকলে গোল করে দাড়িয়ে।
অনেক দিন পর আমরা এতো স্বতস্ফুর্তভাবে আড্ডা দিলাম। আশা করি সামনের মাসের আড্ডাও হবে আরো জম্পেস। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চলে আসেন। দেখা হবে ইনশাআল্লাহ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: অনেক ব্লগারকে সাহিত্য আড্ডায় দেখে ভাল লাগলো। আপনাদের সাহিত্য আড্ডা চালু থাক। এই আড্ডা থেকেই বের হয়ে আসুক আগামী দিনের হুমায়ুন আহমেদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হুমায়ুন আহমেদ আসবে কিনা জানিনা, তবে দু-একজন কালজয়ী সাহিত্যিক বের হয়ে আসুক এটা চাই খুবই।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: বাহ, দারুণ আড্ডা! সোনালী ডানার চিলের সাথে দেখা হলে খুব ভালো লাগতো । দেখা করার লোভ আছে এটিএম মোস্তফা কামাল ভাই আর কবি হানিফ রাশেদিনের সাথে । নেক্সাসকে দেখেও ভালো লাগছে ।
শুভকামনা সবার জন্য । শুভকামনা সাহিত্য আড্ডা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ ব্লগ দিবসে আমরা আসছি সবাই। শুনলাম আপনিও আসবেন ঢাকায়। তবে দেখা হবে ইনশাআল্লাহ। সোনালী ডানার চিলও থাকবেন।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
আবু শাকিল বলেছেন: আড্ডায় দেখে ভাল লাগলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আবু শাকিল, চলে আসুন একদিন আড্ডায়। আশা করি ভালো লাগবে।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সবাইকে দেখে।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এখানে আপনাকে দেখা গেলে আরো অনেকের আরো ভালো লাগতো। তাই সময় পেলে চলে আসুন একদিন। আড্ডাবাজিই তো।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
ঢাকাবাসী বলেছেন: অনেক ভাল মানুষের ছবি দেখে ভাল লাগল্ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্টের নাম কবিদের ছবি হলে মন্দ হতোনা। সুনীল গঙ্গোপাধ্যায় এর একটা বই আছে, কবির দেশ ছবির দেশ। সেই রকম আর কি!
চলে আসুন একদিন আড্ডায়।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হাহাহা!
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনার ছবি দেখে হসছেন নিশ্চয়ই। ভালো তুলতে পারিনি। ক্যামেরার ফোকাস ম্যানুয়াল করা ছিলো, টের পাইনি। তাই ছবি ফোকাস করতে পারছিলাম না। এ জন্য অনেক ছবি বাদ দিতে হয়েছিলো।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন । আড্ডা মিস করি খুব ।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডাও আপনাকে মিস করে সেলিম ভাই।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯
কলমের কালি শেষ বলেছেন: কবি সাহিত্যিকদের আড্ডা । বেশ তো !!...
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমাদের আড্ডায় আসুন কলমের কালি ভরে নিয়ে যেয়েন। হাঃ হাঃ হাঃ
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই আড্ডাটা জমজমাট ছিলো।
স্বরচিত কবিতা পাঠ একটা আলাদা মাত্রা সৃষ্টি করছিলো।
এই রকম জমজমাট সাহিত্য সভার কেবল শুরু...
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সাহিত্য আড্ডা থেকে সভা হয়ে গেলো! বেশ তো। ক্ষতি কি!
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
জুন বলেছেন: আড্ডায় সজীব আর প্রানবন্ত সবাইকে দেখে ভালোলাগলো
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপি, আপনি আমাকে চিনেছেন? বলুনতো আমি কোনজন? কোন ছবিতে আছি? কোথায় আছি?
এইটা আপনার জন্য কুইজ।
ভালো থাকবেন আপি।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: বাহ! বাহ! এতগুলো পরিচিত নিক একসাথে দেখে ভালো লাগছে।
ভালো থাকবেন সবসময়
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপূর্ণ আপনিও ভালো থাকবেন। সব সময়। আর সময় করে চলে আসুন আমাদের আড্ডায়।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
নেক্সাস বলেছেন: আড্ডাবাজ গুলার আর কোন কাজ নাই.।খালি আড্ডা দেয়
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আড্ডাবাজদের কাজই আড্ডা দেয়া নেক্সাস ভাই। আপনি কি নিজেও এই দলে পড়েন না? হাঃ হাঃ হাঃ
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
শায়মা বলেছেন: ভাইয়া এবং ভাইয়ারা সবার জন্য শুভকামনা!
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শায়মা আপি, আপনাকেও শুভেচ্ছা (নতুন বই বের হচ্ছে, এই জন্য)। আপনি তো আর আসবেন না আমাদের আড্ডায় তাই আরো আরো বই বের করুন এই শুভ কামনা রইলো।
একটু দেরী হলো ব্লগে আসতে। অনেক দিন পর এখানে এলাম। তাই উত্তর দিতে দেরী হলো।
আর ভালো থাকবেন। সব সময়।
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: মোঃ সাইফুল ইসলাম সজীব আপনি কি বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বা আই.জিগেইট বা গেন্ডারিয়ায় থাকতেন কখনো?
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি এক সময় ফরিদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি ফরিদাবাদেই ছিলাম। সেও দুই যুগ আগে।
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
তুষার কাব্য বলেছেন: আমাকে বললে আমিও থাকতে পারতাম সব কবিদের ভীরে..
শুভকামনা সবার প্রতি...
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনি সব সময়ই আমন্ত্রিত।
১৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
এনামুল রেজা বলেছেন: নেক্সট আড্ডার একটা আগাম ঘোষণা দিয়েন সাইফুল ভাই।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পরবর্তী আড্ডা হবে পরবর্তী মাসের প্রথম শুক্রবার।
ভালো থাকবেন এনামুল রেজা।
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জমজমাট সাহিত্য আড্ডা।
ভাল লাগল দেখে।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনিও ইচ্ছা করলে চলে আসতে পারেন।
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১১
নূসরাত তানজীন লুবনা বলেছেন: আপনারা আড্ডা দেন আর ছবি তুলেন
আমরা দেখি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপনারাও আড্ডায় নিমন্ত্রিত। চলে আসুন একদিন। আশা করি ভালো লাগবে।
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১
নূসরাত তানজীন লুবনা বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বুঝতে পারছি, আসার ইচ্ছা করছেন। আমাদের পরবর্তী আড্ডা হবে বইমেলার পরে মার্চ মাসের প্রথম শুক্রবার।
ধন্যবাদ লুবনা আপু। ভালো থাকুন, সব সময়।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫৮
ডি মুন বলেছেন: কবি সাহিত্যিকদের দারুণ সব ছবি।
ভালো লাগল সজীব ভাই।
আশাকরি শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে। ঢাকা আসছি আগামীকাল ইনশাআল্লাহ।