![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বার বার চেষ্টা করেও প্রথম থেকে দেখতে পারছিনা। একদম প্রথম থেকে। তবু যেখান থেকে দেখলাম এটা প্রায় প্রথম থেকেই হয়তো বলা যায়। এই লেখা লেখার আগে কিছু গুগলে খোঁজ করলাম। আমার মনে হওয়ার সাথে অন্যান্যদের বক্তব্যগুলো মিলিয়ে দেখতে চাইলাম। আমি একেবারে ভুল ভাবিনি। ছবির বিষয়বস্তুর আগে এর কলাকুশলীদের একটু চিনে নিই।
Directed by- Rajkumar Hirani
Produced by Vidhu Vinod Chopra & Rajkumar Hirani
Screenplay by Abhijat Joshi & Rajkumar Hirani
Starring - Aamir Khan
- Anushka Sharma
- Sushant Singh Rajput
- Boman Irani
- Saurabh Shukla
- Sanjay Dutt
Narrated by Anushka Sharma
Music by Ajay Atul
- Shantanu Moitra
- Ankit Tiwari
Cinematography -C. K. Muraleedharan
Edited by Rajkumar Hirani
Production company Vinod Chopra Films & Rajkumar Hirani Films
Distributed by UTV Motion Pictures
Release dates -19 December 2014
Running time 153 minutes[1]
Country -India
Language -Hindi
Budget -INR85 crore (US$13 million)
Box office -INR607 crore (US$95 million)
রাজকুমার হিরানী এর আগে তিনটি ছবি বানিয়েছেন। মুন্নাভাই এম,বি,বি,এস (২০০৩) লাগে রাহো মুন্নাভাই (২০০৬) থ্রি ইডিয়ট (২০০৯)। পাঁচ বছর পর এসে আবার তিনি বানালেন পি কে। পি কে ছবির মূল চরিত্রে আমির একজন এলিয়ন। এই এলিয়ন পৃথিবীতে আসে একটা গবেষণার কাজে। জায়গাটা ভারতের গুজরাট। কিন্তু প্রথমেই সে পরে যায় এক চোরের খপ্পরে। চোর তার কমিউনিকেটর চুরি করে। এলিয়েন তার পিছন পিছন ধাওয়া করে একটা পুরাতন আমলের ক্যাসেট প্লেয়ার পায়। এখান থেকেই ঘটনার শুরু।
এরপর দৃশ্যপট চলে আসে বেলজিয়ামে। এখানে জাজ্ঞুর সাথে দেখা হয় ইউসুফের। তারপর ভুল বুঝাবুঝির জের ধরে ফিরে আসে ভারতে। চাকরি করা শুরু করে একটা টিভিতে। একদিন দেখা হয় জাজ্ঞুর আর পি-কের সাথে। পি কে একটা লিফলেট বিলি করছে। এই দেখে জাজ্ঞু ট্রেন থেকে নেমে পরে। কথা বলে। এরপর থেকে শুরু হয় আসল গল্প।
আসল গল্প কি? দেখ নিন। আমি বিস্তারিত বলতে চাই না। কারণ আমি মূল আনন্দটি দিতে পারবোনা। তবে এই ছবির পরিচালক নিজেই জানাচ্ছেন এটি একটি স্যাটায়ার। সমাজের ভুল ব্যবস্থা গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। সে যে ধর্মেরই হোক। এখানে অনেকের ধর্মিয় অনুভূতি রয়েছে। তবে একটু খোলা মন নিয়ে চিন্তা করলেই বোঝা যাবে এটা অসঙ্গতিগুলোকে কতটা নাটকীয়তার সাথে তুলে ধরেছে। পোশাকে, পরিচ্ছদে রং ব্যবহারে কারো আনন্দের তো কারো বিষাদের। একই কথার অর্থ কত মানে! কত অদ্ভুত নিয়ম এখানে। কত বিচিত্র বিধাতে খুশি করার। আর এই সব দেখতে হলেই দেখতে হবে পি, কে।
পি কে মানে কি? মাতাল? এখানে মাতাল অর্থেই এসেছে। একজন এলিয়েন যখন এখানকার সংস্কৃতি বুঝতে প্রশ্ন করছে তখন সে হয়ে যাচ্ছে মাতাল। তার প্রশ্ন গুলো অদ্ভুত লাগে সুস্থ মানুষের কাছে। কিন্তু আসলেই কি তারা সুস্থ? সবাই ধান্দা করছে। অর্থ কামাইয়ের উপায় হিসেবে যার যা ইচ্ছা করছে।
পি কের চলতে চলতে টের পায় সে জাজ্ঞুকে পছন্দ করে ফেলেছে। ঠিক তারপরই সে জানতে পারে জাজ্ঞু পছন্দ করে ইউসুফ কে। হৃদয় ভঙ্গের এই বেদনা পেতে হয়না এলিয়ানদের। কিন্তু পি কে এই বেদনা টের পায়। এটা এলিয়নকে মানবিক পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে। আর সে রপ্ত করে এই মানবিক গুণ। তা মিথ্যে বলা। মিথ্যে বলা মাঝে মাঝে যে কতটা জরুরী হয়ে পরে বা তা দোষের পর্যায়ে পরে না অথবা প্রেমের প্রকাশ লুকাতে যে মিথ্যা তা যে সরল তাই কি দেখাতে চাইলেন পরিচালক? প্রেম একমাত্র মানবিক গুণ যা লুকাতে মিথ্যা বলতে হয় তা এলিয়ন হলেও।
আমার কাছে যে দিকটি চোখে পড়েছে তা হলো, আমির খানের অভিনয় এর স্টাইল। এটা অনেকটা চার্লি চ্যাপলিনের মতো। চার্লি চ্যাপলিন যেমন সেই সময়ের সমাজের অসঙ্গতিগুলো নির্বাক চলচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন। রাজকুমার হিরাণীও তেমনি তুলে ধরেছেন ভারতের সমাজের বিভিন্ন অসঙ্গতি। তবে তা ধর্মীয় হয়ে গেছে। কেবল ধর্মীয় বিষয়কেই বেশি করে তুলে ধরেছে। আরো কিছু অসঙ্গতি যদি দেখানো যেতো যেগুলো ধর্মীয় নয় তবে এই যে এতো সমালোচনা হচ্ছে তা হয়তো হতো না।
