![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিশার নামে এক ব্লগারের পোস্ট এর প্রেক্ষিতে কিছু issue আমি share করতে চাচ্ছি।
দিশার এর গ্যান - (ঘ্যানঘ্যান)
Click This Link
আমার গ্যান - (প্যানপ্যান)
ভাই, ১৪০০ বছর আগের সমাজব্যবস্থার সাথে এখনকার সমাজব্যবস্থা তুলনা করে কোন সিদ্ধান্তে পৌছানোটা প্রশ্নসাপেক্ষ একটি বিবেচনা। মেয়েমানুষ সহবত করার জন্য, হুর পাবার জন্য উনারা জিহাদে গিয়েছেন -এটা আমার কাছে হাস্যকর মনে হয়। মক্কা বিজয়ের পর তো তাহলে আর জিহাদের প্রয়োজন ছিলোনা। উনারা সব মক্কী মহিলাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে নিতেন। তাহলে এর পরবর্তী যুদ্ধ ( ultimately a lot of blood and dead bodies of both group) -গুলোতেও সাহাবাগন কিসের লোভে অংশ নিয়েছিলেন? আপনি কি যেতেন নিজের নিরাপদ আবাস ছেড়ে মৃতু্যর ঝুঁকি নিয়ে মেয়েমানুষ সহবত করার অনিশ্চিত প্রত্যাশার দিকে?
তখনকার মূল ফোকাস ছিল 'আল্লাহর একত্ববাদ' প্রতিষ্ঠা, আর বাকী সব উপজাত হিস্টোরী ; যেমন এখন শাগবাগে মূল ফোকাস হচ্ছে 'ফাঁসি চাই', বাকী সব দাবীকে, ঘটনাকে ছাপিয়ে।
ভাই, জানার চেষ্টা না করে criticism এর চেষ্টা করাটা কেবল কিছু কনফিউশন ছড়ানোর প্রচেষ্টা। "মানুষ বিতর্কপ্রিয়"_আল কুরআনে বলে দেয়া আছে। যারা সুপথগামী হবার তারা এমনিতেই হবে, বিপথগামীরাও ভাগ্যবান কারন তাদের কারনে বিশ্বাসীরা ঈমানের পরীক্ষা দিতে পারে । ভাই, আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগের রাতে মুসলিম হয়, তার আগের সব যুদ্ধে সে ছিল মুসলমানদের against এ Barcelona'র Messi,
কুরআনের একটা interesting আয়াত বলি আপনাকে, (আমি সূরা বা আয়াত নং বলতে পারবো না, হুবহু আয়াতটি ও না, জানার ইচ্ছা থাকলে নিজে খুঁজে নিন....lol) যার মূল বক্তব্য অনেকটা এরকম- "(আল্লাহ বলছেন) দুনিয়ার সমস্ত মানুষও যদি আমাকে অস্বীকার করে তবুও আমার কোন লাভ-ক্ষতি নেই, তবে জেনে রেখো যে অবশ্যই আমি প্রত্যেকের কৃতকর্মের জন্য জবাবদিহিতা গ্রহন করবো।"
আমার বাপেও যদি এরকম Threat দিতো আমি চরম ভয় পাইতাম....
মুখবন্ধ : এই পোস্টের কোন defense আমি করতে পারবো না কারন আমি ব্লগ এ আসি অনেকদিন পরপর।মানুষে-মানুষে শব্দগত, অর্থগত, ধারনাগত, বোধগম্যতাগত, শিক্ষাগত, শিক্ষনগত, পরিস্থিতিগত পার্থক্যের কারনে পোস্টটির বিভিন্ন রকম অর্থ দাঁড় করানো হতে পারে, তার জন্য আগেই Sorry চেয়ে নিচ্ছি।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
দিশার বলেছেন: ১) আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা তা বোকামি , তাই আপনার পোস্ট নিয়ে তুলছি ,সীকার করলেন যে, ইসলামী বেবস্থা মান্ধাত্তার আমলের, আজকালকার যুগে অচল ?
২) মক্কা বিজয়ের পর কেন জেহাদ করে করে দেশ এর পর দেশ যে যুদ্ধ করতে গেসে আরবের বেদুইন রা বুঝেন না? "ইসলাম" যে শান্তির ধর্ম তা প্রচার করতে, আরে ভাই, ধন সম্পত্তির লোভ য়ে গেসে! এত টুকু জ্ঞান ও নাই! পারস্য তখন ধন দৌলত এর শিখরে , সিরিয়া তখন ধন ও ধান্যে পস্প ভরা অবস্থা , আর মরভূমির বেদুয়িন রা খালি সংগঠিত হতে না পারার কারণে ওদের ধন সম্পত্তি তে হামলা করতে পারত না!
ইসলামী চেতনায় (পরেন উগ্র আরব জাতীয়তাবাদ) এক পতাকার নিচে আইসে , যুদ্ধে চলে গেসে . একের পর এক দখল করসে, সিরিয়া, পারস্য, স্পেন ইত্যাদি। ইতিহাস এর ক্লাস ১ , ২ এর বাচ্চা রব তো জানে এসব ইতিহাস .
৩) শান্তির পর শান্তি দিয়ে , দেশ এর পর দেশ দখল করসে .
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭
েরাদ্দুর বলেছেন: আপনার গ্যানের বহর দেখে আমি অভিভূত ভাই। আমি আপনার পোস্টগুলো আগে দেখিনি; তাহলে এ পোস্ট দিতাম না।
যা ই হোক, আপনাকে যেটা বললে খুশী হবেন সেটা বলি- 'ভাই আপনি তো আমার চোখ খুলে দিছেন, আজকে খেকে আমি নাস্তিক হয়ে গেলাম'।
নিন এবার খুশীতে বগল বাজান।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
চ।ন্দু বলেছেন: আপনার বক্তব্য অপরিস্কার। আপনি বলেছেন সবকিছু ছাপিয়ে শাহবাগের একটা দাবী ফাঁসি চাই- এবং কেন এমনটা তা আপনি বুঝতে পারেননি বলেই আপনার এত কথার অবতারণা। সংক্ষেপে বলি- একজন খুনীর কি শাস্তি দেশের আইনে আছে বা ইসলামে আছে? দেশের আইনে খুনীর শাস্তি হল মৃত্যুদন্ড। আর ইসলামিক আইনে স্বেচ্ছায় নরহত্যার শাস্তি শিরোচ্ছেদ। তাহলে কাদেরের ৩৪৪ প্রমাণিত খুনের শাস্তি দেশীয় আইনে কিভাবে যাবজ্জীবন হয়? শাহবাগের দাবী সেটাই। উপযুক্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদন্ড।