নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই › বিস্তারিত পোস্টঃ

আপসহীন নেত্রীর আপসহীন কর্মকান্ড

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

এক কেজি ঢেড়স ১২০ টাকা, চালের দাম উদ্ধগতি, সবকিছু মানুষের ক্রয় সীমার বাহিরে চলে যাচ্ছে। দেশে দিনের বেলা চাপাতি দিয়ে মানুষ মারা হয়,সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাস. জনগন আর নিরিহ ছাত্ররা অসহায়, মানুষ খুন আর গুম, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিরোধী দলের ভূমিকায় বিশ্ব ব্যাংক, এত কিছু দেখে আমাদের চিরাচরিত নিয়মে আগামী দিনে বিএনপির ক্ষমতা যাওয়া ঠেকায় কে? একারনে হয়তোবা আমাদের আপোষহীন নেত্রী ফুরফুরা মেজাজেই ছিলেন মনে হয়। তেমন একটা আন্দোলনে তিনি যান নাই। অনেকটা নাকে তেল দিয়ে ঘুমানোর মত অবস্থা। এ শাহবাগটাই যত সমস্যা। এরকম সমস্যায় বিএনপির প্রতিষ্ঠার পর থেকে পড়েনি বলে মনেহয়, কোন দিকে যাবে? একদিকে দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র রাজাকার জামাত আরেক দিকে তরুন প্রযন্মের সাথে সারা বাংলার মানুষ। প্রথমে কোন মন্তব্য নয়, দেখি কি হয়, এবার মন্তব্য, এটা সরকারের কারসাজি, আবার মন্তব্য আমরা আন্দোলনের পক্ষে তবে, তবে তবে তবে....

অবশেষে খোলসমুক্ত করে বের হলেন,এবার সরাসরি আন্দোলনের বিরোধীতা। যারা আমার দেশের প্রতাকা পদদলিত করল, যারা শহীদ মিনার ভাঙ্গল, যারা সাধারন মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে খেলে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, যারা নানা ভ্রান্ত ফতোয়া দিয়ে দেশকে অস্থিতিশীল করে। যারা বলে, যারাই শাহবাগ যায় তারা নাস্তিক, ব্লগে লিখলে নাস্তিক, জামাত ছাড়া সব মোসলমানদের নাস্তিক বানানোর চেষ্টা,মহিলারা সব পতিতা, ফটোসপ করে মিথ্যা তথ্য প্রচার করছে। আমাদের আপসহীন নেত্রী তাদের সমর্থন দিলেন হাঙ্গামা করার। শাহবাগের আন্দোলন যে দিক থেকেই আসুক, এ আন্দোলনে সব স্তরের জনগনের সমর্থন আছে এটা আর বলার দরকার পড়ে না। ৪২ বছরের জজ্ঞাল কাটিয়ে আমরা চাই নতুন অহিংস বাংলাদেশ। বিএনপির একটা সুযোগ ছিল আন্দোলনকে সমর্থন দিয়ে ভন্ড প্রতারক মওদুদী রাজাকারী জামাতকে জেড়ে ফেলে দিয়ে নতুন প্রযন্মের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। তারা সেটা না করে, অবশেষে আমাদের দুভাগে ভাগ করার চেষ্টা করছে বলেই মনে করি।









মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, ১০ টাকার চাউল দেখলাম না আজও। আবুলের কথাটা না থাকায় একটা মাইনাস দিলাম

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৩

দাদুভাই বলেছেন: ভাই + বা - নিয়ে ভাবছি না, লিখেছিলাম ফেসবুকে ছোট করে একটু শেয়ার করব, দেখি কিন্চত বড় হইয়া গেছে তাই আর কি একটু চালিয়ে দিলাম। আমরা অনেক কিছুই দেখি না, যেমন বাংলাভাই মিডিয়ার সৃষ্টি, আবার চালের দাম ১০ টাকা এটা আমাদের সবচেয়ে শিখিত ডিগ্রীরগুনে ভারী প্রধান মন্ত্রী নাকি কখনোই বলেন নাই

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৪

টয় বয় বলেছেন:
-

সোনালী ব্যংক লুট!

পদ্মা সেতু গায়েব|

পিলখানা গণহত্যা নিয়া কিছু লিখছেন???


শাহ বাগে গিয়া খিচুরির জন্য লাইন দিলেই দেশ প্রেমিক হয় না, বুজলেন?!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

দাদুভাই বলেছেন: আগের কমেন্টসে আমি বলেছি, আরো অনেক কিছু লিখার আছে বা ছিল সরকারের ব্যর্থতার একটা হালকা টাস দিলাম আর কি। শাহবাগে কি খিচুরি দিতেছে নাকি? এটা আমরা জানি শাহবাগে খিচুরির লাইনে দাড়ালে দেশ প্রেমিক হওয়া যায় না। আরো
বুঝলাম আপনি অনেক বড় পন্ডিত,

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

মাথা নষ্ট সিপাহি বলেছেন: শেয়ার বাজার এ লুটপাট মনে হয় জামাত শিবির বা বিএনপির কাজ ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

দাদুভাই বলেছেন: এট ইন্টারনেটের যুগ কোন কিছু গোপন করা যায় না। শুধু শুধু নাজেনে আমি কাউকে দোষ দিতে রাজি নই, এটা সরকারের ব্যর্থতাই এখন পর্যন্ত বলতে হবে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

হতাশা বলেছেন: শাহ বাগে গিয়া খিচুরির জন্য লাইন দিলেই দেশ প্রেমিক হয় না, বুজলেন?!! !:#P B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

দাদুভাই বলেছেন: শাহবাগে কি খিচুরি দিতেছে নাকি? বুঝলাম আপনি অনেক বড় পন্ডিত,

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

সুইট টর্চার বলেছেন: আপনি যে বললেন সারা বাংলার জনগন শাহবাগের পক্ষে এটা ঠিক না। আপনি শাহবাগীদের মাঝে মশাল জ্বালিয়ে খুঁজলেও একটা এমন ভোটার পাবেন না যিনি আগে বি এন পি কে ভোট দিয়েছেন অথবা ভবিষ্যতে দিবেন। সুতরাং এত ভাবনার কিছু নাই। শাহবাগ মানে সারা বাংলাদেশ না। এর চেয়ে অনেক বেশী লোক আমরা শেয়ার বাজারে পুটকি মারা খেয়ে বসে আছি। সামনে যদি ইলেকশন হয় তবে দেখে নেব। আমরা প্রস্তত। এসব নাটক সাজিয়ে সরকারের ব্যার্থতা আপনারা যতই চেষ্টা করেন জনগনের চোখের আড়াল করতে পারবেন না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দাদুভাই বলেছেন: বাংলাদেশের শতকরা কত লোক শেয়ার ব্যবসা করে ? শেয়ার বাজার নিয়ে আমি আগে লিখেছিলাম, এটা অবশ্যই বেদনা দায়ক, যাদের লস হয়েছে তাদের চেয়ে আমার উপলব্দি বেশী হবে না এটাই সত্য। আপনি শাহবাগী বললেন, এটা আবার কী? শাহবাগ থেকে আন্দোলন শুরু হয়েছে মাত্র. এটা সারা দেশের প্রানের দাবী। আমার অনেক বন্ধু যারা বিএনপি করে তারা আপসহীন নেত্রীর জন্য অপেক্ংষায় নাই তারাও আজ শাহবাগের , সরকারেরে ব্যর্থতা আড়াল করার দরকার আমার নাই। আমি প্রথমেই বলেছি সরকারের কর্মকান্ড সম্পর্কে। সামনের নির্বাচনে আপনারা কি দেখিয়ে নিবেন, তারেক জিয়া মাসুম, সম্পূর্ন নির্দোষ, ফুলের মালা দিবে বরন করবেন। যা করার তাতো আপনারা করতেছেন, দেশের পতাকা পোড়ালেন

