নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক দামাল

দামাল ছেলে

আমি এক দামাল...

দামাল ছেলে › বিস্তারিত পোস্টঃ

গ্রেফতারকৃত গন-ধর্ষকদের প্রকাশ্যে ফাসি দেয়া হোকX(X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭







গণ-ধর্ষণের শিকার টাঙ্গাইলের মেয়েটি এখন পাগলপ্রায়।



/:)/:)/:)







নবম শ্রেনীর সেই ছাত্রীকে গনধর্ষন করেই ক্ষ্যান্ত হয়নি পান্ডারা, তার ভিডিও তুলে রেখেছে।



শুধু তাই নয় সেগুলো মোবাইলে ভিডিও করে রাখে।



তার ধর্ষক একদল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে।

ওদের প্রকাশ্যে ফাসি দেয়া হোকX((X((

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই মেয়েটা কে?

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

দামাল ছেলে বলেছেন: :( :( :(

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

দামাল ছেলে বলেছেন: কথিত শয়তান বান্ধবী যে এই অপকর্মের অন্যতম হোতা

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওদের প্রকাশ্যে ফাসি দেয়া হোক

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

দামাল ছেলে বলেছেন: কিছুই হবে না ওদের। সরকারী দলে ক্যাড়ার হয়ত

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এভাবে ছবি দেয়া ঠিক না।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

দামাল ছেলে বলেছেন: এটা টিভিই প্রচার করেছে রে ভাই

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

দামাল ছেলে বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, ঠিক আছে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

দামাল ছেলে বলেছেন: :-B :-B :-B

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

রুদ্র মানব বলেছেন: এই দোষী মাইয়া ও চার কুলাঙ্গাররে একসাথে ফাসি দেওয়া হোক X(( X(( X(( X((

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

দামাল ছেলে বলেছেন: কে দিবে? কেউ তো দাবি তো না। ইন্ডিয়ার মত কিছু করা দরকার

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

ভিয়েনাস বলেছেন: শুধু ফাঁসি না প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

দামাল ছেলে বলেছেন: হুম, দাবি তুলা দরকার

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

রোকসানা খাতুন লিজা বলেছেন: পল্টন ময়দানে ঝুলইয়া দেওয়া হোক। তিনদিন পর নামানো দরকার।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

দামাল ছেলে বলেছেন: সবাই তো ঘুমায়। কে আওয়াজ তুলবে

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: লগের অই ছেমরি কেমনে পারলো আরেকটা মেয়ের সর্বনাশ করতে !

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

দামাল ছেলে বলেছেন: কোমরের ছুরিই নাকি পেট কাটে

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলেই আমাদের দেশের কিংবা আশেপাশের দেশেও এইসব ধর্ষন-হত্যা-চুরি-ডাকাতি-এসিড নিক্ষেপ-পাচার..........এসব ক্ষেত্রে ইসলামী আইন প্রচলন করা উচিত............তানাহলে......ওই কারাগারের মধ্যে দেওয়া মৃত্যুদন্ড সমাজের এ অবক্ষয় রোধ করতে পারবেনা..........।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

দামাল ছেলে বলেছেন: ইসলামী আইন হলে সমস্যার সমাধান হবে?

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

মেমননীয় বলেছেন: লগের অই ছেমরি কেমনে পারলো আরেকটা মেয়ের সর্বনাশ করতে !

মেয়েদের বড় শত্রু মেয়েরাই!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

দামাল ছেলে বলেছেন: মেয়েদের বড় শত্রু মেয়েরাই!

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

এম জি আর মাসুদ রানা কবি

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





বন্ধু অপূর্ণের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '


আমি কবি মাসুদ রানা

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।



.

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :(

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

দামাল ছেলে বলেছেন: :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.