![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।
জননেত্রী এমনিতেই শিক্ষা দীক্ষায় দেশনেত্রী থেকে বহুগুন এগিয়ে আছেন এটা নিয়ে আর বলার দরকার নাই।
ক্ষমতায় টিকে থাকার জন্য আপসহীন নেত্রী কত চেষ্টাই না করেছিলেন। বিচারপতির চাকরির বয়সসীমা পরিবর্তন, রাষ্টপতিকে তত্বাবধায়ক সরকার প্রধান বানানো কত ছকই না করেছিরেন দেশনেত্রী। এবার জননেত্রী এত সব ঝামেলায় না গিয়ে সরাসরি নিজের অধিনেই নির্বাচন দিলেন।
দেশনেত্রী দেশদ্রোহী ভন্ড রাজাকার জামাতকে নিয়ে সরকার গঠন করেছিলেন আর জননেত্রী ভন্ড স্বৈরাচারকে নিয়ে সরকার গঠন করেন।
দেশনেত্রী অপারেশন ক্লিন হাট এবং ক্রস ফায়ারের নাম করে কিছু ছোট খাট বিরোধী মাস্তানকে খতম করেন, এবার জননেত্রী ছোট খাট বাদ দিয়ে বড় বড় মাস্তানকে গুম করে বুঝিয়ে দিলেন তিনিও কম পারেন না।
আলীগের অফিসে হামলা হয়েছিল দেশনেত্রীর সময়ে এবার জননেত্রীর সময় বিএনপি অফিস কাউকে ঢুকার সুযোগই দেন নাই, দু একবার হামলাও দেখেছি।
বিরোধী দল বিহীন নির্বাচন করে দেশনত্রী কয় একদিন ক্ষমতায় ছিলেন এবার জননেত্রীর কত বছর ক্ষমতায় থাকতে পারেন আর এক্ষেত্রে কতটুকু ছাড়িয়ে যেতে পারেন তার অপেক্ষায় রইলাম
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৯
দূর আকাশের নীল তারা বলেছেন: তারপরও মনে হয়, এই দুই মহিলা তাদের পুত্রদ্বয় থেকে এখনও ভাল। রাজপুত্র তারেকে খেল দেখে আতঙ্কিত হতে হয়েছে।