নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্বপ্নবাদী।স্বপ্নের কথা বলি।আমার স্বপ্ন,চারপাশের মানুষের স্বপ্ন... ....কখনো কখনো অনেকের স্বপ্ন নিজের বলে মনে হয়। আমি সবার স্বপ্নের কথাই বলার চেষ্টা করি।
বসফরাসের পাড়ে ঝিরি ঝিরি বৃষ্টিতে আকন্ঠ অবগাহনে যে তোমারে আমি আমার কইরা নিছিলাম পাখি, আজ আমি সেই তোমারে দান কইরা দিলাম। কপালে তুমি ছিলা না, সেটা যদি আগে জানতাম, আমি এই বিষে জর জর হইতাম না, জানো? তুমি অন্য কারো নসীবে লেখা আছো পাখি, আমি তো তোমারে পাইলাম না, আমার মৃত্যুযাত্রাও কখনো তোমারে ঠেকাইতে পারেনাই, তাই আমিই তোমারে দান কইরা দিলাম।
রমজান মাস, ঈদুল ফিতর, ফিতরা আদায় করে মানুষ। সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দেয়। আমি আমার সম্পদের পুরোটাই নাহয় দান কইরা দিলাম, তোমার চেয়ে বড় সম্পদ আর আমার জীবনে কি-ইবা ছিলো পাখি, আমি সেই সম্পদের একশত ভাগই দান কইরা দিলাম। আমি আমার জন্য কিছুই রাখলাম না। তোমারে আটকাইলামও না। তুমি যাইবা যদি পুরাটাই যাও। ভিখিরির মত হাত বাড়ায়ে তোমারে কতবার মাঙছি, আর চামু না। আজ থিকা তোমারে চাওয়া ছাইড়া দিলাম পাখি।
আমি দোয়া করি, তুমি যার কাছে যাবা, সে যেন তোমারে আমার চেয়েও বেশি ভালোবাসে। তোমারে সে যেন এতটুকু কষ্ট না দেয়। তোমার যেন সেই মানুষটার বুকের ভেতর শুয়ে আমার কথা মনে না পড়ে। সেই মানুষটা তোমারে এতটাই ভালোবাসুক পাখি, তোমার হৃদয় থেকে আমার সকল স্মৃতি যেন পুরোপুরি মুছে যায় পাখি।
আমার বুকের রক্ত হোক তোমার পায়ের আলতা, আমার চোখের পানি হোক তোমার স্কিন টোনার, আমার না ঘুমানো রাতের তারারা হোক তোমার অলঙ্কার পাখি, তোমার সিথিতে যে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, ওখান থেকে নেমে সে জুড়ে বসুক তোমার ঠোঁটে, সিঁদুররঙ্গা লাল ঠোটের আত্মবিশ্বাস নিয়ে , রাতের তারার অলংকার পরে, চোখের পানির স্কিন টোনার মেখে, আমার বুকের রক্তের আলতা মাড়িয়ে তুমি যাও তোমার সন্তান যার কাছে চাও, তার ঘরে। আমি তোমারে হাসিমুখে বিদায় দিলাম।
২১ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৫
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৪ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৩৩
মিরোরডডল বলেছেন:
আমার বুকের রক্ত হোক তোমার পায়ের আলতা, আমার চোখের পানি হোক তোমার স্কিন টোনার, আমার না ঘুমানো রাতের তারারা হোক তোমার অলঙ্কার পাখি, তোমার সিথিতে যে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, ওখান থেকে নেমে সে জুড়ে বসুক তোমার ঠোঁটে, সিঁদুররঙ্গা লাল ঠোটের আত্মবিশ্বাস নিয়ে , রাতের তারার অলংকার পরে, চোখের পানির স্কিন টোনার মেখে, আমার বুকের রক্তের আলতা মাড়িয়ে তুমি যাও তোমার সন্তান যার কাছে চাও, তার ঘরে। আমি তোমারে হাসিমুখে বিদায় দিলাম।
হাসা উচিত নয় কারণ বিষয়টা দুঃখজনক কিন্তু শেষ প্যারা পড়ে হেসে উঠলাম।
কোনো এক সময় আমিও একজনকে ডোনেট করে দিয়েছিলাম
মাঝে মাঝে এমন দিতে হয়।
Don't worry, you'll be fine.
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৩
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে সামুতে এসে হাজিরা দেন। ভালো লাগে।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৩
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: ্চেষ্টা করছি ভাই। নিয়মিত পারবো কিনা জানিনা
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
পড়ে আরাম লাগছে।