![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহরাইনে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন
রাজধানী মানামার মুকারকা এলাকার তিনতলা একটি ভবনে স্থানীয় সময় শুক্রবার বিকালে আগুন লাগে বলে বিবিসি জানিয়েছে, যে ভবনটিতে বাংলাদেশ ও পাকিস্তানের কর্মীরা থাকতেন।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনি কর্মকর্তারা এর তদন্ত চালাচ্ছে।
বাহরাইনের দৈনিক গালফ ডেইলি নিউজ জানিয়েছে, ওই ভবনের ১৩ জন পুড়ে মারা গেছে।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
দামাল ছেলে বলেছেন: আপনি তো কায়রোতে। ভালো আছেন?
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হ ভাই। ভাল আছি।
আপনি কেমন আছেন?
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
দামাল ছেলে বলেছেন: ভালো আছি। কিন্তু ঘুম থেকে এরাম খবর পেলে আর কাড় ভালো লাগে
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
দামাল ছেলে বলেছেন:
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
দর্পন বলেছেন: এত দুঃখ দেখায়া লাভ নাই । প্রবাসী জামাতী ফান্ডের ৪ নং সেক্টর হচ্ছে বাহরাইনের বাংলাদেশী গুলো । বাহরাইনে আমার খালু একটি নির্মাণ ফার্মের(বৃটিশ মালিকানাধীন) এম,ডি । ওনারা নির্মাণ কাজের জন্য যে বাংলাদেশী শ্রমিক বাড়া করতেন, একদিন ওনি এক সাইটে গিয়ে দেখলেন এক জামাতি বাংলাদেশী রিসিট দিয়ে শ্রমিকদের কাজ থেকে দিনার নিয়ে যাচ্ছে ? । পরে ওনি ওদের কন্ট্রাকটারের সাথে কথা বলে চুক্তি বাতিল করতে গিয়ে দেখেন ঐ হালাও জামাতি ? পরে আর বাতিল করা হয় নি, বাংলাদেশী অন্য কন্ট্রাকটারের অভাবে ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি সাইদীর ফোন সেক্স ক্লিপটি খালুরে ইমেল দিছিলাম , শ্রমিকরা হুজুরের মুখে মেশিনের কথা শুনিয়া তো তখন পুরাই তো হয়েগিয়েছিলো,কিছু লোক এখন টাকা পয়সা দেওয়া বন্ধ করেছে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
দামাল ছেলে বলেছেন: সেখানেও জামাতী!!
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
চেয়ারম্যান০০৭ বলেছেন: খারাপ লাগলো খুব।
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
দামাল ছেলে বলেছেন:
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
নিমচাঁদ বলেছেন: নির্মম!
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
দামাল ছেলে বলেছেন:
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
জেমস বন্ড বলেছেন: দর্পণ আপনের খালুর নাম বলেন ?
দালিল এক্সেচেঞ্জ একটা দালালী ব্যাংক , চুদনার ব্যাংকে শুধু জামাতিই নিযুক্ত রাখে । এই কথা আমি সরাসরিই বলেছি দুই একটা কে । আর রিসিট এর কথা যেটা বলেছেন আমি আইজ পর্যন্ত দেখি নাই বা শুনি নাই । কেডা করে এরাম কাম এট্টু শুধু দেখতাম চাই
।
যদি এখানে না বলতে পারেন - ই মেইল করেন আপনার খালুর নাম আর সিপিয়ার নাম্বার - [email protected] ।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
একজন বাংলার ছেলে বলেছেন: দর্পন ছেলেগুলো মারা গেল,আর আপনে আসছেন জামাতি ট্যাগ নিয়া,থাবরাইয়া আপনের কানাপট্টি লাল কইরা দিতে ইচ্ছা করতাছে।হনু কোথাকার
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
দামাল ছেলে বলেছেন: ভাই ওদের জন্য দোয়া করেন। রাজনীতি পরে করন যাবে
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
জেমস বন্ড বলেছেন: বাংলারা ছেলে @ সহমত এটাই বলতে চেয়েছিলাম বাট দুক্ষুজনক যারা মারা গেছে তাদের কে কেন বলা হইলো ? তাঁরা কি আদৌ মানুষ ছিল না ?
দর্পণ মিয়া জানে ও না যে যারা জামাতী করে তাঁরা ভুলে ও ঐ এলাকায় যায় না , বিকজ ঐ এলাকায় বাহরাইনের স্থানীয় লোক গেলে ও ডলা খাইয়া ফেলে । পিডাইয়া তক্তা তক্তা কইরা ফেলে ।
নিরিহ পোস্টে এসে ক্যাচাল করার জন্য দুঃখ প্রকাশ করছি আমি আর উনাকে কি বলব ।
লেখক এড করে দিতে পারেন -
আগুন লাগার পর ও কাউকে আগাতে দেয় নি কারন এখানকার আইন একটু কড়া । মানুষ মরে গেলে ও ছোয়া যাবে না । তখন ঐ খানের ভিতরে থাকে একজন পাকিস্তানী লোক গায়ে কম্বল পেচিয়ে ১০/১২ জন কে বাঁচিয়েছে আর কিছু লোক জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েছে ।
আগুন অনেক্ষনধরেই জ্বলছিল আর পাশের মানুষ শুধু পানি দিচ্ছিল এর বেশি কিছুই না । ভিতরে অনেক সিলিন্ডার ছিল ( এখানে রান্নার জন্য যত্রতত্র ভাবেই সিলিন্ডার ব্যাবহার করা হয় ) এই জন্য লোকজন কে নিরাপদ দূরত্বে রেখেছেন সিফিল ডিফেন্স এর লোক ।
আহত বাংলাদেশি কিছু মানুষ বর্তমানে হাসপাতালে আছেন , তাদের জন্য দোয়া করবেন । দেটস ইট ..............
১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
অনিমেষ রহমান বলেছেন: আহারে!
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
দামাল ছেলে বলেছেন:
১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
আয়মানভষ্কি বলেছেন:
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
দামাল ছেলে বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আহারে...