![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।। দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
আমার এক বন্ধুর ছোট ভাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে B.Sc in computer science and engineering পাশ করেছে। রেজাল্ট ভাল না। ৩ এর নিচে । ৩ বছর ধরে একটা কোম্পানিতে network engineer হিসেবে কাজ করছে।এখন আমার বন্ধুর ইচ্ছা তাকে Masters করানোর জন্য বা কাজের জন্য বাংলাদেশের বাইরে পাঠাবে। সে জন্য আমার কাছে হেল্প চেয়েছে , কিন্তু আমি কিছুই জানি না। তারা মধ্যবিত্ত , টাকা পয়সা মোটামুটি খরচ করতে পারবে ,তবে ওয়ার্ক পারমিট হলে ভাল হয় । তার TOFEL বা IELTS করা নাই। তার ৩ ভাই মালেশিয়াতে কাজ করে। তারা চায় সেখানে বা যে কোন দেশে পাঠাতে । কেউ এ ব্যাপারে জানলে একটু হেল্প করুন ।
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
দাদাজী বলেছেন: আমাকে একটু খুলে বোলবেন ?
আর কি ভাবে Apply করতে হয় , জানালে খুব উপকার হতো।
আমাকে মেইল করতে পারেন [email protected]
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি - বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)।
২০১৩ এর ইংরেজি নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতন জার্মানিতে উচ্চশিক্ষার উপর সেমিনারের আয়োজন করেছিল বিসাগ। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে নিজেদের বহুবছরের হেঁটে আসা চেনা-পথ থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের উপর নানান তথ্য তুলে ধরেন জার্মান প্রবাসী বিসাগের সদস্যরা।
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপসমূহ অথবা সফলভাবে জার্মানিতে পড়তে আসতে চাইলে যে ৭ টি কাজ অবশ্যই করতে হবে , কত টাকা খরচ হতে পারে, ঠিক কতটুকু জার্মান ভাষার পারদর্শিতা না থাকলেই নয় - এমন হাজারও প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:
ওয়েবসাইট: http://bsaagweb.de/
ফেইসবুক ফোরাম: http://www.facebook.com/groups/BSAAG/
ইউটিউব: http://www.youtube.com/user/BSAAG
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: বিদেশে পড়াশুনার জন্য যাবার আগে এই লেখা গুলো পড়ে যেতে বলেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
বাংলাদেশি বাংগালী। বলেছেন: iium sara onno jagai ash te bolen