এই ছবির গানগুলো হয়েছে অসাধারণ! আসুন দেখে নিই
১ চার কদম (সান আর শ্রেয়া ঘোষাল)
২ নাঙ্গা পোঙ্গা (শ্রেয়া ঘোষাল)
৩ ঠাকরি ছোকরো
৪ ভগবান কাহারে তু
৫ লাভ ইজ ওয়াস্ট অব টাইম
৬ দিল দরবাদার
ব্যস এই পর্যন্তই।
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই।
ভালো থাকুন। সব সময়।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬
খেলাঘর বলেছেন:
অপ্রয়োজনীয় লেখা
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সত্যি তাই।
ভালো থাকবেন, খেলাঘর।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩
ডি মুন বলেছেন:
লেখাটা খুব মন দিয়ে পড়লাম।
ভীষণ ভালো লাগল।
প্রেম একমাত্র মানবিক গুণ যা লুকাতে মিথ্যা বলতে হয় তা এলিয়ন হলেও।
------ হা হা হা, ভালোই বলেছেন।
পি কে দেখেছি। দুর্দান্ত অভিনয় করেছেন সবাই। গ্রেট টিমওয়ার্ক।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ডি মুন।
মুন, আমি চিন্তা করেছি। কেন ভালো লাগলো? এর উত্তরে কেবল পেলাম যা আমরা চিন্তা করি এমন যদি হতো তা যদি চোখের সামনে দেখি কেউ একজন করছে তবে তা না ভালো লেগে উপায় নেই। এমন সাহসী ছবি বলিউডে হয়েছে কিনা জানি না। তবে এটা অনেক অনেক সাহসের ব্যাপার।
ভালো থাকবেন। সব সময়। সময় এখন বিক্ষত। আমাদের অক্ষত থাকাটা অস্বাভাবিক, তবুও।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুভি দেখলাম। খুব ভাল্লাগছে। বক্তব্যগুলো প্রয়োজনীয়।
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সওয়াল করার এই প্রক্রিয়াটা আমার ভালো লেগেছে। এটা সক্রেটিসের ডায়ালগের জন্য। মানুষকে কেবল প্রশ্ন করা। এর উত্তর দিতে না পারলে এর উত্তর দিয়ে দেয়া। সমস্ত মতকে নিজের দিকে টেনে নেয়া। এটা এক কথায় চমৎকার।
এই অস্থির সময়ে সাবধানে থাকবেন। ভালো থাকবেন। সব সময়।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: বিস্তারিত সুন্দর একটা রিভিউ, খুব ভাল লাগল্
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন। সব সময়।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর একটা রিভিউ .. বলেও কিছু না বলার মজায়
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আসলেই আমি তেমন কিছু বলিনি। বলিনি ইচ্ছে করেই। আমি চাইছিলাম ছবিটি দেখার ইচ্ছাটা জাগিয়ে তুলতে। এর বেশি কিছুনা। আর এই ছবির ব্যাপারে যা বলবো তাই অনেক কম বলা হবে। তাই আপনি নিজেই দেখুন তারপর না হয় আপনিই বলবেন।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। ভালো থাকবেন। সব সময়।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
আবু শাকিল বলেছেন: মুভি দেখি নাই।
দেখতে হপে
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দেখুন। আশা করি ভালো লাগবে।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
আমি তুমি আমরা বলেছেন: মুভিটা ভাল লেগেছে। আপনার রিভউটাও ভাল লাগল
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।
ভালো থাকুন, সব সময়।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
শায়মা বলেছেন: ভাইয়া আমি দেখেছি
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
ধর্ম বর্ন জাত পাত সবই এক কোম্পানী থেকেই আসে!
ভগবান কাহারে তু
সবচেয়ে সুন্দর গান!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি কম করে হলেও ৭ বার দেখেছি। হিন্দি কম বুঝি, তাই যত বার দেখি ততই ভালো লাগে। মনে হয়, এই বুঝি কিছু নতুন করে কিছু বুঝলাম। অদ্ভুত!
ভালো থাকুন সব সময়।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাষাটা একটা প্রতিবন্ধক, এ বাদে ছবিটা বেশ উপভোগ করেছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাষা বুঝি কম। মানে পুরোপুরি বুঝিনা। এর উপর আঞ্চলিক হিন্দিতে করে। তাই বুঝতে আরো বেশি কষ্ট হয়েছে। তবে এই ছবি দেখতেও আনন্দ। গান গুলো চমৎকার।
ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। ভালো থাকবেন, সব সময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।