নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

মোবাইল কলে সারচার্জ বসছে !:|:|:|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮





বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য বিভিন্ন খাত থেকে সারচার্জ আদায় করবে সরকার।



এরই অংশ হিসেবে মোবাইল ফোনে কথা বলার ওপর সারচার্জ বসবে।

গাড়ি,কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন বিলাসী পণ্য আমদানিতে বাড়ানো হচ্ছে শুল্ককরের হার।

কোমল পানীয়-জাতীয় পণ্যের ওপর বসানো হচ্ছে মূল্য সংযোজন কর (ভ্যাট)।



পাশাপাশি আরও কোন কোন খাতে আয়কর,শুল্ককর ও ভ্যাট আরোপ করে পদ্মা সেতুর অর্থায়ন নিশ্চিত করা যায়,সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নীতিনির্ধারণী মহল কাজ করছে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।









View this link

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: আগে রাজাকারের ফাঁসি চাই,তারপর পদ্মা সেতু,,,,,,,,,,,,,,,,,

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

দাদুচাচা বলেছেন:
ঠিক কথা।
সহমত।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

এম আর সুমন বলেছেন: আওয়ামী লীগ দেশের ও জনগনের শত্রু।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

নীলতিমি বলেছেন: সবার এদেরও ফাঁসি চাই । এদের কারণেই রাজাকাররা আজ মুক্তবেশে ঘুরে বেড়ায় ! X( X(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

দাদুচাচা বলেছেন:
আসুন সব্বাই মিল্লা
মুবাইল প্রজন্মদের নিয়ে আন্দোলনের ডাক দেই।
হা...হা.....হা.......

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

দাদুচাচা বলেছেন:
মোবাইল ফোন ওয়ালারা যেভাবে আমাদের পকেট চুষে খাচ্ছে,তাতে আমরা এমনিতেই পকেটহীন হয়ে যাচ্ছি। তার উপর যদি আরো সারচার্জ নামক নতুন খাদকের আবির্ভাব হয়, তাহলে তো আমাদের পকেটে তালি দিলেও পকেট রক্ষা হবে না ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

চারশবিশ বলেছেন: এটা দেখতে পারেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

দাদুচাচা বলেছেন:
আপনার লিখাটি পড়লাম। ধারুন, মজা পেলাম।

ভাল থাকবেন।
সুস্থ থাকবেন।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

টুরিস্ট আশরাফুল বলেছেন: হালারা যা ছুরু করলো না,দেশটারে খাইয়া দিবো,কয়ডা আবুলের লেইগা দেশের মানসের বাঁশ উপর দিয়া কচি বাঁশ যাইতাছে X( X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.