নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের বাসিন্দা

অন্ধ আবেগ কোন যুক্তি মানে না। চুপ করে থাকাই বোধহয় ভাল।

Ðârķŋễšs

অন্ধকারের বাসিন্দা :)

Ðârķŋễšs › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে অবস্থানরত বিপ্লবী ভাই বোনদের উদ্দেশে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

শাহবাগে অবস্থানরত সবাইকে বলছি,

আপনাদের সব কিছুই ঠিক আছে কিন্তু

আপনাদের সাথে আমি একমত নই এক

জায়গায়।



আপনারা একমুখী নীতি পোষন করছেন।

আওয়ামিলীগেও তো নামকরা রাজাকার

আছে, কই একবারতও শুনলামনা অদের নাম

ধইরা বলতে তুই রাজাকার, তুই

রাজাকার। তাছাড়াও আওয়ামিলীগের

আরও অনেককে দেখছি এই সমাবেশে।

কিভাবে আওয়ামিলীগ নিজের

দলে রাজাকার রেখে সাহস পায় ঐ

সমাবেশে যোগদিতে ??? বয়সে আপনাদের

সবার ছোট হতে পারি, কিন্তু এতোটুকু

বুঝার ক্ষমতা আমার

আছে যে দেশে কি খেলা চলতেছে।



যে দিন সব দলের সব রাজাকারদের নাম

ধরে বলা হবে তুই রাজাকার, তুই

রাজাকার, সে দিন আমার মতো আরোও

অনেকে রাস্তায় নেমে আসবে।

সবশেষে একটি কথা বলতে চাই আল্লাহর

কসম আমি সব দলের রাজাকারদের

ফাঁসি চাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

বিদ্রোহী মজলুম বলেছেন: শাহবাগের বন্ধুরা সদলবলে নেমেছেন!!! অনেক মিশন এক সাথেঃ
১। এদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে
২। জাতীয় ইসলামী নেতাদেরকে তরুন প্রজন্মের কাছে ঘৃণিত করতে হবে
৩। এদেশে প্রতিষ্ঠিত ইসলামী প্রতিষ্ঠান ও সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে
৪। এদেশ থেকে ইসলাম নির্মূল করতে হবে......
৫। সরকারের সীমাহীন দুর্নীতি ঢাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.