নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অধম।

দাদুচাচা

আমি মানুষ।

দাদুচাচা › বিস্তারিত পোস্টঃ

আপনার সিমটি কি ক্লোন হয়েছে ?:|/:):|

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬





► সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার।



► ১- সিম ক্লোন কি?



একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।



► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের



আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।



► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?



সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।





► লক্ষ্য করুন———–

* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।



* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।



► সতর্ক হবেন যেভাবে-



* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।



* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।



* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।



* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

শ।মসীর বলেছেন: কোন নাম্বারে কল করার মাধ্যমে অন্য কেউ আমার ডাটা কপি করে নিবে এটা অসম্ভব । ফোন কলের মাধ্যমে ভয়েস ডাটা ছাড়া অন্য ডাটা আদান প্রদান হবার কোন সুযোগ নেই।

আপনি যদি ইন্টারনেটে কানেক্ট থাকেন তাহলে কোন ভাইরাস/ স্পার্ম দ্বারা আপনার মোবাইল যদি হেক করা সম্ভব হয় তাহলে হয়ত সম্ভব, শুধু কল করে এটা সম্ভব নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

দাদুচাচা বলেছেন:
আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন।

ইটিভি-তে বিস্তারিত প্রতিবেদন দেখিয়েছে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়োপযোগী পোষ্ট।

সচেতনতার জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

জিয়া চৌধুরী বলেছেন: জনগুরুত্বপূর্ন পোষ্ট। জাযাকাল্লাহ।

পোষ্ট স্টিকি করে পোষ্টদাতাকে সহ ঝুলাইয়া রাখা হউক

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

দাদুচাচা বলেছেন:
নন্দঘোষ তো কোন দোষ করে নাই,
তারে ঝুলানো কি ঠিক ?

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

বলেই ফেলি বলেছেন: শ।মসীর বলেছেন: কোন নাম্বারে কল করার মাধ্যমে অন্য কেউ আমার ডাটা কপি করে নিবে এটা অসম্ভব । ফোন কলের মাধ্যমে ভয়েস ডাটা ছাড়া অন্য ডাটা আদান প্রদান হবার কোন সুযোগ নেই।

আপনি যদি ইন্টারনেটে কানেক্ট থাকেন তাহলে কোন ভাইরাস/ স্পার্ম দ্বারা আপনার মোবাইল যদি হেক করা সম্ভব হয় তাহলে হয়ত সম্ভব, শুধু কল করে এটা সম্ভব নয়।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

আল ইফরান বলেছেন: শ।মসীর বলেছেন: আপনি যদি ইন্টারনেটে কানেক্ট থাকেন তাহলে কোন ভাইরাস/ স্পার্ম দ্বারা আপনার মোবাইল যদি হেক করা সম্ভব হয় তাহলে হয়ত সম্ভব, শুধু কল করে এটা সম্ভব নয়।
:-B B-)) ;) :P =p~

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
২০০৬ এর আগে কেনা সিম ক্লোন করা সম্ভব ছিল, বর্তমানে তা সম্ভব না

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

আনোয়ার আলী বলেছেন: যাযাকাল্লাহ +++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

দাদুচাচা বলেছেন: ধন্যবাদ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

ফারজুল আরেফিন বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন: ২০০৬ এর আগে কেনা সিম ক্লোন করা সম্ভব ছিল, বর্তমানে তা সম্ভব না

আমার সিম তো ২০০৩ এ কেনা। তাহলে কি আমারটা.....

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই রিমোটলি(দুর থেকে) সিম ক্লোন করার কোন সিষ্টেম নাই!
সিম ক্লোন করার জন্য দুইটা জিনিস দরকার, imsi এবং authentication key (Ki)। ফোন কলের মধ্যে imsi নম্বার থাকতে পারে কিন্তু Ki টা থাকে না!
Ki can only be discovered electronically using a SIM duplicator।
তার মানে আমার সিম এবং ঐ ডিভাইসের(SIM duplicator) মধ্যে ফিজিক্যালি সংযোগ দরকার।

+92 এর নম্বার থেকে আমার কাছেও মিসড কল আসছিলো, কলব্যাক করি নাই(কাউরেই করি না!), ওটাতে কলব্যাক করলে ব্যলান্স ফাকা হয়ে যায় কথা সত্যি, কিন্তু সেটা সিম ক্লোন করে না, যাষ্ট একটা VAS(Value added Service) ইউজ করে,
মনে আছে মোবাইলে ওয়েলকাম টিউন সেট কারার জন্যা একটা নম্বারে ফোন দিতেন, তারপর ১/২ বাটন চাপার পরে আপনার একাউন্ট থেকে ১০/৩০টাকা কেটে নিতো? অথবা মোবাইল থেকে অমুক নম্বারে মেসেজ পাঠাইলে ২০/৫০টাকা দান করা যাইতো?

+92 সিরিজের নম্বারে ফোন দিলে, আপনারে কিছু বলা ছাড়াই আপনারে একাউন্ট থেকে ১০০/২০০ কেটে নিবে, অথবা আপনাকে একটা মান্থলি প্যাকেজে এ্যাড করে দিবে যার মাধ্যমে প্রতি মাসে ১০০/২০০ টাকা করে কেটে রাখবে।

সিম ক্লোনিং হলে সে আপনার ব্যালেন্সটা কিভাবে ইউজ করে?
কল করে? কল ডিটেইলস বের করলেই ধরে ফেলতে পারবেন, ৩০ পয়সা করে কলরেটে আপনার ২০০/৩০০ টাকা খরচ করতে হ্যাকারে খবর হয়ে যাবে, সবচেয়ে ভালো হয় যদি আপনার ঐ ব্যালেন্সটা হ্যাকার ক্যাশে কনভার্ট করতে পারে, আপনেই বলেন সেটা কিভাবে সম্ভব আপনার কাছে ধরা না খাইয়্যা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.