![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু'র নুতন ভার্সনটি তেমন সুবিধাজনক মনে হচ্ছে না।
পূর্বের ভার্সনটিই ভাল ছিলো।
পূর্বের ভার্সনটি ব্যবহার করার সুযোগ আছে কি ?
২| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:৪১
আমি বন্দি বলেছেন: সহমত একটি পোস্ট দিতে প্রায় ৭ এমবি খরচ করতে হয় ।
৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৫
শৈবাল সামি বলেছেন: আমার কাছেও নতুন ভার্শনটা ভাল লাগছে না।
৪| ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৭
সুমন কর বলেছেন: এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, ভাল নাকি খারাপ !!
তবে পুরোনোটি ভাল ছিল।
৫| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:২০
আজকের বাকের ভাই বলেছেন: আমার কাছে ভালই লাগে।
কারণ আগের ভার্সটিতে আমি ছবি দিতে পারতাম না, অনকে কষ্ট করতে হতো। পরে ছবি দেওয়াই বাদ দিসিলাম, কিন্তু নতুন ভার্সনে ছবি দিতে কোন সমস্যা নেই।
তবে নেট খরজ বেশী হয় তা ঠিক, আর অটো রিলোড নেয়। নটিফিকেশন দেখতে কষ্ট হয় কিছুটা।
৬| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:১৩
রাখালছেলে বলেছেন: ভাই মাফ চাই । আধুনিক হওয়ার যদি এই নমুনা হয় তাহলে মাফ চাই । এত জঘন্য এর লুক আর এর আচার আচরন । এখন সামুতে আসতেই ভয় লাগে ।
৭| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:২৩
দাদুচাচা বলেছেন: মন্তব্য করার জন্য সকলকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ দুপুর ২:১৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: আর কোন সুযোগ নাই,