![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সুদিন দেখার অপেক্ষায়....
এক সকালে করিম শাহি
জল চাহিল কেশে
বাবা তাহার ধমক দিল
জল নাম নাহিকো এই দেশে।
একটুখানি আল্লাহ কর
একটুখানি তওবা কর
শেষ কালে মরার আগে
পাপ করিস না ভর।
করিম শাহি হচকিত
বুলি নাই তার
এ আবার কেমন কথা
যার নাই সার।
আমার ভাষার জল কিংবা মাংস
অন্য ভাষায় হবে কেন অংশ?
সব বুলি বুঝেন প্রভু
সর্বজ্ঞানী তিনি
নিজ বুলি নিলামে তুলে
অন্য কেন কিনি?
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লিখেছেন +
৩| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো।++
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।