নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজীবনে শুধু মানুষের গল্প শুনতে চাই, আর নিজের মত করে গল্পগুলো লিখতে চাই...

নয়ন বড়ুয়া

মানুষ দেখতে পছন্দ করি, এবং মানুষের গল্প শুনতে পছন্দ করি...

নয়ন বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ ১৩ নম্বর লাশ

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

আমাকে রাখা হয়েছে লাশখানায়...
আশে-পাশে অনেক লাশ...
সাড়ি সাড়ি অনেক লাশের মাঝে আমি শুয়ে আছি। আমার দেহটা সাদা কাপড়ে মোড়ানো...
অবশ্য এখানে সবাইকেই সাদা কাপড় মুড়ি দিয়েই রাখা হয়েছে...
আমি এখানে কিভাবে আসলাম, সেটা অনেক্ষণ মনে করার চেষ্টা করেও ব্যর্থ হলাম!
কি হয়েছিলো কী জানি আমার!

তবে এখানে কেউ কাউকে নাম ধরে ডাকছে না! মানুষের অদ্ভুত একটা স্বভাব আছে, কেউ মারা গেলে মানুষটার নামের চাইতে লাশ বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই...
আমাকেও এখানের একজনে লাশ বলে সম্মোধন করেছে!
অথচ আমার একটা নাম ছিলো, যে নামে একসময় সবাই আমাকে ডাকতো...
ওই নামে একটা ব্যাংক একাউন্টও ছিলো...
ওই নামে কেউ ডাক দিলে একসময় সাড়াও দিতাম...
আমার ডেথ সার্টিফিকেটেও স্পষ্ট করে আমার নাম লেখা আছে...
অথচ সেই নামে কেউই ডাকছে না!
কত ঢাক-ঢোল বাজিয়ে আমার 'নয়ন' নামটা রাখা হয়েছিলো...
কত মানুষ যে এসেছিলো আমার সেই নামের সাক্ষী হতে...
অথচ আজ আমি কিনা সামান্য একটা লাশ নাম নিয়ে নিথর হয়ে পড়ে আছি!
আমার এত সুন্দর 'নয়ন' নামের বিলুপ্তি ঘটেছে দেখে খারাপও লাগছে...

লাশখানার বাইরে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে...
সম্ভবত বয়স প্রায় ষাটোর্ধ হবে। মা জাতীয় কিছু হবেন হয়তো!
মায়ের সবকিছুই মন থেকে আসে...
হোক ভালোবাসা কিংবা দুঃখ সব সমানে সমান...
অনেকটা বাঘে মহিষের লড়াইয়ের মতন...
এই যে মহিলাটা কান্না করছেন, সেখানে কত কঠিন বেদনা, মায়া, না জানি বুকে কত হাহাকার জড়িয়ে আছে এই কান্নায়...
কী যে মায়া করে কাঁদছে মহিলাটা!
বুঝাই যায়, যার জন্য কাঁদছে, তাকে তিনি কতটা ভালোবাসতেন...
হয়তো, আমাদের মাঝেই তার পরিচিত কেউ একজন আছে! কে জানে!
খুব ইচ্ছে হচ্ছে মহিলাটাকে গিয়ে বলি, আপনি এভাবে কাঁদছেন কেন? যার জন্য কাঁদছেন, সে তো গভীর ঘুমে। আপনার কান্নায় সাড়া দেওয়ারও শক্তি তার আর নাই...
আর কখনও কাঁদবেন না, আপনার কান্নায় আমার খুব কষ্ট হচ্ছে, আপনার এই মমতাময় কান্নার শব্দে...

লাশখানায় প্রায় ২০-৩০ টা লাশ...
তিন সাড়ির তিন ভাঁজে লাশগুলো রাখা। কেউ কারও কথা শুনতে পাচ্ছে না। কেউ কারও নামেও ডাকছে না। সবার পরিচয় একটাই, সবার নাম একটাই...
লাশ...
নম্বরের লাশ...
ডোম এসে বললো, ওই ১৩ নম্বর লাশটা পোষ্টমর্টামের জন্য নিয়ে যেতে বলেছে...
একি এই ১৩ নম্বর তো আমি!
আমার সিরিয়াল নম্বর তাহলে কী ১৩!
তবে কী আমার নতুন নাম ১৩ নম্বর লাশ?

নয়ন বড়ুয়া
জুন, ২০২১

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মারা যাবার পর আপনি লিখলেন কিভাবে?
আর এই ব্লগে পোস্টইবা করলেন কিভাবে?
মারা যাওয়ার পর কি মানুষ এগুলো বুঝতে পারে?

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫

নয়ন বড়ুয়া বলেছেন: মৃত্যুর পরের জীবনটা নিয়ে আগ্রহ আমার...
তাই একটু কল্পনা করলাম...
এই সামান্য জিনিস লেখায় বুঝাতে পারিনি জন্য দুঃখিত...
মন্তব্যের জন্য ধন্যবাদ...

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার চোখে মৃত্যুর পরের অনুভূতিগুলো নিয়ে লিখেছেন। খুবই সুন্দর হয়েছে। মৃত্যুর পর মানুষের লাশ আসলেও একটা সংখ্যায় পরিণত হয়। কখনো তার নাম ধরে ডাকা হয় না। ডাকা হয় “অমুক”এর লাশ। একথা ভাবলেই আমার ভীষণ কষ্ট হয়।
অনুরোধ: দাদা ! আর কখনোই নিজের মৃত্যু নিয়ে লিখবেন না। ঠিক আছে। অন্তত বোন হয়ে এটা ভাবতেই কষ্ট হয়।
শুভকামনা রইলো রাশি রাশি ।


২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: ধন্যবাদ আপা এত সুন্দর স্নেহভরা মন্তব্যের জন্য। সুস্থ ও ভালো থাকুন সবসময়...

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

ভুয়া মফিজ বলেছেন: লেখা পড়ে আশ্বস্ত হলাম, ওইপাড় থেকেও তাহলে পোষ্টানো যাবে!!! =p~

গল্প লিখেছেন কবিতার আদলে। এভাবে ভয় দেখানোর বিশেষ কোন কারন কি আছে? যাইহোক, গল্প সুন্দর হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...
ব্যাপার না...
ধন্যবাদ মন্তব্যের জন্য...
সুস্থ ও ভালো থাকুন...

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

নয়ন বড়ুয়া বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা...

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১১

ফিনিক্স পাখির জীবন বলেছেন: ভয়ংকর সুন্দর, কিন্তু নির্মম সত্যি এক কল্পনা!
ভাল লাগল পড়ে।
এরকম আরো পড়তে চাই।
শুভকামনা।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল...

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: লাশ শব্দ শুনলেই ভিতরটা কেমন কেমন লাগে

লেখা সুন্দর হয়েছে

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপা।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর গল্প লিখেছেন নয়ন দা।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০

নয়ন বড়ুয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.