নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

দাদুভাই › বিস্তারিত পোস্টঃ

খবরে, আন্দোলনে না থাকলেও আল্লামা শফি আজ দেশে বিদেশে কারনে অকারেন

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

আল্লামা শফিকে ইদানীং বেশী একটা দেখা যায় না। আন্দোলনের কথা বললেও বিএপির মতই হেফাজতের অবস্থা। হুংকার আর হুংকার , বাঘের হুংকার কিন্তু বাস্তবতা হইল মিঞাও মিঞাও। একটা বিড়ালের বাচ্চা মনে হইল। এ কথা শুনিয়া আমার পাশের জন বলতেছেন আরে না ও একটা শুওরের বাচ্চা। বাদ দেই উনি কিসের বাচ্চা আমাদের এ নিয়ে মাতিয়া লাভ নাই। গত কিছুদিন যাবত আমরা দেখলাম বিএপির সর্বাত্মক আন্দোলন শুরু হচ্ছে, আমরাও উৎকন্ঠায় ভয়ে আছি না জানি আবার কে লাশ হয়। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আমদের কাউকে লাশ হইতে হয়নাই এখনো হুংকারেই আছে। শুধু ভয়ে আছি কখন আবার কি হয়ে যায়। সে সাথে আল্লার কাছে প্রার্থনা তারা যেন হুংকারেই থাকে। আবার যেন কোন ছোট শিশুকে চকলেটের লোভ দেখিয়ে রাস্তায় না নামায়।

যাই হোক আল্লামা শফির কথা বলছিলাম। তিনার তেতুল তত্ব আজ আকাশে বাতাসে, রনে বনে জঙ্গলে। সময়ে অসময়ে কারনে অকারনে দেশে কিংবা বিদেশে আজ তিনাকে আমাদের মনে পড়ে।

পুরো ইউরোপ জুড়েই এখন প্রচন্ড গরম। ৩০ থেকে ৪০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা । এ তাপমাত্রা আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও ইউরোপীয়ানদের কাছে মাত্রাত্রিক্ত। এখানকার পুরুষের ছেড়ে মহিলারাই মনে হয় গরমে বেশী অতিষ্ঠ। যে কারনে তারা কথনো সাগরের পাড়ে আবার কখনো পার্কে পুরো খালি গায়ে বা xx ষ্টাইলে থাকাতে বেশী স্বাচ্ছন্দবোধ করেন।

এখন রাস্তা ঘাটেরও একই অবস্থা। তিনাদের এমন অবস্থা দেখে আমার এক বড় ভাই , ইতালী বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান ভাই তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, চারদিকে শুধু খোলস বিহীন তেতুল।

এ দূর পরবাসেও আল্লামা শফির তেতুল তত্ব মনে পড়ে যায়। এর বেশী ব্যখ্যা করার দরকার নাই। আবার যদি ১৮ প্লাস হইয়া যায়।

আরেকটা ঘটনা বলি, সেদিন একজনের বাসায় দাওয়াতে গেলাম। নানা আয়োজন ছিল আমাদের জন্য। বহুদিন পরে দেশীয় আমেজে পেট ভরে খাইলাম। খাওয়ার শেষ প্রান্তে এসে মনে না করতে চাইলেও আল্লামা শফিকে মনে পড়ল। কারীর মাঝে দেখি তেতুলের দানা। আমাদের জন্য যে রান্না করা হয়েছে তাতে মুরগীর ফ্রাইতে দেখলাম তেতুল মিক্স, আমার মুখে আর কোন কথা আসতেছেনা। আমি কি বলবো বুঝতেছিনা। সবাই জিজ্ঞায় কি হইছে আমার, তাদের কি করে বুঝাই, আমারে তেতুল রোগে পাইছে। আমার মাঝে উদ্ভব চিন্তা ভর করছে। ঘটনা আর না , পরিশেষ বলি হে আল্লামা শফি, আপনে আজ সব প্রান্তে, আপনে আন্দোলন না করলেও মানুষের মাঝে আন্দোলন চলতে থাকে। আপনার তত্ব আজ সারা আকাশে বাতাসে, রনে বনে জঙ্গলে। সময়ে অসময়ে কারনে অকারনে দেশে কিংবা বিদেশে আজ আপনেকে আমাদের মনে পড়ে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.