![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।
বাশেরকেল্লা ঐতিহাসিকভাবে আমাদের কাছে সুপরিচিত একটা নাম। বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রতিক শহীদ তিতুমির নির্মান করেন এই বাশের কেল্লা। বর্তমানে ফেজবুকে বানানো জামাতী বাশেরকেল্লা ফেজটা এখন সবার জানা। নানা প্রপগান্ঢা আর মিথ্যা তথ্য প্রচার করার কারনে, এখন এটাকে অনেকে ঘাষের কেল্লা বা বালের কেল্লা বলে থাকেন। জামাতীদের ভন্ডামীর কারনে এখন ঐতিহাসিক বাশেরকে্ল্লার অপমান করা হচ্ছে। এই হচ্ছে জামাত। যারা একটা ভালো জিনিসকে নষ্ট করে দেয়।যেমন জামায়াতে ইসলাম নাম ধারন করে ইসলামকে জামায়াত করার বদলে ভন্ড মোওদুদীবাদ জঙ্গীবাদের জন্ম দিচ্ছে। তারা কথায় কথায় জিহাদের কথা বলে শান্তি প্রিয় মুসলমানদের মাঝে একধরনের উগ্রবাদের প্রচার করছে। আমরা কখনো এদের জামায়াতে ইসলাম বলতে পারি না কারন তাদের আছে ইসলামের লেভাস। তারা হয়ত আমল করে কিন্তু তাদের ইমান ঠিক নাই। তাই তাদের শুধু জামাতই বলাই শ্রেয় মনে করি।। ঐতিহাসিকভাবে দেখা যায়, জামাত ভালো একটা ব্যপারকে নষ্ট কের দেয়। ৭১ সালে জামাত আল বদর, আল শাসস সহ নানা নাম ধারন করে, হত্যা, নির্যাতন, ধর্ষন, কি বরে নাই তারা। ইসলামে বদর যুদ্ধের ইতিহাস আমরা জানি, অথচ এ জামাত বদর নাম ধারন করে যত আকাম করল। আল শামস মানে তারকা। এই নাম ধারন করে জামাত কি করে নাই ৭১ সালে। রাজাকার মানে সাহায্যকারী। এখন রাজাকার মানে একটা গালি। এখন মনে হচ্ছে মানুষ জামাত শব্দটাকে একটা গালি হিসাবে ব্যবহার করে এবং করবে।
২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১১
দাদুভাই বলেছেন: ধন্যবাদ..
৩| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা।
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
দাদুভাই বলেছেন: aponar kichu bolar thakle bolten
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা।