নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

۩ ভালো থাকুন সবসময় সবখানে। ۩

অনন্য দায়িত্বশীল আমি

জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই

অনন্য দায়িত্বশীল আমি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ কোটা

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩



অল্প কিছু লোক বাদে, দেশের সারে সাত কোটি মানুষই ছিলো মুক্তিযুদ্ধের সপক্ষে, যুদ্ধে কারো সরাসরি অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, কারো হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সকলেই (সুবিধাবাদী কিছু লোক বাদে, যারা এখনো পর্যন্ত যুদ্ধটাকেই মেনে নিতে পারেনি)

সেই দেশের কাউকে কোটা পদ্ধতির মাধ্যমে আলাদা করে সুযোগ দেয়ার কি প্রয়োজন পরলো সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারলামনা, যোযুদ্ধাহতদের বিষয় আলাদা (যারা যুদ্ধে পঙ্গুত্ব বরণ করেছে) এছাড়া যারা সুস্থ স্বাভাবিক, তারা যে যার যোগ্যতা অনুযায়ে প্রতিষ্ঠা পাবে এটাইতো স্বাভাবিক।

পৃথিবীর অনেক দেশেই যুদ্ধ হয়েছে কিন্তু এমন নজির কোথাও আছে বলে অন্তত আমার জানা নেই, বরং যুদ্ধপরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের একত্রিত করে মেরে ফেলার মতো নজির পৃথিবীতে আছে, আমাদের দেশে সবকিছু নিয়ে এতো বাড়াবাড়ি কেনো?

সারে সাত কোটি বাঙ্গালী আজ সতের কোটিতে পরিণত হয়েছে, সকলেই দেশের সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার রাখে এবং সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, কেউ কোটা নিয়ে থাকবে, কেউ লোটা নিয়ে থাকবে, আর কেউ ছোটাছুটি করবে এটা হতে পারেনা।

সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলবো, দেশের স্বাভাবিক গতিধারা অব্যাহত রাখার স্বার্থে, অনতিবিলম্বে, কোটা পদ্ধতি বাতিল করে, সকলের নাগরিক সুবিধা সহ রাষ্ট্রীয় অধিকার রক্ষায় চলমান আন্দোলকে গুরুত্বসহকারে বিবেচনা করা হউক।
















রহমান শিহাবীর ফেবু স্ট্যাটাস থেকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: কোটা দলের স্বার্থ সংরক্ষণের অন্যায় পথ।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: রাজীব ভাই কোটা নিয়ে লেখায় কেউ মন্তব্য করতে চাচ্ছেনা; পাছে যদি রাজাকার হয়ে যায়!

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: কোটা সিস্টেমটটা শাঁখের করাত।এ কোনো দিন ওঠার নয়।শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এখনতো লোকজন বলছে - আর নয় সংস্কার, এখন চাই বিলোপ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ তাজুল বলেছেন: মুক্তিযুদ্ধারা কখনো কোটার জন্য যুদ্ধ করেননি। যুদ্ধের পরও তারা এই কোটার কথা স্বপ্নেও ভাবেননি। কিন্তু পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধাদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে তারাই এই কোটা পদ্ধতি চালজ করেছে।

এই কোটা পদ্ধতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একদম ঠিক বলেছেন। এই কোটা পদ্ধতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.