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

রূপসা ০০৭ বলেছেন: আপসহীন নেত্রী নামধারী বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুখোশ উন্মোচনের জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ। এতে করে জনগন তাদের কালো থাবা থেকে সতর্ক হওয়ার সুযোগ পাবে। খালেদা জিয়া তাদের কৃতকর্মের দায় বর্তমান সরকারের উপর চাপানোর যে অপচেষ্টা করছে তা জনগনই প্রতিরোধ করছে। জনসমর্থন হারিয়ে আপসহীন নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। মাথায় ঠান্ডা তেল মেখেও তার ঘুম ধরে না। ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে। যে কোন উপায়ে পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য দেশ-বিদেশের বহু প্রভুর কাছে ধরনা দিয়ে কোন আশার বানী না পেয়ে, এবার দলীয় সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়েছেন দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর জন্য, যাতে করে দেশবাসী তাদের সন্ত্রাসী কর্মকান্ডে ভীতসন্ত্রস্ত হয়ে আবার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনে। কিন্তু তার সকল অপচেষ্টাই রুখে দিয়েছে তরুন প্রজন্ম সহ সর্বস্তরের মানুষ। সুতরাং বিরোধী দলীয় নেত্রীকে বলতে চাই, সন্ত্রাসী ও রাহাজানি করে ক্ষমতায় আসার সুযোগ খুবই ক্ষীন। আশা করি এ ব্যাপারে আপনার শুভ বুদ্ধির উদয় হবে। তা নাহলে জনগন এবার হয়তোবা ইসলামের লেবাসধারী জামায়াতের ন্যায় আপনার রাজনৈতিক দল বিএনপিকেও এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবীতে অনড় অবস্থান নিবে বলেই আমার বিশ্বাস।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

দাদুভাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আলোচনা করতে চাচ্ছি না শুধু বলতে চাই, খালেদা হাসিনা দুইটাই এক, সব ধান্দাবাজ, আমাদের আবেককে পুজি করে তারা মসনদে বসতে চায়

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: খালেদা জিয়ার জিগোলোরা আসলে গোবর মাথায় নিয়ে ঘুরে। এরা কখনোই ভালো কোনো যুক্তি দিতে পারে না। মনে করে শেয়ার বাজারের ভোট দিয়েই তারা ক্ষমতায় আসবে, লোলজজজজজজজ....তার চেয়ে এরা মনে করে হাসিনাআর তার দলই হলো বাংলাদেশে দুর্নীতিবাজ আর জামাত ইসলাম হলো ফেরেশতা ক্যাটাগরীর আর বিএনপি হইলো অলী আউলিয়াদের কাতারে

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

দাদুভাই বলেছেন: হুম, ভালো বলেছেন, আমাদের সমস্যার শেষ নাই, এ আমলে আমরা কি দেখলাম, আপসহীন নেত্রী, তার বাড়ি আর ছেলে রক্ষার আন্দোলন করলেন। জনগনের জন্য কোন আন্দোলন হয় নাই। যে কারনে আমরা জনগনকে মাঠেও দেখতে পাইনি। অবশ্য জনগন কারা সেটাও এখন বুঝতে পারিনা। আকবরের উজিরের গল্পের মত গাদাকে দিয়ে কখনো ঘোড়ার কাজ হবে না।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

সুইট টর্চার বলেছেন: @রূপসা ০০৭: তা নাহলে জনগন এবার হয়তোবা ইসলামের লেবাসধারী জামায়াতের ন্যায় আপনার রাজনৈতিক দল বিএনপিকেও এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবীতে অনড় অবস্থান নিবে বলেই আমার বিশ্বাস।


বিয়াফক মজা পাইলাম!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.