নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্বপ্নবাদী।স্বপ্নের কথা বলি।আমার স্বপ্ন,চারপাশের মানুষের স্বপ্ন... ....কখনো কখনো অনেকের স্বপ্ন নিজের বলে মনে হয়। আমি সবার স্বপ্নের কথাই বলার চেষ্টা করি।
ঘরে ফেরার ক্লান্তিতে
নিচু হয়ে আসে দিগন্ত হতে শঙ্খচিল
থর থর করে কাঁপে ডানা
বাতাসে, নাকি মহাকালের অমোঘ শ্রান্তিতে?
পেছনে যা ফেলে আসে-
চরাচরময় দীর্ঘশ্বাসের স্মৃতি
ধরতে না পারা পোনার ঝাঁকের ঝিলিক
চোরা শিকারীর পেতে রাখা ফাঁদ
আর দরিয়া পাড়ের মেয়ের চকিত চাহনী।
আর কতদূর যাবে হে
আর কতদূর উড়বে তুমি
অবিশ্বাসের ভারী বাতাস কি তোমায় নত করেনা?
বিশ্বাসঘাতক আকাশ কি ছুড়ে দেয়নি তোমায়
ঝঞ্জা বিক্ষুদ্ধ অচেনা পরপারে!
এতটুকু সুখের আশায়
আর কত নিজেকে নি:শেষ করবে সোনালী বিকেলে
চুপসে যাওয়া ফানুশেরা
কালো ঢেউয়ের সে অবারিত সাগর
গুহায় ঘটিত রতিক্রম
আর কত শত ফোঁটায় ঝরা বৃষ্টি-
তোমার অবগাহনের শেষ কোথায়?
কার লাইটহাউজ তোমাকে পথ দেখায়?
কোন সে গিটারের সপ্তসুর
তোমার প্রেম ধীরে মুছে দেয়?
ঝড়োবাতাসে সবই উড়িয়ে নেয়
শুধু পড়ে থাকে দ্বিমুখি বা্লুকাবেলায়
এক অবিশ্বাসের ঘায়ে ক্ষয়ে যাওয়া নুড়ি পাথর।
১২/০৮/২০২৩
জার্মানি
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: না। আমি বাঁধন। পাপতাড়ুয়া আমার ছোট ভাইয়ের মত
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো বাসার নুরী পাথর।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: নুড়ি পাথরের মত পড়ে রই বালুকা বেলায়
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুটি কবিতা পড়লাম, দুটিই অনবদ্য। নিয়মিত লিখবেন।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৩
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য ও পাশে থাকার জন্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭
বিজন রয় বলেছেন: আপনি পাপতাড়ুয়া না?
আরে বাসসসস!!